scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

LPG সিলিন্ডার বুক করলে ২,৭০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক! কীভাবে?

Paytm থেকে LPG
  • 1/6

Paytm থেকে LPG সিলিন্ডার বুক করলে এবার অফার পাওয়া যাবে।  প্রায় ২,৭০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। এই অফারটি শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য।

পেটিএমের এই
  • 2/6

পেটিএমের এই অফারে, প্রথম ৩ মাসে ২,৭০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হবে। পুরনো গ্রাহকরা এই বুকিং করলে, ৫০০০ টাকা ক্যাশব্যাক পাওয়ার যোগ্য হয়ে যাবেন। Indane, HP Gas এবং Bharat Gas এই ৩ কোম্পনির এলপিজি গ্যাসের উপরেই এই অফার রাখা হয়েছে। 

সঙ্গে রয়েছে আরেকটি
  • 3/6

সঙ্গে রয়েছে আরেকটি অফার। অনেক সময়ে গ্যাস বুকিংয়ের সময় টাকা থাকে না। সেক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাহক এখন বুকিং করলে পরে তিনি টাকা মিটিয়ে দিতে পারেন। এক্ষেত্রে Paytm Now Pay Later প্ল্যানে নথিভুক্ত করতে হবে।

Advertisement
নতুন অফার
  • 4/6

নতুন অফার সম্পর্কে বলার সময় পেটিএমের মুখপাত্র জানান, আমরা ইউটিলিটি পেমেন্ট খুব সহজে করতে চাই। এর মাধ্যমে আমরা পুরো দেশকে সম্পূর্ণ ডিজিটাল করতে চাই। ব্যবহারকারীরা এই প্ল্যাটফর্ম থেকে এলপিজি সিলিন্ডার বুক করতে পারেন এবং পুরস্কার পেতে পারেন।
 

পেটিএমে গ্যাস
  • 5/6

পেটিএমে গ্যাস বুকিংয়ের জন্য গ্রাহকদের প্রথমে অ্যাপ খুলে Book Gas Cylinder অপশনে যেতে হবে। তারপরে সেখানে গ্যাসের প্রোভাইডারের বাছতে হবে। এরপরেই মোবাইল নম্বর এবং LPG ID দিতে হবে।
 

এরপরে ব্যবহারকারীদের
  • 6/6

এরপরে ব্যবহারকারীদের টাকা পেমেন্ট করতে হবে। এর জন্য তারা Paytm Wallet, Paytm UPI, Card বা Netbanking ব্যবহার করতে পারে। পাশাপাশি সিলিন্ডারের অর্ডার ট্র্যাকও করা যাবে। গত বছর পেটিএম গ্যাস বুকিং চালু করেছিল।

Advertisement