বাইক, স্কুটারের মাইলেজতেলের দাম ১০০ পার করেছে অনেক দিন। এমন পরিস্থিতিতে নিয়মিত যাঁরা বাইক বা স্কুটি চালান, তাঁদের পকেট থেকে খসছে বাড়তি টাকা। তাই তাঁরা মাইলেজ বাড়ানোর রাস্তা খুঁজছেন। এই পথটা খুঁজে পেলেই কিন্তু কম তেল পুড়বে। পকেটে থাকবে বাড়তি টাকা।
তবে এই নিয়ে বেশি মাথা খারাপ করে লাভ নেই। বরং স্কুটি, বাইকের মাইলেজ বাড়াতে চাইলে সঠিক গতিতে গাড়ি চালান। তাহলেই খেলা ঘুরে যাবে। দেখবেন ভাল মাইলেজ পাবেন। পকেট থেকে খসবে না বেশি টাকা।
এখন প্রশ্ন হল, ঠিক কোন গতিতে গাড়ি চালালে মাইলেজ মিলবে বেশি? সেই উত্তরটা জানতে পড়ুন নিবন্ধটি।
কত গতিতে গাড়ি চালাবেন?
বেশি মাইলেজ পেতে চাইলে আপনাকে ঘণ্টায় ৩০ থেকে ৫৫ কিলোমিটার বেগে স্কুটি বা বাইক চালাতে হবে। এই গতিতে গাড়ি চালালেই সবথেকে ভাল মাইলেজ পাবেন।
আর চেষ্ট করবেন একই গতিতে গাড়ি চালিয়ে যাওয়ার। গতিতে বেশি হেরফের আনবেন না। পাশাপাশি ব্রেকও যতটা সম্ভব কম ব্যবহার করুন। তাহলেই আপনার বা স্কুটির মাইলেজ বাড়বে। হবে সাশ্রয়।
এছাড়া যাঁরা বাইক চালাচ্ছেন, তাঁরা চেষ্টা করুন টপ গিয়ারে চালানোর। তাতে ইঞ্জিনের উপর চাপ পড়বে কম। ফলে পারফর্মেন্স বাড়বে। পাশাপাশি মাইলেজও বৃদ্ধি পাবে।
যদিও শুধু স্পিড মেপে গাড়ি চালালেই চলবে না। পাশাপাশি আরও কয়েকটি নিয়ম মেনে চলুন। যেমন ধরুন-
তবে এরপরও যদি ভাল মাইলেজ না পান, তেল যদি বেশি পুড়তে থাকে, তাহলে সাবধান হন। সার্ভিস সেন্টারে করুন যোগাযোগ। তাতেই হাতেনাতে মিলবে লাভ।