Advertisement
ইউটিলিটি

PAN Aadhaar Link: কোন কোন ব্যক্তিদের প্যান ও আধাক লিঙ্ক করার দরকার পড়ে না, জানেন?

PAN Aadhaar Card Link
  • 1/9

আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার বর্তমান সময়সীমা শেষ হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর। এই সময়ের মধ্যে লিঙ্ক না করালে সমস্যায় পড়তে পারেন। 

PAN Aadhaar Card Link
  • 2/9

আপনি যদি প্যান ও আধার লিঙ্ক করতে ব্যর্থ হন তবে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। পাশাপাশি টিসিএসের হারও বেশি হবে। ব্যবসা এবং ট্যাক্স সম্পর্কিত সুবিধাগুলি কাজ করা বন্ধ করে দেবে।

PAN Aadhaar Card Link
  • 3/9

শুধু তাই নয়, ব্যাঙ্ক থেকে লোন পাওয়া যাবে না। নতুন কোনও অ্যাকাউন্ট খোলা যাবে না।

Advertisement
PAN Aadhaar Card Link
  • 4/9

তবে কিছু লোকজনের জন্য প্যান এবং আধার লিঙ্ক করার দরকার নেই। চলুন জেনে নিই কাদের প্যান এবং আধার লিঙ্ক করার দরকার নেই?

PAN Aadhaar Card Link
  • 5/9

২০১৭ সালের মে মাসে অর্থ মন্ত্রকের জারি করা একটি বিজ্ঞপ্তি অনুসারে অসম, জম্মু, কাশ্মীর ও মেঘালয়ের বাসিন্দাদের প্যান ও আধার লিঙ্ক করার দরকার নেই।

PAN Aadhaar Card Link
  • 6/9

এছাড়াও ১৯৬১ সালের আয়কর অনুযায়ী অনাবাসী ভারতীয় হলেও প্যান ও আধার লিঙ্ক করার প্রয়োজন নেই।

PAN Aadhaar Card Link
  • 7/9

আগের বছরের যে কোনও সময় আশি বছর বা তার বেশি বয়সের নাগরিকদেরও এটা করার দরকার নেই।

Advertisement
PAN Aadhaar Card Link
  • 8/9

এছাড়াও ভারতীয় নাগরিক নন, এমন ব্যক্তিদেরও প্যান ও আধার লিঙ্ক করার দরকার নেই।

PAN Aadhaar Card Link
  • 9/9

২০০৭ সাল থেকে প্যান কার্ড বাধ্যতামূলক। আপনার আধার কার্ডের সঙ্গে PAN লিঙ্ক করা আছে কি না, তা যদি না জানেন। তবে আপনার একবার চেক করা উচিত।

Advertisement