scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কী ভাবে বুঝবেন? জেনে নিন Online-এ চেক করার পদ্ধতি

ভোটার তালিকায়
  • 1/6

আর মাত্র কয়েক মাস বাকি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে। এমন সময়ে আপনি বুঝবেন কীভাবে ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা। অনলাইনে এই সহজ স্টেপগুলি করলেই দেখতে পারবেন ভোটার তালিকায় আপনার নাম রয়েছে।
 

ওয়েবসাইটিতে যান
  • 2/6

প্রথমে www.nvsp.in ওয়েবসাইটিতে যান।  তারপর বাঁদিকে হলুদ রংয়ে লেখা  Search in electoral roll অপশনে ক্লিক করুন।

পেজ খুলবে
  • 3/6

এরপরে নতুন  একটি পেজ খুলবে। https://electoralsearch.in/। এখান থেকে আপনি দুইরকম ভাবে সার্চ করতে পারবেন।

Advertisement
Search by Details
  • 4/6

Search by Details- অপশনটিতে এখানে যা যা জানতে চাওয়া হয়েছে সবকিছু তথ্য দিতে হবে। যেমন নাম, বয়স, ঠিকানা ইত্যাদি।

Search by EPIC No
  • 5/6

দ্বিতীয় অপশন Search by EPIC No।  এখানে আপনার EPIC No দিতে হবে। সেইসঙ্গে রাজ্যের নাম। তারপরে একটি কোড আসবে। 

নথিভুক্ত একজন ভোটার
  • 6/6

দুইরকমের মধ্যে যেকোনও একটি ভাবে ফর্ম গুলো পূরণ করতে হবে। তারপর সার্চ অপশনে ক্লিক করতে হবে। যদি এরপর আপনার নাম দেখায় তাহলে আপনি আপনার এলাকায় নথিভুক্ত একজন ভোটার

Advertisement