ফের বাড়তে শুরু করেছে দেশের করোনা সংক্রমণ! বিগত ২৪ ঘণ্টায় দেশজুড়ে আক্রান্ত হয়েছেন দুই লক্ষেরও বেশি মানুষ। ভারতে পর পর চারদিন দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লক্ষের গণ্ডি ছাড়িয়েছে।
এই পরিস্থিতিতে এখনও দেশের একটা বড় অংশেরই করোনার টিকা নেওয়া হয়নি। জানুয়ারি থেকে ভারতে করোনার টিকাকরণ পর্ব শুরু হলেও অধিকাংশ মানুষই এখনও টিকা পাননি।
ফের দীর্ঘমেয়াদী লকডাউনের আশঙ্কায় ভিন রাজ্যে খেটে খাওয়া মানুষ, পরিযায়ী শ্রমিক ঘরে ফিরতে শুরু করেছেন। বাড়ন্ত করোনা সংক্রমণের জন্য দেশজুড়ে উদ্ভুত পরিস্থিতিতে পরবর্তী নোটিশ জারি না হওয়া পর্যন্ত সুরক্ষার খাতিরে বন্ধ থাকবে এই ট্রেনগুলি।
কিন্তু বাড়ন্ত করোনা সংক্রমণের চাপে পশ্চিম রেল ১৯ থেকে ২০ এপ্রিলের বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন বাতিল করেছে। পশ্চিম রেলের তরফে টুইট করে এই তথ্য জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ট্রেনগুলি চালু করা হবে না।
পশ্চিম রেলের তরফে টুইট করে জানানো হয়েছে, ভেরোয়াল আহমেদাবাদ-ভেরোভাল এবং জামনগর-ভোদোড়া-জামনগর বিশেষ ট্রেনগুলি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাতিল ট্রেনগুলির মধ্যে রয়েছে, 09258 ভেরাওয়াল-আহমেদাবাদ বিশেষ ট্রেন, 09257 আহমেদাবাদ-ভেরাওয়াল বিশেষ ট্রেন।
এছাড়াও রয়েছে, 02960 জামনগর ভদোদরা সুপ ফাস্ট স্পেশাল এবং 02959 ভদোদরা-জামনগর সুপার ফাস্ট স্পেশাল ট্রেন দুটি বাতিল করা হয়েছে।
জরুরি পরিস্থিতিতে বেশ কয়েকটি ট্রেন যেমন বাতিল করা হয়েছে, তেমনই ভিন রাজ্যে খেটে খাওয়া মানুষ, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে অনেকগুলি স্পেশাল ট্রেন চালু করা হয়ে ভারতীয় রেলের প্রায় সবকটি শাখায়।