Amul Milk Price: নয়া GSTতে দুধের প্যাকেটের দাম কমবে? স্পষ্ট করল আমূল

GST পরিকাঠামোয় বিস্তর পরিবর্তন আনা হলেও এবং দুধে GST শূন্য করে দেওয়ার পরও পাউচ দুধের দাম কমানো হচ্ছে না। এমনটাই জানিয়ে দিল আমূল। কিন্তু কেন কমবে না দুধের দাম? এই নিয়ে ব্যাখ্যাও দিলেন আমূল দুধ উৎপাদনকারী।

Advertisement
নয়া GSTতে দুধের প্যাকেটের দাম কমবে? স্পষ্ট করল আমূলআমূল দুধের দাম কমছে?
হাইলাইটস
  • GST তে পরিবর্তন এলেও কমবে না দুধের দাম
  • দুধের প্যাকেটের দাম বদল হবে না ২২ সেপ্টেম্বর থেকে
  • কারণ ব্যাখ্যা করল আমূল দুধের উৎপাদনকারী সংস্থা

GST রিফর্মের কারণে প্যাকেটজাত দুধের দাম কমছে না। সাফ জানিয়ে দিল আমূল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২২ তারিখ থেকে যে নয়া GST পরিকাঠামো কার্যকর হচ্ছে, তাতে আমূলের কোনও প্যাকেটজাত দুধের নাম কমছে না। 

কেন কমছে না দুধের দাম?
আমূল দেশের জনপ্রিয়তম ডায়েরি ব্র্যান্ডের মধ্যে অন্যতম। ব্যাখ্যা দিয়ে এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ২২ সেপ্টেম্বর থেকে তাদের পাউচ দুধের ক্ষেত্রে দাম কমছে না। কারণ এই পাউচ দুধ এমনিতেই GST শূন্য।

এএনআই-কে গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের ম্যানেজিং ডিরেক্টর জয়ন মেহতা বলেন, 'ফ্রেশ পাউচ দুধের প্যাকেটের দাম কমছে না। এমন কোনও প্রস্তাবও দেওয়া হয়নি। কারণ নতুন করে এই পাউচ দুধের উপর থেকে কোনও GST কমছে না। বরাবরই এই পাউচ দুধে GST ছিল শূন্য।'

রটে গিয়েছিল, GST পরিকাঠামোয় পরিবর্তনের কারণে পাউচ দুধের দাম ২ থেকে ৩ টাকা পর্যন্ত কমতে চলেছে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে লাগু হবে সেই নতুন দাম। তবে বিষয়টি বিভ্রান্তি এবং অসত্য বলেই সাফ জানিয়ে দিয়েছে আমূল। 

জয়ন মেহতা আরও ব্যাখ্যা দিয়ে বলেন, 'কেবলমাত্র UHT দুধে GST কমানোর জেরে তা এবার থেকে সস্তা হয়ে গেল। আগে এই দুধে ৫% GST চালু ছিল, তা এখন কমিয়ে শূন্য করা  হল। ফলে এই UHT দুধের প্রোডাক্টগুলিই একমাত্র কম দামি হবে এবার থেকে।'

UHT দুধ অর্থাৎ Ultra High Temperature Processing। এই দুধ ১৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটানো হয় কয়েক সেকেন্ড ধরে। এতে সমস্ত রকমের মাইক্রোঅর্গানিজম নিশ্চিহ্ন হয় এবং স্টেরাইল হয় দুধ। এই দুধগুলিকেই টেট্রা প্যাকে ভরে বিক্রি করা হয়। যাতে দুধ অনেকদিন পর্যন্ত রেখে খাওয়ার যোগ্য হয়। ফ্রিজ ছাড়াও এই UHT দুধ মাসের পর মাস রেখে দেওয়া যাবে, তা নষ্ট হবে না। 

 

POST A COMMENT
Advertisement