রবিবারেও ছুটবে এসি লোকালশিয়ালদা শাখার রেলযাত্রীদের জন্য দারুণ সুখবর। একটি নতুন এসি লোকাল চালুর সঙ্গে সঙ্গে আরও একটি বড় আপডেট জানাল পূর্ব রেল। এবার রবিবারও এসি লোকাল চালানোর সিদ্ধান্ত নিল শিয়ালদা ডিভিশন। ফলে বিরাট স্বস্তি পেতে চলেছেন এই ডিভিশনের যাত্রীরা।
কোন রুটে রবিবারও এসি লোকাল ট্রেন ছুটবে?
আপাতত সব রুটের এসি লোকালগুলিকে রবিবার চালানো হচ্ছে না। শিয়ালদা–কৃষ্ণনগর শাখায় চলা এসি লোকালটিরই পরিষেবা মিলবে রবিবারেও। আগামী ৭ ডিসেম্বর থেকেই এই নয়া পরিষেবা পাওয়া যাবে। রেলের তরফে জানানো হয়েছে, এর ফলে ছুটির দিনে সফরকারী যাত্রীরাও এসি লোকালে চড়ে গন্তব্যে যেতে পারবেন।
ট্রেনটির সম্পর্কে বিস্তারিত জানুন
৩১৮৪৭/ ৩১৮৪৮ শিয়ালদহ–কৃষ্ণনগর এসি লোকালটি রবিবার শিয়ালদা থেকে রওনা দেবে বেলা ১১টা বেজে ৫৫ মিনিটে। সেটি কৃষ্ণনগর পৌঁছবে দুপুর ২টো বেজে ১১ মিনিটে। অন্যদিকে ফিরতি পথে ট্রেনটি বিকেল ৪টে বেজে ৫ মিনিটে কৃষ্ণনগর থেকে রওনা হয়ে শিয়ালদা পৌঁছবে সন্ধে ৬টা বেজে ২০ মিনিটে।
রবিবার আপ ও ডাউনের পথে ট্রেনটি বিধাননগর, দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি, কাঁচড়াপাড়া, কল্যাণী, চাকদহ ও রানাঘাট স্টেশনে দাঁড়াবে।
নতুন এসি লোকাল চালু করেছে শিয়ালদা ডিভিশন
অন্যদিকে, শিয়ালদা থেকে কল্যাণী রুটে চালু করা হয়েছে আরও একটি এয়ার-কন্ডিশন্ড (এসি) ইএমইউ লোকাল ট্রেন। আগামী ৪ ডিসেম্বর বৃহস্পতিবার থেকেই এই ট্রেনটি চালু করতে চলেছে পূর্ব রেল। যার ফলে প্রতিদিন আরামদায়ক সফর করতে পারবেন হাজার হাজার যাত্রী।
এরফলে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, এআইআইএমএস, কল্যাণীতে চিকিৎসার জন্য যাতায়াতকারী রোগী ও তাঁর পরিবারের মানুষেরা উল্লেখযোগ্য ভাবে লাভবান হবেন। এর পাশাপাশি, কল্যাণীর মতো শিল্পভিত্তিক এলাকায় এসি পরিষেবা চালু হওয়ায় যারা কম ভিড় এবং আরামদায়ক সফর চান, তাঁরাও এই ট্রেনে ভিড় করবেন।
কবে কখন এই ট্রেন চলবে?
শিয়ালদহ–কল্যাণী এসি পরিষেবা মিলবে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার। ট্রেনটির নম্বর থাকছে ৩১৩৪৭/৩১৩৪৪ শিয়ালদা–কল্যাণী–শিয়ালদা লোকাল। শিয়ালদা থেকে ট্রেনটি বিকেল ৩টে বেজে ৩৫ মিনিটে ছেড়ে কল্যাণী পৌঁছবে ৪ টে বেজে ৫২ মিনিটে। আবার কল্যাণী থেকে বিকেল ৫টা বেজে ২ মিনিটে রওনা দিয়ে ট্রেনটি শিয়ালদা পৌঁছবে ৬ টা বেজে ২০ মিনিটে।