scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Digital Gold: উৎসবের মরসুমে পকেটে মাত্র ১০০ টাকা থাকলেই কিনতে পারবেন সোনা! জানুন কীভাবে

Digital Gold: উৎসবের মরসুমে পকেটে মাত্র ১০০ টাকা থাকলেই কিনতে পারবেন সোনা!
  • 1/8

সেপ্টেম্বরের শুরুতেই একই দিনে ফিজিটাল গোল্ড ব্যবসায় প্রবেশ করেছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস আর টাটার Tanishq। একই পথে হেঁটে কল্যাণ জুয়েলার্স, পিসি জুয়েলার্স ফিজিটাল গোল্ড ব্যবসায় বা ডিজিটাল প্ল্যাটফর্মে সোনার বিক্রি বা লেনদেন শুরু করে দিয়েছে।

Digital Gold: উৎসবের মরসুমে পকেটে মাত্র ১০০ টাকা থাকলেই কিনতে পারবেন সোনা!
  • 2/8

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর সোনার ডিজিটাল প্ল্যাটফর্মের নাম DG Gold। এই DG Gold-এ ৯৯৫ শতাংশ বিশুদ্ধতার ২৪ ক্যারাট সোনায় লগ্নি করা হল সবচেয়ে নির্ভরযোগ্য এবং সুরক্ষিত উপায়।

Digital Gold: উৎসবের মরসুমে পকেটে মাত্র ১০০ টাকা থাকলেই কিনতে পারবেন সোনা!
  • 3/8

বৈধ প্যান কার্ড অথবা ফর্ম ৬১ আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই একজন ক্রেতা ডিজি গোল্ডে (DG Gold) লেনদেন করতে পারবেন। ক্রেতারা অনলাইনে নূন্যতম ২৫০ টাকা ক্রয়মূল্যের সোনা থেকে কেনা শুরু করতে পারবেন ডিজি গোল্ড (DG Gold) প্লাটফর্মে।

Advertisement
Digital Gold: উৎসবের মরসুমে পকেটে মাত্র ১০০ টাকা থাকলেই কিনতে পারবেন সোনা!
  • 4/8

অনলাইনে ডিজি গোল্ড (DG Gold) প্লাটফর্মে কেনা সোনা ক্রেতারা চাইলেই দেশজুড়ে থাকা সেনকো গোল্ডের ১১৬টিরও বেশি স্টোরে গিয়ে গয়না হিসেবে নিতে পারেন। আবার ইচ্ছে হলেই ক্রেতারা তৎকালীন দামে ডিজি গোল্ড (DG Gold) ওয়েবসাইট থেকে কেনা সোনা অনলাইনেই বিক্রি করে দিতে পারেন।

Digital Gold: উৎসবের মরসুমে পকেটে মাত্র ১০০ টাকা থাকলেই কিনতে পারবেন সোনা!
  • 5/8

ক্রেতারা এই ডিজি গোল্ড (DG Gold) প্লাটফর্মে নিশ্চিন্তে, নির্ঝঞ্ঝাটে সোনার লেনদেন করতে পারবেন। চাইলে সেই সোনার গহনা সেনকো গোল্ড স্টোর থেকে ডেলিভারিও নিতে পারবেন।

Digital Gold: উৎসবের মরসুমে পকেটে মাত্র ১০০ টাকা থাকলেই কিনতে পারবেন সোনা!
  • 6/8

একই ভাবে সোনা লেনদেনের ডিজিটাল প্ল্যাটফর্ম লঞ্চ করেছে টাটার গয়নার ব্র্যান্ড Tanishq। SafeGold পরিচালিত ওই সোনা লেনদেনের ডিজিটাল প্ল্যাটফর্মের নাম Tanishq Digital Gold। Tanishq Digital Gold-এ মাত্র ১০০ টাকা দিয়েও বিনিয়োগ শুরু করা যায়।

Digital Gold: উৎসবের মরসুমে পকেটে মাত্র ১০০ টাকা থাকলেই কিনতে পারবেন সোনা!
  • 7/8

Tanishq Digital Gold থেকে কেনা ভার্চুয়াল সোনা ক্রেতারা চাইলেই দেশজুড়ে থাকা Tanishq-এর ৩৬০টা রিটেল স্টোরে অথবা অফিসিয়াল ওয়েবসাইট www.tanishq.co.in থেকে গয়না হিসেবে অনায়াসে বদলে নিতে পারেন।

Advertisement
Digital Gold: উৎসবের মরসুমে পকেটে মাত্র ১০০ টাকা থাকলেই কিনতে পারবেন সোনা!
  • 8/8

একই পথে হেঁটে কল্যাণ জুয়েলার্স, পিসি জুয়েলার্সের মতো বড় প্রতিষ্ঠানও সোনা লেনদেনের ডিজিটাল প্ল্যাটফর্ম লঞ্চ করছে। এর ফলে খাঁটি সোনা সহজেই আম জনতার নাগালের মধ্যে চলে আসবে। কারণ, এখন মাত্র ১০০ টাকা পকেটে থাকলেই আপনি সোনায় বিনিয়োগ করতে পারবেন। প্রতিদিন বা মাসে মাসে ১০০ টাকা জমিয়েও পছন্দের সোনার গয়না ঘরে তুলতে পারবেন।

Advertisement