জুন মাসের শুরুতেই স্বরাষ্ট্র দপ্তরের তরফে নিয়োগের ছাড়পত্র পাঠানো হয়েছিল লালবাজারে। সূত্রের খবর, এ বছরের মধ্যেই কর্মী নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পুলিস রিক্রুটমেন্ট বোর্ড। তার আগে আজ কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষার প্রার্থীদের অ্যাডমিট কার্ড প্রকাশ করা হল।
সোমবার প্রকাশিত হল পশ্চিমবঙ্গ পুলিসের কনস্টেবল নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড। পশ্চিমবঙ্গ পুলিসের ওয়েবসাইট থেকে Download করা যাবে অ্যাডমিট। কনস্টেবল পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড wbpolice.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।
প্রিলিমিনারি পরীক্ষায় সফল প্রার্থীরা নিয়োগের মূল লিখিত পরীক্ষায় বসার সুযোগ পাবেন। মূল লিখিত পরীক্ষায় পাস করলে প্রার্থীদের ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট হবে। এই টেস্টে উতরে গেলেই রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগ করা হবে।
ওয়েস্ট বেঙ্গল পুলিসে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হবে আগামী ২৬ সেপ্টেম্বর, রবিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত। করোনা পরিস্থিতির কারণে এই প্রিলিমিনারি পরীক্ষা অনলাইনে করা হচ্ছে। কিন্তু এই পরীক্ষায় বসার আগে প্রয়োজন অ্যাডমিট কার্ডের। কী ভাবে ডাউনলোড করবেন ই-অ্যাডমিট কার্ড? জেনে নিন...
প্রথমে wbpolice.gov.in ওয়েবসাইটে ক্লিক করুন। তার পর ওয়েবসাইটের হোমপেজে Download e-Admit Cards for WB Police লিঙ্কে ক্লিক করুন। এবার রিক্র্যুটমেন্ট তালিকায় Constable / Lady Link-এ ক্লিক করতে হবে।
রিক্র্যুটমেন্ট তালিকায় Constable / Lady Link-এ ক্লিক করে অ্যাপ্লিকেশন নম্বর আর জন্ম তারিখ দিয়ে লগইন করলে স্ক্রিনে আপনার অ্যাডমিট কার্ড দেখতে পাবেন। এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে অব্যই প্রিন্ট বের করে রাখতে হবে।