মিউচুয়াল ফান্ড জিরো রিটার্নগত কয়েক বছর ধরে বেড়েছে শেয়ারবাজারে বিনিয়োগ। বিশেষত, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন দেশের একটা বড় অংশের মানুষ। তারা কম ঝুঁকিতে ভাল রিটার্নের আশা করছেন। তবে মাথায় রাখতে হবে, এই গত এক বছরে কয়েকটি মিউচুয়াল ফান্ড একবারেই ভাল রিটার্ন দেয়নি। এমনকী কিছু কিছু ফান্ড তো একবারে নেগেটিভ রিটার্ন দিয়েছে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সময় এমন প্রায় ১৮টি ইকুয়েটি মিউচুয়াল ফান্ড জিরো রিটার্ন দিয়েছে বা নেগেটিভ রিটার্ন দিয়েছে। অর্থাৎ এখানে যারা পয়সা লাগিয়েছেন তাদের টাকা হয় বাড়েনি অথবা ডুবে গিয়েছে।
ACE Mutual Fund Data ৩১ অক্টোবর ২০২৫-এর তথ্য জানাচ্ছে, স্মল ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, ইএলএসএস, মাল্টিক্যাপ, মিডক্যাপ, ফোকাসড এবং ভ্যালু ক্যাটাগরির ফান্ড রয়েছে এই তালিকায়। এই ফান্ডগুলিতে ইনভেস্ট করেছেন তো গিয়েছেন।
এই ১৮টি ফান্ডের মধ্যে ১২টি দিয়েছে নেগেটিভ রিটার্ন। আর এটাতেই স্পষ্ট হয়ে যায় যে পরিস্থিতি কতটা খারাপ। এই সবের মধ্যে সবথেকে খারাপ অবস্থা স্মলক্যাপ ফান্ডগুলির। সেগুলি নেগেটিভ রিটার্ন দিয়েছে।
বেশ কিছু বড় নাম রয়েছে
SBI Small Cap Funds, যাদের মার্কেট ক্যাপ ৩৬৯৪৫ কোটি, তারা গত ১ বছরে মাত্র ০.৬ শতাংশ রিটার্ন দিয়েছে। ওদিকে Kotak Small Cap Fund আবার নেগেটিভ রিটার্ন দিয়েছে। সেই ফান্ডে ২.৭০ শতাংশ পর্যন্ত কমেছে বিনিয়োগকারীদের টাকা। এছাড়া HSBC স্মল ক্যাপ ফান্ড রিটার্ন দিয়েছে -২.২০ শতাংশ। শুধু তাই নয়, Franklin India Small Cap Fund ও খারাপ রিটার্ন দিয়েছে। এছাড়া Tata Small Cap Fund কমেছে -৬.২৫ শতাংশ।
এই সব ফান্ডগুলোর অবস্থাও খারাপ
কোয়ান্ট মাল্টি ক্যাপ ফান্ড রিটার্ন দিয়েছে মাত্র ০.১৪ শতাংশ। কোয়ান্ট মিড ক্যাপ পড়েছে ০.১৫ শতাংশ। জেএমএন ফ্লেক্সিক্যাপ পড়েছে ০.৮৩ শতাংশ। এনজি ফ্লেক্সি ক্যাপ ফান্ড দিয়েছে -১.২৬ শতাংশ রিটার্ন। ব্যাঙ্ক অব ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড মাত্র ০.৬৩ শতাংশ রিটার্ন দিয়েছে। ওদিকে মোতিলাল ওসওয়ার ফোকাসড ফান্ড পড়েছে -১.০১ শতাংশ। জেএম ভ্যালু ফান্ড ১.০১ শতাংশ পড়েছে। আবার স্যামকো ফ্লেক্সি ক্যাপ ফান্ড পড়েছে -১১.৩২ শতাংশ।
সবথেকে খারাপ অবস্থায় কোন কোন ফান্ড?
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।