Advertisement
ইউটিলিটি

Phone App Crash: বারবার ক্র্যাশ করছে ফোনের অ্যাপ? এই ট্রিকে করুন সমাধান

ফোন ছাড়া আমাদের একটুও চলে না
  • 1/9

ফোন ছাড়া আমাদের একটুও চলে না। এই যন্ত্রটি সকাল থেকে রাত পর্যন্ত হয় ব্যবহার। এখানেই চলে রিল দেখা। এখানেই চলে গেম খেলা। পাশাপাশি অনেকে কাজটাও সারেন মোবাইলে।

অ্যাপ বারবার ক্র্যাশ করতে থাকে
  • 2/9

যদিও অনেক ক্ষেত্রে ফোনের কিছু অ্যাপ বারবার ক্র্যাশ করতে থাকে। তখন সমস্যা হয়। ফোনটা ব্যবহার করা যায়।

অনেকেই ফোনের উপর অহেতুক রেগে যান
  • 3/9

এমন পরিস্থিতিতে অনেকেই ফোনের উপর অহেতুক রেগে যান। ফোনটা বদলে ফেলার প্ল্যান শুরু করে দেন।

Advertisement
কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই অ্যাপ ক্র্যাশের সমস্যা মেটানো যাবে
  • 4/9

তবে মাথায় রাখতে হবে, কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই অ্যাপ ক্র্যাশের সমস্যা মেটানো যাবে। আসুন সেগুলি সম্পর্কে জেনে নিন।

অ্যাপটি ক্র্যাশ করছে, সেটি একবার বন্ধ করে খুলুন
  • 5/9

এক্ষেত্রে যেই অ্যাপটি ক্র্যাশ করছে, সেটি একবার বন্ধ করে খুলুন। অ্যাপটা রিস্টার্ট করলেই সমস্যা মিটে যেতে পারে।

ফোনটা রিস্টার্ট করে ফেলতে পারেন
  • 6/9

এই সমস্যা সমাধানে ফোনটা রিস্টার্ট করে ফেলতে পারেন। তাতে ফোনের পিছনে চলতে থাকা সব অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যাবে। খালি হবে ব়্যাম। যার ফলে অ্যাপটি খুলে যেতেও পারে।

ফোনটার স্টোরেজে গিয়ে অ্যাপের ক্যাশে ক্লিয়ার করে দিন
  • 7/9

ফোনটার স্টোরেজে গিয়ে অ্যাপের ক্যাশে ক্লিয়ার করে দিন। তারপর খুলে দেখুন অ্যাপ। দেখবেন কাজ হবে।

Advertisement
অ্যাপস্টোর খুলে দেখুন, সেই অ্যাপের কোনও আপডেট রয়েছে কি না
  • 8/9

অ্যাপস্টোর খুলে দেখুন, সেই অ্যাপের কোনও আপডেট রয়েছে কি না। যদি থাকে তাহলে আপেডট করে নিন অ্যাপ। এই সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়ানো ফোনের অ্যাপটাও আপডেট করে নিতে পারেন।

অ্যাপটা একবার ইনস্টল করে আন ইনস্টল করে দিন
  • 9/9

অ্যাপটা একবার ইনস্টল করে আন ইনস্টল করে দিন। তাতেই দেখবেন কাজ হবে। মিটে যেতে পারে সমস্যা।

Advertisement