কোথায় সবচেয়ে বেশি রিটার্ন পাবেন? সেই নিয়েই আলোচনা করা হল এই প্রতিবেদনে। Equity ও Mutual Fund যতই জনপ্রিয় হোক। নিশ্চিত ও ঝুঁকিহীন রিটার্নের জন্য শেষ ভরসা সেই Fixed Deposit ই। একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে 444 Day Special FD Scheme রয়েছে। State Bank of India, Bank of Baroda, Indian Overseas Bank, Punjab & Sind Bank এবং Indian Bank এর মতো একাধিক PSU bank এ এই বিশেষ মেয়াদের FD রয়েছে। পাঁচ লাখ টাকা রাখলে(Rs 5 lakh investment) কোথায় সবচেয়ে বেশি রিটার্ন পাবেন? সেই নিয়েই আলোচনা করা হল এই প্রতিবেদনে।
সাধারণ FD র সুদ তুলনামূলক কম হওয়ায় ব্যাঙ্কগুলি short-term special FD এনে কিছুটা বেশি interest rate দিচ্ছে। 444 দিনের FD সেই কারণেই দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে।
State Bank of India তাদের Amrit Vrishti Special Fixed Deposit স্কিমে 444 দিনের জন্য সাধারণ গ্রাহকদের 6.45 শতাংশ সুদ দিচ্ছে। আগে এই স্কিমে 6.6 শতাংশ সুদ পাওয়া যেত, তবে বর্তমানে রেট কিছুটা কমানো হয়েছে। এই হারে Rs 5 lakh বিনিয়োগ করলে আনুমানিক ম্যাচিউরিটি ভ্যালু দাঁড়ায় প্রায় 5.40 লক্ষ টাকা। অর্থাৎ, এক বছরে কিছু না করেই প্রায় 40 হাজার টাকা ঢুকবে আপনার পকেটে।
Punjab & Sind Bank সম্প্রতি তাদের 444 দিনের FD-তে সুদের হার বাড়িয়ে 6.6 শতাংশ করেছে। একই হারে Bank of Baroda তাদের Square Drive Deposit স্কিমে এবং Indian Bank তাদের 444-Day Fixed Deposit স্কিমে সাধারণ গ্রাহকদের সুদ দিচ্ছে। এই তিনটি ব্যাঙ্কেই Rs 5 lakh বিনিয়োগ করলে মেয়াদ শেষে আনুমানিক রিটার্ন হতে পারে প্রায় 5.41 লক্ষ টাকা।
তবে এই মুহূর্তে তালিকায় সবচেয়ে বেশি interest rate দিচ্ছে Indian Overseas Bank। IOB তাদের 444-Day Special FD-তে সাধারণ গ্রাহকদের জন্য 6.7 শতাংশ সুদ অফার করছে। এই হারে Rs 5 lakh বিনিয়োগ করলে আনুমানিক ম্যাচিউরিটি ভ্যালু হতে পারে প্রায় 5.42 লক্ষ টাকা, যা এই প্রতিবেদনে দেওয়া PSU bank গুলির মধ্যে সর্বোচ্চ।
সব মিলিয়ে দেখা যাচ্ছে, 444 দিনের Special FD স্কিমে Indian Overseas Bank এই মুহূর্তে সবচেয়ে বেশি রিটার্ন দিচ্ছে। তবে সুদের হার সময়ের সঙ্গে বদলাতে পারে। তাই বিনিয়োগের আগে সংশ্লিষ্ট ব্যাঙ্কের বর্তমান interest rate যাচাই করা জরুরি। কর সংক্রান্ত বিষয় এবং ব্যক্তিগত আর্থিক লক্ষ্য মাথায় রেখে প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত।
Disclaimer: এখানে উল্লেখিত রিটার্ন তথ্যগত উদ্দেশ্যে দেওয়া। বিনিয়োগের আগে ব্যাঙ্কের প্রতিনিধির সঙ্গে আলোচনা করে সুদের হার যাচাই করতে ভুলবেন না।