scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

এখনও সময় আছে; ঘরে বসে অনলাইনেই জমা দিন Life Certificate!

এখনও সময় আছে; ঘরে বসে অনলাইনেই জমা দিন Life Certificate!
  • 1/7

আপনি কি অবসরপ্রাপ্ত পেনশন-ভোগী? তাহলে এই প্রতিবেদনটি আপনারই জন্য। কারণ, ফেব্রুয়ারি মাসের মধ্যে একটি জরুরি কাজ সেরে না রাখলে বন্ধ হয়ে যেতে পারে আপনার পেনশন!

এখনও সময় আছে; ঘরে বসে অনলাইনেই জমা দিন Life Certificate!
  • 2/7

এই বিষয়ে আগাম সতর্ক করে দেওয়া হয়েছে EPFO-র তরফে। লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে দেওয়ায় উপকৃত হয়েছেন দেশের প্রায় ৩৫ লক্ষ পেনশন ভোগী প্রবীণ নাগরিক।

এখনও সময় আছে; ঘরে বসে অনলাইনেই জমা দিন Life Certificate!
  • 3/7

যদি এখনও লাইফ সার্টিফিকেট জমা না দেওয়া হয়ে থাকে, সে ক্ষেত্রে অবসরপ্রাপ্ত পেনশন-ভোগীদের তা দ্রুত জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে EPFO-র তরফে।

Advertisement
এখনও সময় আছে; ঘরে বসে অনলাইনেই জমা দিন Life Certificate!
  • 4/7

তবে এই লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়াতে হবে না। ঘরে বসে অনলাইনেই লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন তাঁরা।

এখনও সময় আছে; ঘরে বসে অনলাইনেই জমা দিন Life Certificate!
  • 5/7

ব্যাঙ্ক, উমঙ্গ অ্যাপ বা কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে জমা দেওয়া যেতে পারে এই লাইফ সার্টিফিকেট। অনলাইনেই লাইফ সার্টিফিকেট জমা দিতে Google Play Store থেকে উমঙ্গ অ্যাপ (Umang App) ডাউনলোড করেও লাইফ সার্টিফিকেট তৈরি করতে পারেন।

এখনও সময় আছে; ঘরে বসে অনলাইনেই জমা দিন Life Certificate!
  • 6/7

এর জন্য উমঙ্গ অ্যাপে Jeevan Pramaan service-এ গিয়ে পেনশন অথেন্টিকেশন ট্যাব-এ সঠিক আধার নম্বর এবং তার সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর দিয়ে OTP ভেরিফিকেশন করতে হবে।

এখনও সময় আছে; ঘরে বসে অনলাইনেই জমা দিন Life Certificate!
  • 7/7

OTP ভেরিফিকেশনের পর ফোনের মায়োমেট্রিক সুরক্ষার সাহায্যে তৈরি হয়ে যাবে ডিজিট্যাল লাইফ সার্টিফিকেট। এই ডিজিট্যাল লাইফ সার্টিফিকেট https://jeevanpramaan.gov.in ওয়েবসাইটে গিয়ে জমা দিতে পারেন।

Advertisement