Advertisement
ইউটিলিটি

Multiple Credit Cards Problems: একাধিক ক্রেডিট কার্ড রয়েছে, কী কী বিপদ হতে পারে জানেন?

এখন অনেকেই ক্রেডিট কার্ড করেন ব্যবহার
  • 1/8

এখন অনেকেই ক্রেডিট কার্ড করেন ব্যবহার। এটি ব্যবহার করেই তাঁরা সমস্ত বিল মেটান। তারপর মাসের শেষে মাইনে পেলে ক্রেডিট কার্ডের টাকা দেন। এটাই তাঁদের দীর্ঘদিনের অভ্যাস।

অনেকেই একাধিক ক্রেডিট কার্ড করেন ব্যবহার
  • 2/8

মুশকিল হল, অনেকেই একাধিক ক্রেডিট কার্ড করেন ব্যবহার। আর এটা তাঁরা জেনে বুঝেই করেন। তবে মাথায় রাখতে হবে, একাধিক ক্রেডিট কার্ড ব্যবহারের কিছু খারাপ দিক রয়েছে। 
 

তাই আর সময় নষ্ট করে লাভ নেই
  • 3/8

তাই আর সময় নষ্ট করে লাভ নেই। বরং এই নিবন্ধ থেকেই জেনে নিন যে কেন একাধিক ক্রেডিট কার্ড ব্যবহার সমস্যার কারণ হয়ে উঠতে পারে। 

Advertisement
একাধিক ক্রেডিট কার্ড মানেই প্রচুর লোন নেওয়ার সুযোগ
  • 4/8

একাধিক ক্রেডিট কার্ড মানেই প্রচুর লোন নেওয়ার সুযোগ। আর সেই সুযোগেই অনেকে বেশি টাকা খরচ করে ফেলেন। যার ফলে বাড়ে সমস্যা। 

কার্ডের ডিউ ডেট ভুলে যান মানুষ
  • 5/8

অনেকগুলো ক্রেডিট কার্ড থাকলে অনেক সময় কার্ডের ডিউ ডেট ভুলে যান মানুষ। যার ফলে টাকাটা ঠিক সময় মেটানো হয় না। এর ফলে লেট ফি লেগে যায়। অহেতুক সুদ গুনতে হয়।

 প্রত্যেকটা কার্ডের একটা বার্ষিক খরচ রয়েছে
  • 6/8

প্রত্যেকটা কার্ডের একটা বার্ষিক খরচ রয়েছে। আর সেটা বছরের শেষে আপনাকেই গুনতে হবে। তাই এই বিষয়টাও মাথায় রাখতেই হবে। 
 

কিছু ক্ষেত্রে কমে যায় ক্রেডিট স্কোর
  • 7/8

একটা কথা মাথায় রাখবেন, একাধিক ক্রেডিট কার্ড একসঙ্গে ব্যবহার করলে কিছু ক্ষেত্রে কমে যায় ক্রেডিট স্কোর। যার ফলে পরবর্তী সময় লোন পাওয়া যায় না। 

Advertisement
একাধিক ক্রেডিট কার্ডে লোন নেওয়ার প্রবণতা বাড়ে
  • 8/8

একাধিক ক্রেডিট কার্ডে লোন নেওয়ার প্রবণতা বাড়ে। যার ফলে লোন ট্র্যাপেও পড়ে যেতে পারেন। সুতরাং সাবধান হন। নইলে বিপদের শেষ থাকবে না।

Advertisement