প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (West Bengal pollution control board)। মোটা বেতনে প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হচ্ছে। চলুন এই নিয়োগের খুঁটিনাটি জেনে নেওয়া যাক...
মোট ২২টি শূন্যপদে প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে (West Bengal pollution control board)। এর মধ্যে ১১টি আসন প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং বাকি ১১টি আসন সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পদের জন্য রয়েছে।
প্রজেক্ট অ্যাসোসিয়েট: মোট ১১টি শূন্যপদে প্রার্থীদের হলদিয়া, দুর্গাপুর, রানিগঞ্জ, আসানসোল, হাওড়া, বারাকপুর কিংবা কলকাতার এয়ার কোয়ালিটি মনিটরিং সেলে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (প্রজেক্ট অ্যাসোসিয়েট): এই পদের প্রার্থীকে পরিবেশ বিজ্ঞানে স্নাতকোত্তর এবং সিভিল অথবা আর্কিটেকচার ও প্ল্যানিং অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে। কম্পিউটারের ক্ষেত্রে MS Office সংক্রান্ত জ্ঞান থাকা জরুরি।
উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ছাড়া পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে ১ বছরের বেশি কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। প্রজেক্ট অ্যাসোসিয়েট পদের কর্মীদের মাসিক বেতন ৩৫ হাজার টাকা।
সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট: মোট ১১টি শূন্যপদে প্রার্থীদের হলদিয়া, দুর্গাপুর, রানিগঞ্জ, আসানসোল, হাওড়া, বারাকপুর কিংবা কলকাতার এয়ার কোয়ালিটি মনিটরিং সেল অথবা রাজ্য পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হেড কোয়ার্টারে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট): এই পদের প্রার্থীকে পরিবেশ বিজ্ঞানে স্নাতকোত্তর এবং সিভিল অথবা আর্কিটেকচার ও প্ল্যানিং অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে। কম্পিউটারের ক্ষেত্রে MS Office সংক্রান্ত জ্ঞান থাকা জরুরি।
উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ছাড়া পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে ১ বছরের বেশি কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। প্রজেক্ট অ্যাসোসিয়েট পদের কর্মীদের মাসিক বেতন ৪২ হাজার টাকা।
আপাতত এক বছরের জন্য উল্লেখিত দু’টি পদে নিয়োগ করা হবে। পরবর্তিকালে দক্ষতার নিরিখে চুক্তির মেয়াদ ৫ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে উল্লেখিত শূন্যপদগুলিতে যোগ্য কর্মী নিয়োগ করা হবে।
ইচ্ছুক প্রার্থীদের আগামী ৪ জুনের মধ্যে প্রয়োজনীয় সমস্ত নথিপত্রের স্ক্যান কপি-সহ আবেদন জানাতে হবে ncap.wbpcb@gmail.com এই ই-মেল আইডিতে। বিধাননগরে রাজ্যের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হেড অফিসে ইন্টারভিউ নেওয়া হবে। এই সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্যের জন্য নজর রাখুন এই https://www.wbpcb.gov.in ওয়েবসাইটে।