scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

৯৭২০ শূন্যপদে নিয়োগ চলছে West Bengal Police-এ, ন্যুনতম যোগ্যতা মাধ্যমিক পাশ!

৯৭২০ শূন্যপদে নিয়োগ চলছে West Bengal Police-এ, ন্যুনতম যোগ্যতা মাধ্যমিক পাশ!
  • 1/8

প্রায় ১০ হাজার শূন্যপদে সাব ইনস্পেক্টর আর কনস্টেবল নিয়োগ করছে West Bengal Police। মোট ৯৭২০টি শূন্যপদে সাব ইনস্পেক্টর, মহিলা সাব ইনস্পেক্টর, কনস্টেবল আর মহিলা কনস্টেবল নিয়োগ করা হচ্ছে।

৯৭২০ শূন্যপদে নিয়োগ চলছে West Bengal Police-এ, ন্যুনতম যোগ্যতা মাধ্যমিক পাশ!
  • 2/8

৯৭২০টি শূন্যপদের মধ্য কনস্টেবলের জন্য ৭৪৪০টি পোস্ট, লেডি কনস্টেবলের জন্য ১১৯২টি পোস্ট, পুলিশের এসআই (নিরস্ত্র শাখা) পদে ৭৫৩টি, লেডি এসআই (নিরস্ত্র শাখা) পদে ১৫০টি পদ এবং পুলিশ এসআই (সশস্ত্র শাখা) পদে ১৮৫ জনকে নিয়োগ করা হবে।

৯৭২০ শূন্যপদে নিয়োগ চলছে West Bengal Police-এ, ন্যুনতম যোগ্যতা মাধ্যমিক পাশ!
  • 3/8

শিক্ষাগত যোগ্যতা (কনস্টেবল): কনস্টেবল পদের জন্য আবেদনকারীকে সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ হতে হবে। এর পাশাপাশি, আবেদনকারীকে বাংলায় লিখতে, পড়তে এবং কথা বলতে জানতে হবে। তবে দার্জিলিং এবং কালিম্পং জেলার আবেদনকারীদের ক্ষেত্রে ভাষার এই নিয়ম প্রয়োজ্য নয়।

Advertisement
৯৭২০ শূন্যপদে নিয়োগ চলছে West Bengal Police-এ, ন্যুনতম যোগ্যতা মাধ্যমিক পাশ!
  • 4/8

শিক্ষাগত যোগ্যতা (সাব ইনস্পেক্টর): সাব ইনস্পেক্টর পদের জন্য আবেদনকারীর সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমতুল্য কোনও ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি, আবেদনকারীকে বাংলায় লিখতে, পড়তে এবং কথা বলতে জানতে হবে। তবে দার্জিলিং এবং কালিম্পং জেলার আবেদনকারীদের ক্ষেত্রে ভাষার এই নিয়ম প্রয়োজ্য নয়।

৯৭২০ শূন্যপদে নিয়োগ চলছে West Bengal Police-এ, ন্যুনতম যোগ্যতা মাধ্যমিক পাশ!
  • 5/8

বয়সসীমা: সাব ইনস্পেক্টর, কনস্টেবল পদের জন্য ১ জানুয়ারি, ২০২১ তারিখ অনুযায়ী, আবেদনকারীর বয়স ২০ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। ওবিসি, তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়মে ছাড় পাবেন।

৯৭২০ শূন্যপদে নিয়োগ চলছে West Bengal Police-এ, ন্যুনতম যোগ্যতা মাধ্যমিক পাশ!
  • 6/8

আবেদনের ফি (কনস্টেবল): কনস্টেবল পদের অসংরক্ষিত প্রার্থীদের আবেদনের ফি বাবদ দিতে হবে ১৭৫ টাকা। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ই-ওয়ালেটের মাধ্যমে এই ফি বাবদ টাকা অনলাইনে জমা দিতে হবে।

৯৭২০ শূন্যপদে নিয়োগ চলছে West Bengal Police-এ, ন্যুনতম যোগ্যতা মাধ্যমিক পাশ!
  • 7/8

আবেদনের ফি (সাব ইনস্পেক্টর): সাব ইনস্পেক্টর পদের অসংরক্ষিত প্রার্থীদের আবেদনের ফি বাবদ দিতে হবে ২৭৫ টাকা। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ই-ওয়ালেটের মাধ্যমে এই ফি বাবদ টাকা অনলাইনে জমা দিতে হবে।

Advertisement
৯৭২০ শূন্যপদে নিয়োগ চলছে West Bengal Police-এ, ন্যুনতম যোগ্যতা মাধ্যমিক পাশ!
  • 8/8

কনস্টেবল এবং সাব ইনস্পেক্টর পদের জন্য পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মাধ্যমেও এই ফি জমা দেওয়া যাবে। সে ক্ষেত্রে কনস্টেবল পদের জন্য জিএসটি-সহ ২০৬ টাকা জমা দিতে হবে আর সাব ইনস্পেক্টর পদের জন্য জিএসটি-সহ ৩০৬ টাকা জমা দিতে হবে। রাজ্যের তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের শুধুমাত্র ‘প্রসেসিং ফি’ ২০ টাকা জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে আগামী ২০ ফেব্রুয়ারি বিকেল ৫ টা পর্যন্ত।

Advertisement