Aadhaar Card: আসছে নয়া ডিজাইনের আধার কার্ড, থাকবে ছবি ও QR কোড, কী সুবিধা হবে?

বদলে যেতে চলেছে আধার কার্ড। এবার থেকে কার্ডে আর কোনও নম্বর থাকবে না, থাকবে শুধু ছবি আর QR কোড। কী কী পরিবর্তন আনা হচ্ছে এবং কেন?

Advertisement
আসছে নয়া ডিজাইনের আধার কার্ড, থাকবে ছবি ও QR কোড, কী সুবিধা হবে?প্রতীকী ছবি
হাইলাইটস
  • নয়া ডিজাইনের আধার কার্ড আসতে চলেছে
  • থাকবে না কোনও আধার নম্বর
  • কেন আচমকা এই পরির্তনের সিদ্ধান্ত কেন্দ্রের?

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আধার কার্ডে বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে। এই পরিবর্তন ডিসেম্বরের প্রথম দিকেই কার্যকর করা হতে পারে। এই পরিকল্পনার আওতায় UIDAI আধারের জন্য একটি নতুন নকশা প্রবর্তন করবে যাতে সমস্ত তথ্যের পরিবর্তনে কেবলমাত্র ছবি এবং QR কোড অন্তর্ভূক্ত থাকবে। 

অর্থাৎ এবার থেকে আধার কার্ডে আর নাম, ঠিকানা, জন্ম তারিখ বা বায়োমেট্রিক তথ্য থাকবে না। UIDAI-এর CEO ভুবনেশ কুমার একটি অনলাইন সম্মেলনে বলেন, 'আধার কার্ডের অপব্যবহার রোখার জন্য নতুন নিয়ম কানুন তৈরি করা হচ্ছে। এই নিয়ম কার্যকর হয়ে গেলে কোনও ব্যক্তি বা সংস্থায় আধার কার্ডের ফটোকপি দেওয়া হলেও তার অপব্যবহার রোখা সম্ভব হবে।'

এমনকী যদি কোনও হোটেল বুকিং বা সিম কার্ড কেনাপ জন্য আধার কার্ড ব্যবহার করা হয় তবুও এই নিয়ম অপব্যবহার রুখবে। UIDAI ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে এই নিয়মটি বাস্তবায়িত করার পরিকল্পনা করেছে। UIDAI শীঘ্রই একটি নতুন আধার মোবাইল অ্যাপ চালু করবে। এই অ্যাপটি আধার ব্যবহারকারীদের ফটোকপি ছাড়াই ডিজিটাল পরিচয় শেয়ার করে নিতে, সমস্ত তথ্য যাচাই করতে এবং কাগজ ছাড়াই ডিজিটাল সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা করবে। 

নতুন অ্যাপটির বৈশিষ্ট কী কী?
পরিবারের ৫ জন সদস্যের তথ্য দেওয়া যাবে এই নয়া অ্যাপে। কোনও ঝামেলা ছাড়াই ডিজিটালি আধার কার্ডের তথ্য নিরাপদে শেয়ার করা যাবে। ডেটা সুরক্ষার জন্য একটি ওয়ান-ক্লিক বায়োমেট্রিক লক এবং আনলক সিস্টেম থাকবে। 

আধার কার্ডে কী কী পরিবর্তন হতে পারে?
যদি একটি নতুন আধার কার্ড দেওয়া হয়, তাহলে অনেক কিছুই বদলে যাবে। এই কার্ডে একটি ছবি এবং একটি QR কোড থাতে পারে। সঙ্গে একটি নামও প্রিন্টেড থাকবে। QR কোডটি শুধুমাত্র একটি কাস্টম অ্যাপ বা UIDAI-এর টুল ব্যবহার করে স্ক্যান করা যেতে পারে। ছবি ব্যবহার করে আধার যাচাই করার পদ্ধতি ধীরে ধীরে বন্ধ হবে। বর্তমানে আধার কার্ডে নাম, আধার নম্বর, ছবি এবং QR কোড থাকে। তবে ভবিষ্যতে নম্বরটিও সরানো হতে পারে। 

Advertisement

কেন এই পরিবর্তনের প্রয়োজন?
আধার কার্ডের এই পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ এটি অপব্যবহার উল্লেখযোগ্য ভাবে হ্রাস করবে। এই পরিবর্তনটি প্রয়োজনীয় কারণ বারবার আধার কার্ডের ফটোকপি করলে তথ্যের অপব্যবহারের ঝুঁকি বেড়ে যায়। তাই কার্ডে এই পরিবর্তনগুলি করা হচ্ছে। QR কোড ভিত্তিক যাচাইকরণ েটিকে আরও সুরক্ষিত করে তোলে। তদুপরি কার্ডে তথ্য হ্রাস করাও এটি আরও সুরক্ষিত করে তুলবে। 

 

POST A COMMENT
Advertisement