Advertisement
ইউটিলিটি

WBHRB Recruitment 2021: রাজ্যে ৬১১৪ শূন্যপদে স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে! বেতন ২৯,৮০০ টাকা

  • 1/7

রাজ্যে ৬১১৪ শূন্যপদে নার্স নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করল ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (WBHRB)। নির্দিষ্ট প্রার্থী নির্বাচন প্রক্রিয়া মেনে ৬১১৪ জন স্টাফ নার্স নিয়োগ করা হবে।

  • 2/7

আপাতত অস্থায়ী ভিত্তিতে স্টাফ নার্স নিয়োগ করা হবে। পরে কাজের নিরিখে তাঁদের স্থায়ী করা হতে পারে। চলুন এই নিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক...

  • 3/7

জিএনএম (মহিলা): মোট শূন্যপদের সংখ্যা ৩৫৭৭টি। জিএনএম (পুরুষ): মোট শূন্যপদের সংখ্যা ৩৯৭টি। বেসিক বিএসসি নার্সিং (মহিলাদের জন্য): মোট শূন্যপদের সংখ্যা ২০৩২টি। পোস্ট বেসিক বিএসসি নার্সিং (মহিলাদের জন্য): মোট শূন্যপদের সংখ্যা ১০৮টি।

Advertisement
  • 4/7

আবেদনকারীদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং সংশ্লিষ্ট স্টেট নার্সিং কাউন্সিল স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল অথবা কলেজ অফ নার্সিং থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফ অথবা বেসিক বিএসসি (নার্সিং) অথবা পোস্ট বেসিক বিএসসি (নার্সিং) কোর্স পাশ হতে হবে। আবেদনকারীদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রেজিস্টার্ড হতে হবে। এ ছাড়া আবেদনকারীকে বাংলা অথবা নেপালি ভাষা বলতে এবং লিখতে জানতে হবে।

  • 5/7

আবেদনকারীর বয়স ও বেতন: ১ জানুয়ারি, ২০২১ তারিখ পর্যন্ত হিসাব অনুযায়ী, আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে। তফশিলি জাতি-উপজাতি এবং ওবিসি প্রার্থীরা বয়সের উর্ধ্বসীমায় সরকারি নিয়মে ছাড় পাবেন। স্টাফ নার্স পদের থোক মাসিক বেতন ২৯,৮০০ টাকা।

  • 6/7

আবেদনের ফি বাবদ ১৬০ টাকা দিতে হবে। ফি দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারের গভমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেমে অংশগ্রহণকারী ব্যাঙ্কগুলির মাধ্যমে, মম গভার্নমেন্ট রিসিপ্ট হেড অফ অ্যাকাউন্ট ‘0051-00-104-002-16’-তে।

  • 7/7

চেক, ব্যাঙ্ক ড্রাফট, মানি অর্ডার বা নগদে ফি দেওয়া যাবে না। পশ্চিমবঙ্গের তফসিলি জাতি-উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের এই ফি দিতে হবে না। ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে ১৭ মার্চ থেকে ২৬ মার্চ, রাত ৮টার মধ্যে www.wbhrb.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে হবে।

Advertisement