Advertisement
ইউটিলিটি

ঠিক সময় EMI দিয়েও CIBIL Score কমছে? নেপথ্যে ৫ কারণ

সিবিল স্কোর ঠিক থাকা খুবই জরুরি
  • 1/8

সিবিল স্কোর ঠিক থাকা খুবই জরুরি। লোন পাওয়ার জন্য এই স্কোরটা উপরে থাকতে হবে। তাহলেই ব্যাঙ্কে গিয়ে সহজেই লোন পেয়ে যাবেন। কোনও সমস্যা হবে না।

অনেকেরই ক্রেডিট স্কোরে সমস্যা হয়
  • 2/8

মুশকিল হল, অনেকেরই ক্রেডিট স্কোরে সমস্যা হয়। তারা ঠিক সময় লোন দেওয়ার পরও সিবিল স্কোর নীচের দিকে নেমে যায়। আর সেই কারণেই তাঁরা লোন পান না।

ঠিক কোন কারণে এই সময় ইএমআই দিয়েও সিবিল স্কোর বাড়ে না?
  • 3/8

এখন প্রশ্ন হল, ঠিক কোন কারণে ইএমআই দিয়েও সিবিল স্কোর বাড়ে না, উল্টে কমে? আর সেই তথ্যটা রইল নিবন্ধটিতে। তাই দ্রুত জেনে নিন। তারপর নিজের ভুলগুলি নিন শুধরে।

Advertisement
ক্রেডিট স্কোর কমার প্রধান কারণ যতটা লোন পাওয়ার ক্ষমতা রয়েছে
  • 4/8

আসলে ক্রেডিট স্কোর কমার প্রধান কারণ যতটা লোন পাওয়ার ক্ষমতা রয়েছে, ঠিক ততটাই ব্যবহার করা। আর সেটাই সমস্যার কারণ। তাই এখন থেকে যতটা লোন পেতে পারেন, তার ৫০ থেকে ৭০ শতাংশ লোন নিন। তাহলেই দেখবেন সিবিল স্কোর বাড়বে।

একাধিক লোন নেওয়াও অনেকের স্বভাব
  • 5/8

একাধিক লোন নেওয়াও অনেকের স্বভাব। আর এই ভুলটা করেন বলেই তাঁদের কমে যায় সিভিল স্কোর। তাই চেষ্টা করুন ২ থেকে ৩টের বেশি লোন না নেওয়ার।

একাধিক ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করেন
  • 6/8

অনেকেই একাধিক ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করেন। আর এই ভুলটা করেন বলেই কমে যায় ক্রেডিট স্কোর। তাই চেষ্টা করুন একবারে একাধিক ক্রেডিট কার্ড অ্যাপ্লাই না করা।

ক্রেডিট কার্ড ব্যবহারের সময় পুরো টাকাটা দিতে হবে
  • 7/8

ক্রেডিট কার্ড ব্যবহারের পর পুরো ইএমআই-এর টাকাটা দিতে হবে। অনেকেই মিনিমাম অ্যামাউন্ট পে করেন। আর সেই কারণেই কমে যায় সিভিল স্কোর। তাই এই ভুল নয়।

Advertisement
অনবরত লোন নিয়ে যান
  • 8/8

অনবরত লোন নিয়ে যান। আর সেটাই বাড়ায় সমস্যা। ক্রেডিট স্কোর কমে। তাই একের পর এক লোন অ্যাপ্লাই করবেন না।

Advertisement