এবার WhatsApp-এ পাবেন আধার কার্ড আধার কার্ড এখন অত্যাবশকীয় এক ডকুমেন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন, সিম কার্ড তোলা থেকে শুরু করে প্রায় সব কাজেই আধার কার্ড লাগে।
এতদিন পর্যন্ত ডিজিটাল কপি পেতে সবাইকে UIDAI ওয়েবসাইটে যেতে হত। সেখানে OTP দিয়ে ও ক্যাপটা কোড পূরণের পরই মিলত Aadhar কার্ডের পিডএফ। তবে যাঁরা মোবাইল ফোন সেভাবে ব্যবহার করেন না বা অভ্যস্ত নন তাঁদের ক্ষেত্রে এভাবে আধার কার্ড পাওয়া কঠিন হতো। তবে এখন UIDAI এই প্রক্রিয়াটি সহজ করে দিয়েছে। এবার থেকে আধার কার্ডের পিডিএফ সরাসরি পাওয়া যাবে WhatsApp-এ। অর্থাৎ আর UIDAI ওয়েবসাইট খোলার প্রয়োজন পড়বে না। চ্যাটের মাধ্যমে সরাসরি আধার পাওয়া যাবে।
এই নিয়ে WhatsApp অফিশিয়াল পরিষেবা চালু করেছে। ব্যবহারকারীদের সেক্ষেত্রে UIDAI-এর নির্ধারিত WhatsApp নম্বর +91-9013151515-এ 'Hi' পাঠাতে হবে। তারপর থেকেই স্বয়ংক্রিয় চ্যাট শুরু হবে। যার মাধ্যমে আধার-সম্পর্কিত পরিষেবা পাওয়া যাবে। প্রথমে আপনাকে Digilocker অপশনটি বেছে নিতে হবে।
আধার ডাউনলোডের অপশন পাবেন
'আধার ডাউনলোড করুন'-এর বিকল্প পাবেন। ব্যবহারকারীরা এই বিকল্পটি পেয়ে গেলে আধার নম্বর জুড়তে পারবেন। তখন রেজিস্ট্রার্ড মোবাইল নম্বরে একটি OTP পাবেন। তারপরই আধার PDF ফাইল WhatsApp-এ পাবেন। যাঁরা কম্পিউটার বা ওয়েবসাইট নেভিগেশনে সমস্যায় পড়েন তাঁদের জন্য এভাবে আধারকার্ড পাওয়া আরও সহজ হবে।
তবে UIDAI স্পষ্ট জানিয়েছে, OTP যাচাই না করে কোনও নথি শেয়ার করা হয় না। এর অর্থ হল, যাঁর মোবাইল নম্বর আধারের সঙ্গে লিঙ্ক করা, কেবল তিনিই এটি ডাউনলোড করতে পারবেন।
তবে মনে রাখবেন, DigiLocker, UMANG এবং mAadhaar এর মতো প্ল্যাটফর্মের আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন।