ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে (WBMSC) মেডিক্যাল অফিসার নিয়োগের প্রক্রিয়া চলছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৭ অক্টোবরের মধ্যে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের। চলুন এই নিয়োগ সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক...
ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের (WBMSC) বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৩৬টি শূন্যপদে মেডিক্যাল অফিসার নিয়োগ করা হচ্ছে। কলকাতা পৌরসভার সার্ভিস কমিশনের অধীনে এই নিয়োগ হবে।
শিক্ষাগত যোগ্যতা: এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের অবশ্যই MBBS ডিগ্রি থাকতে হবে। ডাক্তারি ডিগ্রির পাশাপাশি মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার (MCI) প্রার্থীর রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক।
উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ছাড়াও DPH অথবা MD (Community Medicine) অথবা MD (PSM) উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেবে কর্তৃপক্ষ। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রার্থীদের জনস্বাস্থ্য পরিষেবায় অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকা জরুরি।
আবেদনকারীর বয়সসীমা: এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ বছর বা তার বেশি এবং ৩৭ বছর বা তার কম হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় সরকারি নিয়মে ৩ বছর থেকে ৫ বছর পর্যন্ত ছাড় দেওয়া হবে।
মেডিকেল অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীদের ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের (WBMSC) অফিশিয়াল ওয়েবসাইট http://www.mscwb.org থেকে আবেদন জানাতে হবে।
আগামী ৭ অক্টোবরের মধ্যে কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে প্রার্থীদের যাবতীয় শংসাপত্রের নথি, বয়সের প্রমাণপত্র ও কাস্ট সার্টিফিকেট জমা দিতে হবে।