8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে কত ফিটমেন্ট ফ্যাক্টরে কত টাকা হাতে আসবে? সহজ হিসেব রইল

যদি ন্যূনতম ১.৮২ থাকে, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন ১৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। যদি গড়ে ২.১৫ ফিটমেন্ট ফ্যাক্টর থাকে, তাহলে মাইনে বাড়তে পারে ৩৪ শতাংশ পর্যন্ত। যদি ফিটমেন্ট ফ্যাক্টর ২.৪৬ হয়, তাহলে ৫৪ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে মাইনে।

Advertisement
অষ্টম বেতন কমিশনে কত ফিটমেন্ট ফ্যাক্টরে কত টাকা হাতে আসবে? সহজ হিসেব রইলঅষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর
হাইলাইটস
  • অষ্টম বেতন কমিশনে কত টাকা বাড়তে পারে মাইনে?
  • সপ্তম বেতন কমিশনে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টরের সুপারিশ 
  • কতটা ফিটমেন্ট ফ্যাক্টরে কত মাইনে?

অষ্টম বেতন কমিশন (8th Pay Commission Salary)-এর দিকে চেয়ে আছেন দেশের কেন্দ্রীয় সরকারি কর্মীরা। শীঘ্রই অষ্টম বেতন কমিশন বসতে চলেছে। সপ্তম বেতন কমিশনের মেয়াদ (7th Pay Commission) ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হবে। এখনও পর্যন্ত যা বোঝা যাচ্ছে, ন্যূনতম ১৩ শতাংশ থেকে ৫৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে মাইনে।

অ্যাম্বিট ক্যাপিটাল ও কোটাক ইনস্টিটিউশনাল সিকিওরিটিজ-এর  রিসার্চ, সম্ভাব্য ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ বা বেসিক বেতন সংশোধনের জন্য ব্যবহৃত গুণাঙ্ক এবং তার ফলে কতটা বেতন বাড়তে পারে, তা তুলে ধরেছে। অ্যাম্বিট ক্যাপিটাল গত জুলাই মাসে যে পূর্বাভাস দিয়েছে, তা হল, ফিটমেন্ট ফ্যাক্টর ১.৮৩ থেকে ২.৪৬ পর্যন্ত থাকতে পারে। 

অষ্টম বেতন কমিশনে কত টাকা বাড়তে পারে মাইনে?

যদি ন্যূনতম ১.৮২ থাকে, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন ১৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। যদি গড়ে ২.১৫ ফিটমেন্ট ফ্যাক্টর থাকে, তাহলে মাইনে বাড়তে পারে ৩৪ শতাংশ পর্যন্ত। যদি ফিটমেন্ট ফ্যাক্টর ২.৪৬ হয়, তাহলে ৫৪ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে মাইনে। গত ২১ জুলাই প্রকাশিত কোটাক ইনস্টিটিউশনাল সিকিওরিটিজ-এর  রিসার্চ বলছে, ফিটমেন্ট ফ্যাক্টর ১.৮ হলে ১৩ শতাংশ পর্যন্ত মাইনে বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। 
 
সপ্তম বেতন কমিশনে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টরের সুপারিশ 

ফিটমেন্ট ফ্যাক্টর বর্তমান বেসিক বেতনের উপর প্রয়োগ করা হয়। তবে আসল বেতন বৃদ্ধি তুলনামূলকভাবে কম হয়, কারণ নতুন বেতন কমিশন কার্যকর হওয়ার সময় মহার্ঘ ভাতা (DA) শূন্যে রিসেট হয়ে যায়। উদাহরণস্বরূপ, ২০১৬ সালে সপ্তম বেতন কমিশন ২.৫৭ ফ্যাক্টরের সুপারিশ করেছিল, যাতে ন্যূনতম বেসিক বেতন ৭ হাজার থেকে বেড়ে ১৮ হাজার টাকা হয়। কিন্তু DA রিসেট ধরলে কার্যকর বৃদ্ধি ছিল মাত্র ১৪.৩ শতাংশ।

এবারে দেখা যাচ্ছে, বেসিক স্যালারির ৫৫ শতাংশ DA, সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) চালুর আগে ১১২ শতাংশ ছিল  DA। এবার তা অনেকটাই কমে আছে।  ফলে ফিটমেন্ট ফ্যাক্টর আগের তুলনায় কম হলেও কার্যকর বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি হতে পারে।

Advertisement

কতটা ফিটমেন্ট ফ্যাক্টরে কত মাইনে?

পূর্বাভাস হিসেবে যদি কোনও সরকারি কর্মী ৯৭ হাজার ১৬০ টাকা মাইনে পান, তাহলে তাঁর মাইনে বাড়তে পারে, ১.৮২ ফ্যাক্টর হলে প্রায় ১৪%। অর্থাৎ ১ লক্ষ ১৫ হাজার ২৯৭ টাকা। ২.১৫ ফ্যাক্টর হলে প্রায় ৩৪% বৃদ্ধি, অর্থাৎ প্রায় ১ লক্ষ ৩৬হাজার ২০৩ টাকা। ২.৪৬ ফিটমেন্ট ফ্যাক্টর হলেপ্রায় ৫৪% বৃদ্ধি, অর্থাৎ ১লক্ষ ৫১ হাজার ১৬৬ টাকা।

 

POST A COMMENT
Advertisement