Car Buying Tips: প্রথমবার গাড়ি কিনবেন? সাধ্যের মধ্যে রইল ৭টি গাড়ির সন্ধান

Car Buying Tips: এখন রাস্তাঘাটের যা অবস্থা তাতে একটা নিজের গাড়ি হলে মন্দ হয় না। গাড়ি এখন আর বিলাসিতার মধ্যে পড়ে না, এটা সব মানুষেরই এখন প্রয়োজন। তবে যাঁরা প্রথমবার গাড়ি কিনবেন, তাঁরা অনেক সময়ই সংশয়ে থাকেন কোন গাড়ি তাঁদের কেনা উচিত।

Advertisement
প্রথমবার গাড়ি কিনবেন? সাধ্যের মধ্যে রইল ৭টি গাড়ির সন্ধান প্রথমবার কোন গাড়ি কিনবেন?
হাইলাইটস
  • এখন রাস্তাঘাটের যা অবস্থা তাতে একটা নিজের গাড়ি হলে মন্দ হয় না।

এখন রাস্তাঘাটের যা অবস্থা তাতে একটা নিজের গাড়ি হলে মন্দ হয় না। গাড়ি এখন আর বিলাসিতার মধ্যে পড়ে না, এটা সব মানুষেরই এখন প্রয়োজন। তবে যাঁরা প্রথমবার গাড়ি কিনবেন, তাঁরা অনেক সময়ই সংশয়ে থাকেন কোন গাড়ি তাঁদের কেনা উচিত। আসুন দেখে নিই প্রথমবার যদি গাড়ি কেনেন তাহলে কোন গাড়ি কিনবেন এবং তা বাজেটের মধ্যে হবে কিনা। 

Maruti Suzuki Swift
এই গাড়ির পারফরম্যান্স অসাধারণ, জ্বালানি সাশ্রয়ী, কম রক্ষণাবেক্ষণ করতে হয়, যার ফলে খরচ বাঁচে এবং এই গাড়ি চালিয়েও মজা। এর স্টাইলিশ ডিজাইন এবং আধুনিক বৈশিষ্ট্য একেবারে নিরাপদ পছন্দ নতুনদের জন্য।

ছবি সংগৃহীত

Maruti Suzuki Fronx
সাধ্যের মধ্যে SUV-এর আরাম নিতে চাইলে এই গাড়ি সেরা। বালেনো প্ল্যাটফর্মে তৈরি ও এর স্পোর্টি স্টাইলে মুগ্ধ হবেন। তারওপর রয়েছে Maruti-র নির্ভরযোগ্যতা। 

Hyundai Garand i10 Nios
হুন্ডাইয়ের এই গাড়িতে রয়েছে একের পর এক চমক। শহরের রাস্তার জন্য এই গাড়ি একেবারে আদর্শ। এই গাড়ি চালিয়েও খুব আরাম। হুন্ডাই একাধিক ইঞ্জিন বিকল্প রয়েছে, যার মধ্যে সিএনজি ভেরিয়েন্ট, যা এটিকে জ্বালানি সাশ্রয়ী করে তোলে। 

ছবি সংগৃহীত

Hyundai Exter
ছোটখাটো এসইউভি ভার্সন অথচ বোল্ড ডিজাইনের এই গাড়ি একবার দেখলে চোখ ফেরানো দায়। ছটি এয়ার ব্যাগ, সানরুফের মতো বৈশিষ্ট্য পাবেন এই গাড়িতে। এই গাড়িতে ৩টে পাওয়ারট্রেন বিকল্প রয়েছে। ৫ আসনের এই গাড়ি নতুনদের জন্য ভাল বিকল্প হতে পারে। 

Tata Tiago
টাটা মোটরসের টিয়াগো ইভি ভারতের বাজারে বেশ জনপ্রিয় হয়ে গিয়েছে। বলা হয় ভারতে এন্ট্রি লেভেলের বৈদ্যুতিন গাড়ি হিসেবেই এই টাটা টিয়াগোর পরিচিতি সবথেকে বেশি। এর সাশ্রয়ী দাম, দারুণ ফিচার্স, অনেক কম রানিং কস্টের দরুণ এটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এই বৈদ্যুতিন গাড়ি চালাতে আর পেট্রোল কিংবা ডিজেলের জন্য টাকা খরচ করতে হবে না। 

ছবি সংগৃহীত

Tata Punch
এই গাড়িটি সবদিক থেকে অসাধারণ। এই গাড়িতে দুর্দান্ত সব বৈশিষ্ট্য রয়েছে। টাচ এইচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম সহ ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, ওয়্যারলেস চার্জিং পোর্ট, নেভিগেশন সিস্টেম, ইউএসবি চার্জিং পোর্ট, সুরক্ষা বৈশিষ্ট্য সহ এয়ার কন্ডিশনার, বৈদ্যুতিক পার্কিং সেন্সর এবং ৬টি এয়ারব্যাগের মতো বৈশিষ্ট্য। চালকের আসনটিও বেশ আরামদায়ক, গাড়ি চালিয়ে ভাল লাগবে। 

Advertisement

ছবি সংগৃহীত

Honda Amaze
সেডান গাড়িগুলির মধ্যে অন্যতম Honda Amaze। এতে প্রশস্ত কেবিন, একটি বড় বুট এবং সিভিটি স্বয়ংক্রিয় বিকল্প রয়েছে। যা ব্যস্ত রাস্তায় গাড়ি চালানোকে আরও মসৃণ করবে।  এটি বর্তমানে ভারতে Honda-এর সর্বাধিক বিক্রিত মডেল এবং এটি একটি সহজে ব্যবহারযোগ্য, অর্থহীন কমপ্যাক্ট গাড়ি।  


 
  

POST A COMMENT
Advertisement