এখন যে কোনও সরকারি ও বেসরকারি ক্ষেত্রে, পেপার ওয়ার্কস করতে গেলেই প্রয়োজন হয় আধার কার্ডের। ভারতের বুকে আধার নাগরিকত্বের প্রমাণ হিসেবে এখনও ধরা না হলেও, এই কার্ডই আপনার সমস্ত তথ্য এক ক্লিকেই বের করে দিতে পারে। ফলে, তা যেমন সুবিধার, তেমনই বিপদও ডেকে আনছে অনেক সময়। এমনকী এই আধার জালিয়াতির জন্য, আপনি নিজের অজান্তেই পুলিশের হাতে অ্যারেস্ট হতে পারেন। তাই এই তথ্যটি এখন থেকেই সাবধান হয়ে যান।
আধার বাধ্যতামূলক
ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে বাড়ি ভাড়া নেওয়া। ভোটার কার্ডে সংশোধন থেকে মোবাইলের সিম কিনতে যাওয়া। প্রতিটি ক্ষেত্রেই এখন আধার বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। কারণ এই আধার কার্ডে রয়েছে আপনার বায়োমেট্রিক ডেটা। এক ক্লিকেই সেই সমস্ত তথ্য প্রয়োজনে যাতে পাওয়া যায়, তাই এই কার্ডকে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে।
কিন্তু, যেভাবে প্রায় প্রতিটি সেক্টরে মানুষ এখন জালিয়াতির শিকার হচ্ছেন, তাতে অনেক সময়ই বিপদে পড়তে হচ্ছে। আধারের ক্ষেত্রেও নানা ধরনের জালিয়াতির শিকার হওয়ার সম্ভাবনা বেড়েই চলেছে। তাই সাবধান না হলে, পুলিশের হাতে আপনাকেও হেনস্থা হতে হবে।
জালিয়াতি
আধারের মাধ্যমে ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা এখন হামেশাই শোনা যায়। বিশেষ করে, সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এই সমস্যা ভোগ করার বিষয়টা খুব বেশি। তবে, এবার শুধু ব্যাঙ্ক জালিয়াতি নয়, আপনি আধার জালিয়াতির মাধ্যমে ফোন নম্বর নিয়েও বিপদে পড়তে পারেন।
ফোনের সিমকার্ড
ফোনের সিমকার্ড নেওয়ার ক্ষেত্রে, আমরা সাধারণভাবে আধার কার্ডের ফটোকপি দিয়ে থাকি। সেই সঙ্গে অনেক জায়গায়, বায়োমেট্রিক থাম্ব ইমপ্রেশনের মাধ্যমে সিমকার্ড রেজিস্ট্রেশন করানো হয়। কিন্তু, আপনি কি জানেন, কিছু অসাধু ব্যবসায়ী সেই আধার তথ্যকে কাজে লাগিয়ে অনেক সময় বেশি টাকার জন্য জালিয়াতি করছে আপনার সঙ্গে?
অজানা ব্যক্তিকে সিমকার্ড
আপনার আধার নম্বরকে কাজে লাগিয়ে, বেশি টাকা দিয়ে অনেক সময়ই অজানা ব্যক্তিকে সিমকার্ড বিক্রি করছে এই ব্যবসায়ীরা। আর সেই সিমকার্ড দিয়ে যদি কোনও ধরনের অসামাজিক কার্যকলাপ হয় বা জঙ্গি কার্যকলাপ হয়, তাহলে তার দায় এসে পড়বে আপনার ওপর।
সেক্ষেত্রে কীভাবে আপনি জানবেন যে আপনার নামে কটা সিমকার্ড ইস্যু হয়েছে? তার মধ্যে কোন কোন নম্বর আপনি ব্যবহার করছেন? আর কোনটা আপনার অজানা?
কীভাবে জানবেন?
এই কাজ করতে হলে, প্রথমেই আপনাকে আপনার ফোনে গুগল ব্রাউজার ওপেন করতে হবে। তারপর সেখানে গিয়ে টাইপ করতে হবে TAFCOP। তারপর সার্চ অপশনে যেতে হবে। বা আপনি সরাসরি সার্চ বারে গিয়ে সরাসরি টাইপ করতে পারেন tafcop.sancharsaathi.gov.in। সেখানে গিয়ে দেখতে পাবেন প্রথম অপশনটি Know Mobile Connections in Your Name। সেখানে প্রথমেই আপনার ১০ সংখ্যার মোবাইল নম্বরটি দিতে হবে যেটা আধারের সঙ্গে সংযুক্ত এবং ক্যাপচা ফিল করতে হবে। ক্যাপচা ভ্যালিডেট করা মাত্রই, আপনার আধারের সঙ্গে সংযুক্ত নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি জায়গা মতো বসালেই, আপনি দেখতে পাবেন আপনার আধার নম্বর ব্যবহার করে কটা ফোন নম্বর অ্যাকটিভ রয়েছে।
তার মধ্যে আপনার ব্যবহার করা নম্বরগুলি বাদে বাকি নম্বরগুলিকে এখনই সিলেক্ট করে রিপোর্ট করুন। নাহলে বিপদ আসতে কিন্তু সময় লাগে না।