21X10X12 Formula: মাসে ১০ হাজার টাকা ইনভেস্ট করেই কোটিপতি, ২১X১০X১২ ফর্মুলা জেনে নিন

অধিকাংশ মানুষের মনেই সুপ্ত বাসনা রয়েছে ধনী হওয়ার। তবে এই জন্য পরিশ্রম করার পাশাপাশি আয়ের একটা অংশ বাঁচাতে হবে। সেটাকে করতে পারেন বিনিয়োগ (Invest)। তাতেই একটা বড় অংশের টাকা জমে যাবে। এমনকী হতে পারে কোটিপতিও। আর কোটিপতি (Crorepati) হওয়াটা খুব একটা কঠিন কোনও কাজ নয়। এক্ষেত্রে মাসে ২১X১০X১২-এর ফর্মুলা মেনেই আপনি কোটিপতি হতে পারেন। তাই জেনে নিন ঠিক কীভাবে এই ফর্মুলা কাজ করে।

Advertisement
মাসে ১০ হাজার টাকা ইনভেস্ট করেই কোটিপতি, ২১X১০X১২ ফর্মুলা জেনে নিন ২১X১০X১২ ফর্মুলা
হাইলাইটস
  • কোটিপতি হওয়াটা খুব একটা কঠিন কোনও কাজ নয়
  • মাসে ২১X১০X১২-এর ফর্মুলা মেনেই আপনি কোটিপতি হতে পারেন
  • তাই জেনে নিন ঠিক কীভাবে এই ফর্মুলা কাজ করে

অধিকাংশ মানুষের মনেই সুপ্ত বাসনা রয়েছে ধনী হওয়ার। তবে এই জন্য পরিশ্রম করার পাশাপাশি আয়ের একটা অংশ বাঁচাতে হবে। সেটাকে করতে পারেন বিনিয়োগ (Invest)। তাতেই একটা বড় অংশের টাকা জমে যাবে। এমনকী হতে পারে কোটিপতিও। আর কোটিপতি (Crorepati) হওয়াটা খুব একটা কঠিন কোনও কাজ নয়। এক্ষেত্রে মাসে ২১X১০X১২-এর ফর্মুলা মেনেই আপনি কোটিপতি হতে পারেন। তাই জেনে নিন ঠিক কীভাবে এই ফর্মুলা কাজ করে।

SIP-এর সঙ্গে জড়িত এই ফর্মুলা

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২১X১০X১২ ফর্মুলা হল SIP-এর মাধ্যমে বিনিয়োগের একটি রাস্তা। এই ফর্মুলা মেনে চললে কোটিপতি হয়ে যাবেন। ভবিষ্যতে আর টাকা নিয়ে চিন্তা করতে হবে না। জানলে অবাক হয়ে যাবেন, ১০০০০ টাকা এসআইপি-এর মাধ্যমে আপনি ১ কোটি টাকা পর্যন্ত রিটার্ন পেতে পারেন।

লং টার্ম কম্পাউন্ডিং পাওয়ারের লাভ পাবেন

মাথায় রাখবেন, মিউচুয়াল ফান্ড আপনাকে রাতারাতি কোটিপতি করে দেবে না। তবে নিয়মিত বিনিয়োগ করলে দারুণ লাভ পাবেন। তাই তাড়াতাড়ি শুরু করতে হবে। এক্ষেত্রে একটু বেশি সময় ধরে ইনভেস্টমেন্ট করে চললে ১৮ পারসেন্টের বেশি রিটার্ন পেতে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ১২ থেকে ১৬ শতাংশ পর্যন্ত রিটার্ন মেলে।

এই ফর্মুলাটা কী?

২১X১০X১২ ফর্মুলা আপনাকে কোটিপতি বানাবেই। এর হিসেব খুবই সহজ। ধরুন আপনার বয়স হল ৩০। আর আপনি এই ফর্মুলার মাধ্যমে ইনভেস্টমেন্ট শুরু করেছেন। তাহলেই মিলবে লাভ। আপনি হয়ে যাবে কোটিপতি।

এক্ষেত্রে ২১-এর অর্থ হল ২১ বছর। ১০-এর অর্থ হল প্রতিমাসে ১০ হাজার টাকা বিনিয়োগ। আর ১২-এর অর্থ হল ১২ শতাংশ হারে রিটার্ন।

চলুন এবার হিসেবটা করে ফেলা যাক। এক্ষেত্রে ২১ বছরে আপনি জমিয়ে ফেলবেন ২৫২০০০০ টাকা। এর উপর যদি আবার ১২ শতাংশ হারে ইন্টারেস্ট পান, তাহলে সেটা গিয়ে দাঁড়াবে ৭৯১০০৬৭ টাকা। তাহলে আপনার মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টে জমে গেল ১০৪৩০০৬৭ টাকা। আপনি ৫১ বছরই হয়ে যাবেন কোটিপতি। আর যদি ১৬ থেকে ১৮ শতাংশ হারে রিটার্ন পান, সেক্ষেত্রে আরও বেশি পরিমাণ টাকা জমবে অ্যাকাউন্টে।

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

POST A COMMENT
Advertisement