8th Pay Commission Key Factors: অষ্টম পে কমিশনে কত মাইনে বাড়ছে? এই ৫ ফ্যাক্টরে নির্ভর করছে

8th Pay Commission Salary Hike: অষ্টম বেতন কমিশনে মাইনে বাড়বে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীর। মাইনে বাড়বে প্রতিরক্ষা কর্মীদেরও। এছাড়া প্রায় ৬৫ লক্ষ পেনশনভোগীর পেনশন বেড়ে যাবে। সেনা বা ডিফেন্সে অবসরপ্রাপ্তদেরও পেনশন বাড়বে।

Advertisement
অষ্টম পে কমিশনে কত মাইনে বাড়ছে? এই ৫ ফ্যাক্টরে নির্ভর করছেঅষ্টম বেতন কমিশনের ৫ ফ্যাক্টর
হাইলাইটস
  • কোন কোন ফ্যাক্টরকে বিবেচনায় রাখা হবে? 
  • 8th Pay Commission এ টার্মস অফ রেফারেন্স (ToR) ব্যাপারটি কী?
  • অষ্টম বেতন কমিশনে কারা লাভবান হবেন?

অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) অপেক্ষা শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। পেনশন বাড়ার আশায় কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মীরাও। ইতিমধ্যেই টার্মস অফ রেফারেন্সে অনুমোদন দিয়ে দিয়েছে মোদী মন্ত্রিসভা। অষ্টম বেতন কমিশনের সুপারিশে অনেকটাই মাইনে বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। 

কোন কোন ফ্যাক্টরকে বিবেচনায় রাখা হবে? 

অষ্টম পে কমিশনে একাধিক ফ্যাক্টরকে বিবেচনা করেই মাইনের বৃদ্ধি ধার্য করা হবে। জেনে নেওয়া যাক সেই সব ফ্যাক্টরগুলি।

১. দেশের অর্থনৈতিক অবস্থা ও কেন্দ্রীয় সরকার এই খরচ কীভাবে বহন করবে।

২. উন্নয়ন আর জনকল্যাণের কাজ চালিয়ে যেতে পর্যাপ্ত অর্থের ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

৩. অবদানবিহীন পেনশন প্রকল্পগুলির অননুদানপ্রাপ্ত খরচ: এই প্রকল্পগুলি এমন এক ধরনের সামাজিক সুরক্ষা বা অবসরকালীন সুবিধা, যা কোনও ব্যক্তি বা তাঁর নিয়োগকর্তা সরাসরি তহবিলে অর্থ না দিয়েও পান। এই ধরণের স্কিম সাধারণত সরকারের তহবিল থেকেই চালানো হয়।

৪. রাজ্য সরকারের আর্থিক পরিস্থিতির উপর সম্ভাব্য প্রভাব: সাধারণত রাজ্য সরকারগুলি কিছু পরিবর্তন বা সংশোধন করে কেন্দ্রের সুপারিশগুলি গ্রহণ করে। ফলে এই সুপারিশগুলির বাস্তবায়ন রাজ্যের অর্থনীতির উপর কী প্রভাব ফেলবে, সেটিও গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।

৫. বর্তমানে কেন্দ্রীয় পাবলিক সেক্টর ইউনিট (PSU) ও বেসরকারি সংস্থাগুলির কর্মীদের যে বেতন, সুযোগ-সুবিধা ও কাজের পরিবেশ রয়েছে, সেটিও তুলনামূলকভাবে বিবেচনায় রাখা হবে।

8th Pay Commission এ টার্মস অফ রেফারেন্স (ToR) ব্যাপারটি কী?

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের প্রাথমিক ঘোষণার ১০ মাস পরে অষ্টম পে কমিশনের টার্মস অফ রেফারেন্সে অনুমোদন দিল মন্ত্রিসভা। মন্ত্রী নিশ্চিত করেছিলেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন গঠন করা হয়েছে। টার্মস অফ রেফারেন্স হল, পে কমিশনের কার্যপরিধি ও দায়িত্ব নির্ধারণ করে দেয় ‘টার্মস অব রেফারেন্স’ বা ToR। এর ভিত্তিতে কমিশন বেতন কাঠামো, ভাতা (allowances) এবং পেনশনের পরিমাণে কী কী পরিবর্তন আনা হবে, তা নিয়ে সুপারিশ করে। ToR-ই পে কমিশনের কাজের দিশা ঠিক করে দেয়, কোন বিষয়গুলি পর্যালোচনা করতে হবে, কোন ক্ষেত্রগুলিতে সংশোধনের প্রস্তাব দিতে হবে, সবটাই এই নথির ওপর নির্ভর করে।

Advertisement

অষ্টম বেতন কমিশনে কারা লাভবান হবেন?

অষ্টম বেতন কমিশনে মাইনে বাড়বে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীর। মাইনে বাড়বে প্রতিরক্ষা কর্মীদেরও। এছাড়া প্রায় ৬৫ লক্ষ পেনশনভোগীর পেনশন বেড়ে যাবে। সেনা বা ডিফেন্সে অবসরপ্রাপ্তদেরও পেনশন বাড়বে। অষ্টম বেতন কমিশন গঠনের ১৮ মাসের মধ্যেই তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেয়।

POST A COMMENT
Advertisement