পশ্চিমবঙ্গ সরকারের টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট দফতরে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (Assistant Director) পদে নিয়ো করা হচ্ছে।
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (Assistant Director) পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বাংলা ভাষায় লেখা, পড়া আর কথা বলায় পারদর্শী হওয়া অন্যতম আবশ্যিক শর্ত। তবে যাঁদের মাতৃভাষা নেপালি তাঁদের ক্ষেত্রে এই শর্ত বাধ্যতামূলক নয়।
আপাতত চুক্তি ভিত্তিতে রাজ্যের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দফতরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (Assistant Director) নিয়োগ করা হচ্ছে। তবে ভবিষ্যতে কাজের নিরিখে কর্মীদের স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখিত পদের জন্য প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তির যে কোনও শাখায় প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রি অথবা গড়ে অন্তত ৬০ শতাংশ নম্বর বা B+ গ্রেড অথবা স্নাতকোত্তর ডিগ্রি অথবা সম মানের শিক্ষাগত যোগ্যতা থাকা জরুরি।
শিক্ষাগত ডিগ্রি থাকার পাশাপাশি প্রার্থীদের শিক্ষকতা অথবা গবেষণা অথবা প্রশাসন বা শিল্পে অন্তত ৪ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এর মধ্যে কোনও ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিক্যাল কলেজে বা পলিটেকনিকে লেকচারার পদে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকলে ভাল। এছাড়া প্রার্থীদের ম্যানেজমেন্ট সায়েন্সে ডিগ্রি বা ডিপ্লোমা ও পাশাপাশি প্রশাসনিক কাজে অভিজ্ঞতা থাকা জরুরি।
কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (Assistant Director) পদের জন্য আবেদনকারী প্রার্থীদের ১ জানুয়ারি, ২০২১ তারিখ অনুযায়ী, বয়স ৩৬ বছরের মধ্যে হতে হবে।
কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (Assistant Director) পদের বেতনক্রম ১৫,৬০০ টাকা থেকে ৪২,০০০ টাকা (পে ব্যান্ড 4A)। এর সঙ্গে গ্রেড পে বাবদ প্রতি মাসে মিলবে ৫,৪০০ টাকা।