Aadhaar Rule change: আধার আপডেট আরও সহজ, আর কী কী নিয়মে বদল আনল UIDAI?

১ নভেম্বর, অর্থাৎ আজ থেকে আধার কার্ডের একাধিক নিয়মে UIDAI বদল আনল। মানুষের সুবিধার্থে এখন থেকে Aadhaar Update-এর অধিকাংশ জিনিসই অনলাইনে করা যাবে খবর। এক্ষেত্রে নাম, ঠিকানা, মোবাইল নম্বর পরিবর্তনের মতো একাধিক আপডেটের কাজ করা যাবে অনলাইনে। কোনও আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়বে না বলেই UIDAI জানিয়েছে।

Advertisement
আধার আপডেট আরও সহজ, আর কী কী নিয়মে বদল আনল UIDAI?আধার আপডেটের নিয়মে বড় বদল
হাইলাইটস
  • ১ নভেম্বর, অর্থাৎ আজ থেকে আধার কার্ডের একাধিক নিয়মে UIDAI বদল আনল
  • মানুষের সুবিধার্থে এখন থেকে Aadhaar Update-এর অধিকাংশ জিনিসই অনলাইনে করা যাবে খবর
  • কোনও আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়বে না বলেই UIDAI জানিয়েছে

১ নভেম্বর, অর্থাৎ আজ থেকে আধার কার্ডের একাধিক নিয়মে UIDAI বদল আনল। মানুষের সুবিধার্থে এখন থেকে Aadhaar Update-এর অধিকাংশ কাজই অনলাইনে করা যাবে খবর। এক্ষেত্রে নাম, ঠিকানা, মোবাইল নম্বর পরিবর্তনের মতো একাধিক আপডেটের কাজ করা যাবে অনলাইনে। কোনও আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়বে না বলেই UIDAI জানিয়েছে।

কেন এই সিদ্ধান্ত?

Unique Identification Authority of India বা UIDAI একাধিক কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বলেই খবর। প্রধানত তারা আধার আপডেটের প্রক্রিয়াকে আরও সহজ করার চেষ্টা করেছে। সেই কারণেই প্রথমত নেওয়া হয়েছে এই পদক্ষেপ। এই পদক্ষেপের ফলে যাঁর আধার কার্ড রয়েছে, তিনি অনায়াসে আধার পোর্টালে ঢুকে নাম, ডেট অব বার্থ, মোবাইল নম্বর বদল আনতে পারবেন। এমন পরিস্থিতিতে আর আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়বে না।

তবে বায়োমেট্রিক আপডেটের ক্ষেত্রে মিলবে না এই সুবিধা। আঙুলের ছাপ থেকে শুরু করে চোখের আইরিশ এবং ফটো আপডেটের ক্ষেত্রে যেতেই হবে আধার সেবা কেন্দ্র। এগুলি অনলাইনে হবে না।

যদিও UIDAI চেষ্টা করছে যতটা সম্ভব আধার সেবা কেন্দ্রের উপর চাপ কমানো যায়। এতে যেমন সাধারণ মানুষ উপকৃত হবেন, তেমনই আধার আপডেট সেন্টারের উপরও চাপ কমবে।

আধারের নিয়মে কী কী বদল এল ১ নভেম্বর?

  • OTP ভেরিফিকেশন অ্যাক্টিভ থাকলে আধার সেবা কেন্দ্রে যাওয়ার প্রয়োজনীয়তা কমল। বিশেষত, নাম, ঠিকানা, জন্মের তারিখ এবং মোবাইল নম্বর পরিবর্তনের ক্ষেত্রে আর যেতে হবে না আধার কেন্দ্রে।
  • সরকারের কাছে যা তথ্য রয়েছে, সেটা থেকেই নতুন তথ্যকে ক্রসচেক করবে Unique Identification Authority of India (UIDAI)।
  • ফি স্টাকচারে এল বদল
  • সাধারণত বায়োমেট্রিক আপডেটে ১২৫ টাকা দিতে হয়। তবে ৫ থেকে ৭ এবং ১৫ থেকে ১৭ বছর বয়সীদের বায়োমেট্রিক আপডেট হবে নিখরচায়।
  • আলাদাভাবে ডেমোগ্রাফিক আপডেটের জন্য খরচ হয় ৭৫ টাকা। তবে বায়োমেট্রিক আপডেটের সঙ্গে করালে ফ্রিতে হবে।
  • জুন ২০২৬ পর্যন্ত ডকুমেন্ট অনলি আপডেট ফ্রি থাকবে myAadhaar portal-এ। তবে সেন্টারে করালে গুনতে হবে ৭৫ টাকা।

প্যান-আধার ডেডলাইন

প্যান এবং আধারকার্ডকে জুড়তেই হবে। আর এক্ষেত্রে ৩১ ডিসেম্বর ২০২৫ সাল পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছে। এটা না করা হলে প্যান কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। পাশাপাশি সার্ভিস রেস্ট্রিকশন, KYC এবং ট্যাক্স প্রসেসিংয়ের ক্ষেত্রে দেরি হতে পারে।

কীভাবে করবেন?

  • আধারের সঙ্গে মোবাইল নম্বরের লিংক থাকা মাস্ট
  • পাশাপাশি বায়োমেট্রিক আপডেট না করা থাকলেও করিয়ে নিন
  • প্যানের সঙ্গে আধার যুক্ত করা রয়েছে কি না, একবার চেক করে নিন
  • না থাকলে করে ফেলুন লিঙ্ক

POST A COMMENT
Advertisement