
ফোন ছাড়া আমাদের একটুও চলে না। এই যন্ত্রটি সকাল থেকে রাত পর্যন্ত হয় ব্যবহার। এখানেই চলে রিল দেখা। এখানেই চলে গেম খেলা। পাশাপাশি অনেকে কাজটাও সারেন মোবাইলে।

যদিও অনেক ক্ষেত্রে ফোনের কিছু অ্যাপ বারবার ক্র্যাশ করতে থাকে। তখন সমস্যা হয়। ফোনটা ব্যবহার করা যায়।

এমন পরিস্থিতিতে অনেকেই ফোনের উপর অহেতুক রেগে যান। ফোনটা বদলে ফেলার প্ল্যান শুরু করে দেন।

তবে মাথায় রাখতে হবে, কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই অ্যাপ ক্র্যাশের সমস্যা মেটানো যাবে। আসুন সেগুলি সম্পর্কে জেনে নিন।

এক্ষেত্রে যেই অ্যাপটি ক্র্যাশ করছে, সেটি একবার বন্ধ করে খুলুন। অ্যাপটা রিস্টার্ট করলেই সমস্যা মিটে যেতে পারে।

এই সমস্যা সমাধানে ফোনটা রিস্টার্ট করে ফেলতে পারেন। তাতে ফোনের পিছনে চলতে থাকা সব অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যাবে। খালি হবে ব়্যাম। যার ফলে অ্যাপটি খুলে যেতেও পারে।

ফোনটার স্টোরেজে গিয়ে অ্যাপের ক্যাশে ক্লিয়ার করে দিন। তারপর খুলে দেখুন অ্যাপ। দেখবেন কাজ হবে।

অ্যাপস্টোর খুলে দেখুন, সেই অ্যাপের কোনও আপডেট রয়েছে কি না। যদি থাকে তাহলে আপেডট করে নিন অ্যাপ। এই সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়ানো ফোনের অ্যাপটাও আপডেট করে নিতে পারেন।

অ্যাপটা একবার ইনস্টল করে আন ইনস্টল করে দিন। তাতেই দেখবেন কাজ হবে। মিটে যেতে পারে সমস্যা।