ভোটার কার্ড, প্যান কার্ডের সঙ্গে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ১২ সংখ্যার আধার কার্ড। সিম নেওয়া থেকে ব্যাঙ্কের খাতা খোলা, কেওয়াইসি, পিএফ অ্যাকাউন্ট-সর্বত্র এখন লাগে আধার। ফলে আপনার আধার সক্রিয় রয়েছে কিনা সেটা দেখা অত্যন্ত দরকারি। ইতিমধ্যেই নানা লক্ষ লক্ষ আধার নম্বর ডি-অ্যাক্টিবেট করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (Unique Identification Authority of India)। তবে সুখবর এটাই আধার নিষ্ক্রিয় করে দিলেও তা সক্রিয় করতে পারবেন। ডি-অ্যাক্টিভেট মানে একেবারে বাতিল নয়।
কীভাবে আধার নিষ্ক্রিয় হয়? (When can Aadhaar be deactivated)
বিভিন্ন কারণে ডিঅ্যাক্টিভেট হতে পারে আধার কার্ড। এতে বায়োমেট্রিক-সহ একাধিক তথ্যাদি থাকে। কোনও তথ্যে অসঙ্গতি থাকলে তা নিষ্ক্রিয় করে দেওয়া হয়। আবার ৩ বছর ধরে আধার নম্বর ব্যবহৃত না হলেও ডি-অ্যাক্টিভেট করে দেয় কর্তৃপক্ষ। ব্যাঙ্ক, প্যানের সঙ্গে আধার যোগ না করলেও হতে পারে। ৫ বছরের নীচে শিশুদের আধারের তথ্য নির্দিষ্ট সময়ে আপডেট করতে হয়। তা না হলে নিষ্ক্রিয় হয় আধার। ১৫ বছর বয়সের পর আধার তথ্য আপডেট না হলেও ডি-অ্যাক্টিভেট করে দেয় আধার কর্তৃপক্ষ।
কীভাবে দেখবেন আধার সক্রিয়? (How to check if your Aadhaar is active)
- Unique Identification Authority of India-র ওয়েবসাইট uidai.gov.in-এ যান।
- ডান দিকে 'Verify Aadhaar Number'-এ ক্লিক করুন।
- সেখানে ১২ সংখ্যার আধার নম্বর দিন।
- এরপর সুরক্ষা কোড দিতে হবে।
- আপনার নম্বর সক্রিয় থাকলে একটি পেজ খুলে যাবে।
- নম্বর নিষ্ক্রিয় হলে পেজ খুলবে না।
কীভাবে অ্যাক্টিভেট করবেন? (How to activate it again)
বায়োমেট্রিক দিয়ে কার্ড সক্রিয় করতে পারেন। সেজন্য যেতে হবে নিকটবর্তী আধার কেন্দ্রে। সেখানে জন্ম তারিখ, ঠিকানা ও পরিচয় প্রমাণপত্র নিয়ে যান। আগের বায়োমেট্রিক মিলে গেলে আপনার আধার সক্রিয় হবে। এজন্য সামান্য খরচ হবে।
আরও পড়ুন- ফিক্সড ডিপোজিটে সুদ বাড়াল এই ব্যাঙ্ক, SBI-র চেয়ে কত বেশি?