Credit Card Mistakes: Credit Card ব্যবহারে এই ৫ ভুল করলেই সর্বনাশ, জড়াবেন লোনের ফাঁদে

Credit Card এখন অনেকেই ব্যবহার করেন। তাঁদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে এই কার্ড। তবে মাথায় রাখতে হবে, এই কার্ড ব্যবহারের সময় কয়েকটি ভুল এড়িয়ে যেতে হবে। নইলে আদতে সমস্যায় পড়তে হবে। কমতে পারে ক্রেডিট স্কোর। এমনকী বেশি সুদ গুনতে হতে পারে।

Advertisement
Credit Card ব্যবহারে এই ৫ ভুল করলেই সর্বনাশ, জড়াবেন লোনের ফাঁদেCredit Card নিয়ে ভুল
হাইলাইটস
  • Credit Card এখন অনেকেই ব্যবহার করেন
  • এই কার্ড ব্যবহারের সময় কয়েকটি ভুল এড়িয়ে যেতে হবে
  • বেশি সুদ গুনতে হতে পারে

Credit Card এখন অনেকেই ব্যবহার করেন। তাঁদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে এই কার্ড। তবে মাথায় রাখতে হবে, এই কার্ড ব্যবহারের সময় কয়েকটি ভুল এড়িয়ে যেতে হবে। নইলে আদতে সমস্যায় পড়তে হবে। কমতে পারে ক্রেডিট স্কোর। এমনকী বেশি সুদ গুনতে হতে পারে।

তাই চেষ্টা করুন ক্রেডিট কার্ড ব্যবহারের সময় এই কয়েকটি ভুল এড়িয়ে চলুন।

শুধু মিনিমাম পেমেন্ট দেওয়া

অনেকেই ক্রেডিট কার্ড বিল মেটানোর সময় মিনিমাম পেমেন্ট করেন। আর এই ভুলটা করেন বলেই বিপদ বাড়ে। লোনের ফাঁদে পড়তে হয়। গুনতে হয় সুদ। আর এই বিষয়টা অনেকেই না জেনে করেন।

তাই এই ভুল আর নয়। বরং চেষ্টা করুন মিনিমাম পেমেন্ট না করে গোটা পেমেন্টটাই করে দেওয়ার। তাহলেই আর বেকার লোনের ফাঁদে পড়তে হবে না। 

পেমেন্ট মিস করা

অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার তো করেন। কিন্তু পেমেন্ট ঠিক সময় করতে চান না। আবার অনেকে পেমেন্ট ডেটই ভুলে যান। আর এই ভুলটা করেন বলেই ক্রেডিট স্কোর কমে যায়। পাশাপাশি ঋণের ফাঁদে পড়তে হয় জড়িয়ে। তাই চেষ্টা করুন ঠিক সময়ে ক্রেডিট কার্ডে বিল মিটিয়ে দেওয়ার। তাতেই খেলা ঘুরে যাবে। নতুন করে লোনের ফাঁদে জড়াতে হবে না।

এক্ষেত্রে সবথেকে ভালো হয়, পেমেন্টটা অটোমেট করে দিতে পারলে। তাহলে আর পেমেন্ট ডেট ভুলে যাওয়ার আশঙ্কা থাকবে না। 

বিল স্টেটমেন্ট না দেখা

অনেকেই ক্রেডিট কার্ডের বিল ঠিক করে চেক করেন না। আর সেটা করেন না বলেই বাড়ে বিপদ। ব্যাঙ্ক অনেক ক্ষেত্রেই বিল বাড়িয়ে দেয়। কিন্তু সেটা চোখে পড়ে না। ঠকতে হয়। তাই চেষ্টা করুন বিল স্টেটমেন্ট চেক করার। তাতেই খেলা ঘুরে যাবে।

অ্যানুয়াল ফি না জানা

অনেকেই ক্রেডিট কার্ড তো নিয়ে নেন। কিন্তু তার বার্ষিক ফি সম্পর্কে খোঁজ জানেন না। শেষে যখন ব্যাঙ্ক থেকে টাকা কেটে নেওয়া হয়, তখন টনক নড়ে। তাই চেষ্টা করুন প্রথমেই অ্যানুয়াল ফি জেনে নেওয়ার। তাতেই অহেতুক টাকা কেটে যাওয়ার সমস্যায় পড়তে হবে না।

Advertisement

খুব তাড়াতাড়ি ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করা

আসলে অনেকেই একাধিক ক্রেডিট কার্ড ব্যবহার করেন। তারা মাঝে মধ্যেই নতুন নতুন ক্রেডিট কার্ড নেন। আর এটা তাদের ক্রেডিট রিপোর্টে খুব খারাপ প্রভাব ফেলে। তাই এই ভুলটা আর নয়।

POST A COMMENT
Advertisement