scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Vegetable Price Hike: অতিবৃষ্টি আর ডিজেলের মূল্যবৃদ্ধির জোরা ধাক্কায় অগ্নিমূল্য টমেটো, ধনেপাতা!

Vegetable Price Hike: অতিবৃষ্টি আর ডিজেলের মূল্যবৃদ্ধির জোরা ধাক্কায় অগ্নিমূল্য টমেটো, ধনেপাতা!
  • 1/6

সারা দেশে বৃষ্টির প্রভাব এখন মানুষের রান্নাঘরে দৃশ্যমান। এখন বৃষ্টির কারণে সবজির দাম আকাশ ছোঁয়া। অনেক এলাকায়, গত কয়েকদিনের প্রবল বর্ষণের পর ক্ষেতের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছের গোড়ায় জল জমে প্রচুর ফসল ক্ষতিগ্রস্ত। সবজি পচে যাচ্ছে। 

Vegetable Price Hike: অতিবৃষ্টি আর ডিজেলের মূল্যবৃদ্ধির জোরা ধাক্কায় অগ্নিমূল্য টমেটো, ধনেপাতা!
  • 2/6

এর উপর ক্রমশ ঊর্ধ্বমুখী ডিজেলের দর। অতিবৃষ্টি আর ডিজেলের মূল্যবৃদ্ধির জোরা ধাক্কায় শাক-সবজির দাম ৩০ থেকে ৪০ শতাংশ বেড়ে গিয়েছে। সবজি ব্যবসায়ীদের মতে, অতিবৃষ্টিতে শাক-সবজির জোগান কমেছে বাজারেও। চাহিদার তুলনায় জোগানের অভাবে দাম আকাশ ছুঁয়েছে।

Vegetable Price Hike: অতিবৃষ্টি আর ডিজেলের মূল্যবৃদ্ধির জোরা ধাক্কায় অগ্নিমূল্য টমেটো, ধনেপাতা!
  • 3/6

দিল্লির সবজি বাজারে ৩০ টাকা কেজির টমেটোর দর দ্বিগুন বেড়ে ৬০ টাকা কেজি ছুঁয়েছে। এক সপ্তাহ আগে পর্যন্ত প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হওয়া টমেটো এখন ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

Advertisement
Vegetable Price Hike: অতিবৃষ্টি আর ডিজেলের মূল্যবৃদ্ধির জোরা ধাক্কায় অগ্নিমূল্য টমেটো, ধনেপাতা!
  • 4/6

দিল্লির সবজি বাজারের বিক্রেতাদের মতে, জোগানের ঘাটতি দ্রুত পূরণ না হলে ৩০ টাকা কেজির টমেটোর দর শীঘ্রই ১০০ টাকা কেজিতে পৌঁছে যাবে। একই কারণে বেগুনের দরও ৪০ টাকা কেজি থেকে বাড়তে বাড়তে ১০০ টাকা পেরিয়েছে।

Vegetable Price Hike: অতিবৃষ্টি আর ডিজেলের মূল্যবৃদ্ধির জোরা ধাক্কায় অগ্নিমূল্য টমেটো, ধনেপাতা!
  • 5/6

টমেটো, বেগুনের মতো ধনেপাতার দরও অতিবৃষ্টি আর ডিজেলের মূল্যবৃদ্ধির জোরা ধাক্কায় দ্বিগুন বেড়ে গিয়েছে। এক সপ্তাহ আগে পর্যন্ত প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হওয়া ধনেপাতা এখন ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Vegetable Price Hike: অতিবৃষ্টি আর ডিজেলের মূল্যবৃদ্ধির জোরা ধাক্কায় অগ্নিমূল্য টমেটো, ধনেপাতা!
  • 6/6

১৫ টাকা কেজি দরে বিক্রি হওয়া লাউয়ের দাম ৩৫ টাকায় পৌঁছেছে। বাঁধাকপির প্রতি কেজি বাড়তে বাড়তে এখন ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারের অন্যান্য শাক-সবজির দরও এখন আকাশছোঁয়া। ফলে সব মিলিয়ে উৎসবের মরসুমে মধ্যবিত্তের ট্যাঁকে টান পড়েছে।

Advertisement