scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

West Bengal Police-এ নিয়োগ চলছে! বেতন ১৮,৮০০ টাকা থেকে শুরু

West Bengal Police-এ নিয়োগ চলছে! বেতন ১৮,৮০০ টাকা থেকে শুরু
  • 1/12

মোট ৯৩৮টি শূন্যপদে নিয়োগ করছে West Bengal Police। অগ্রগামী (WBNVF), অগ্রগামী (WBCEF) এবং অগ্রগামী (WWCD) পদে নিয়োগ করা হবে। ওই সব পদে সিভিল ডিফেন্স অর্গানাইজেশনে, পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্সের অধীনে নিয়োগ করা হবে।

West Bengal Police-এ নিয়োগ চলছে! বেতন ১৮,৮০০ টাকা থেকে শুরু
  • 2/12

অগ্রগামী (WBNVF): মোট শূন্যপদের সংখ্যা ৬৫২টি। ন্যুনতম যোগ্যতা মাধ্যমিক পাশ এবং WBNVF ট্রেন্ড হতে হবে। অগ্রগামী (WBCEF): মোট শূন্যপদের সংখ্যা ১৬৯টি এবং অগ্রগামী (WWCD): মোট শূন্যপদের সংখ্যা ১১৭টি।

West Bengal Police-এ নিয়োগ চলছে! বেতন ১৮,৮০০ টাকা থেকে শুরু
  • 3/12

শেষের ২টি পদের প্রার্থীদের মাধ্যমিক পাশ এবং ট্রেন্ড সিভিল ডিফেন্স ভলান্টিয়ার হতে হবে। এছাড়া সাঁতার জানতে হবে। ৫০ মিটার সাঁতার সম্পূর্ণ করতে হবে।

Advertisement
West Bengal Police-এ নিয়োগ চলছে! বেতন ১৮,৮০০ টাকা থেকে শুরু
  • 4/12

পাহাড়ী এলাকার উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে সাঁতারের বিষয়টি ছাড় হতে পারে। তবে না জানলে ৬ মাসের মধ্যে সাঁতার শিখে নিতে হবে। সব পদের শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ২০০ সেকেন্ডে ৮০০ মিটার দৌড়। প্রত্যেকটি ধাপে সফল হতে হবে।

West Bengal Police-এ নিয়োগ চলছে! বেতন ১৮,৮০০ টাকা থেকে শুরু
  • 5/12

বয়সসীমা ও বেতন: সব প্রার্থীদের ক্ষেত্রেই বয়স ১ জানুয়ারি, ২০২১ তারিখ পর্যন্ত ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে পশ্চিমবঙ্গের তফশিলি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৫ বছর, ওবিসি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৩ বছরের ছাড় পাবেন। উল্লেখিত পদগুলির বেতন প্রতিমাসে ১৮,৮০০ টাকা থেকে ৪৮,৭০০ টাকা।

West Bengal Police-এ নিয়োগ চলছে! বেতন ১৮,৮০০ টাকা থেকে শুরু
  • 6/12

অগ্রগামী (WBNVF): প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। অর্থাৎ, চারটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। বিষয়- জেনারেল অ্যাওয়্যারনেস অ্যান্ড জেনারেল নলেজ এবং অ্যারিথমেটিক।

West Bengal Police-এ নিয়োগ চলছে! বেতন ১৮,৮০০ টাকা থেকে শুরু
  • 7/12

অগ্রগামী (WBCEF) এবং অগ্রগামী (WWCD): প্রার্থীদের বাছাই বা নিয়োগ হবে সরাসরি। এই প্রক্রিয়ায় ২টি ধাপ। প্রথম ধাপে শারীরিক মাপজোক আর শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। দ্বিতীয় ধাপে হবে প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষা আর ইন্টারভিউ।

Advertisement
West Bengal Police-এ নিয়োগ চলছে! বেতন ১৮,৮০০ টাকা থেকে শুরু
  • 8/12

লিখিত পরীক্ষা আর ইন্টারভিউতে সফল প্রার্থীদের ট্রেনিংয়ের সময় অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে। পরে বেসিক এবং অন্যান্য প্রশিক্ষণে সফল হলে, সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে ওই দুই পদে নিয়োগ করা হবে।

West Bengal Police-এ নিয়োগ চলছে! বেতন ১৮,৮০০ টাকা থেকে শুরু
  • 9/12

ওই দুই পদে নিয়োগ করা হলে, ২ বছরের প্রবেশন। ওএমআর বা কম্পিউটার বেসড অনলাইন লিখিত পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েজ প্রশ্ন থাকবে।

West Bengal Police-এ নিয়োগ চলছে! বেতন ১৮,৮০০ টাকা থেকে শুরু
  • 10/12

উত্তরের জন্য প্রার্থীরা ১ ঘণ্টা সময় পাবেন। প্রশ্নপত্র হবে বাংলা আর নেপালি ভাষায়। কম্পিউটার বেসড পরীক্ষার ক্ষেত্রে প্রার্থীরা পরীক্ষার ১৫ দিন আগে থেকে মক টেস্ট/ প্র্যাক্টিসের সুযোগ পাবেন।

West Bengal Police-এ নিয়োগ চলছে! বেতন ১৮,৮০০ টাকা থেকে শুরু
  • 11/12

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের চালান পূরণ করে ২৪ মার্চের মধ্যে আবেদনপত্র এবং প্রসেসিং ফি দিতে হবে। আবেদেনর ফি আর প্রসেসিং ফি মোট ২২০ টাকা। পশ্চিমবঙ্গের তফশিলি জাতি এবং তফশিলি উপজাতি প্রার্থীদের শুধুমাত্র ২০ টাকা প্রসেসিং ফি দিতে হবে।

Advertisement
West Bengal Police-এ নিয়োগ চলছে! বেতন ১৮,৮০০ টাকা থেকে শুরু
  • 12/12

আবেদন জানাতে হবে ২২ মার্চ বিকেল ৫টার মধ্যে অনলাইন নির্দিষ্ট ফর্ম পূরণ করে। আবেদন জানাতে হবে www.wbpolice.gov.in বা http://wbdmd.gov.in/Civil_Defence/CD_Default.aspx ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন করার সময় ছবি (রঙিন হলে ভাল হয়) আর সইয়ের স্ক্যান আপলোড করতে হবে।

Advertisement