Darjeeling Toy Train Joyride Cancel: পর্যটনের মরশুমে দুঃসংবাদ, দার্জিলিংয়ে জয়রাইডের সুযোগ হারাতে পারেন পর্যটকরা

Toy Train Stopped Running: দার্জিলিং(Darejeeling), বাতাসিয়ালুপ (Batasia Loop)এবং ঘুমের (Ghum) সংযোগকারী টয়ট্রেন পরিষেবার মধ্যে ৩ টি স্টিম ইঞ্জিন ও ১ টি ডিজেল ইঞ্জিন চলে। এই ৪টি জয় রাইডের মধ্যে দুটি ট্রেন সোমবার থেকে বন্ধ করে দেওয়া হল।

Advertisement
পর্যটনের মরশুমে দুঃসংবাদ, দার্জিলিংয়ে জয়রাইডের সুযোগ হারাতে পারেন পর্যটকরাপর্যটনের মরশুমে দার্জিলিং থেকে দুঃসংবাদ, জয়রাইডের সুযোগ হারাতে পারেন অনেকেই

Darjeeling Toy Train Joyride Cancel: ভরা মরশুমে পাহাড়ে গিজগিজ করছে পর্যটক। আর এর মধ্যেই নেমে এল দুঃসংবাদ (Darjeeling Hills)। আগামী বেশ কিছুদিন টয়ট্রেনের বেশ কিছু জয়রাইড বন্ধ থাকবে। উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষের (North Eat Frontier Railway) তরফে নোটিশ জারি করে দেওয়া হয়েছে। বিজ্ঞাপনে জানানো হয়েছে অনিবার্য কারণবশতঃ যাত্রা বাতিল রাখা হল।

দার্জিলিং(Darejeeling), বাতাসিয়ালুপ (Batasia Loop)এবং ঘুমের (Ghum) সংযোগকারী টয়ট্রেন পরিষেবার মধ্যে ৩ টি স্টিম ইঞ্জিন ও ১ টি ডিজেল ইঞ্জিন চলে। এই ৪টি জয় রাইডের মধ্যে দুটি ট্রেন সোমবার থেকে বন্ধ করে দেওয়া হল। এর মধ্যে একটি স্টিম ইঞ্জিন ও একটি ডিজেল ইঞ্জিন ট্রেন রয়েছে। এর ফলে অনেকেই জয় রাইডের সুযোগ থেকে বঞ্চিত হবে। জানা গিয়েছে, ট্রেনদুটির যান্ত্রিক ত্রুটির জন্য আপাতত বন্ধ রাখা হল।

Toy Train in Darjeeling:

কোন কোন ট্রেন বন্ধ?

রেলের তরফ থেকে জানানো হয়েছে, ৫২৫৪৪, ৫২৫৯০ নম্বরের এই দুটি ট্রেন ৬ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একেবারে বন্ধ হচ্ছে না
তবে দার্জিলিং ও ঘুমের মধ্যে অন্য আরও কয়েকটি স্টিম এবং ডিজেল চালিত জয় রাইড পরিষেবা জারি থাকছে। 

দার্জিলিংয়ের মূল আকর্ষণের মধ্যে সেরা আকর্ষণ এই টয়ট্রেন। বেড়াতে গিয়ে বহু পর্যটকরা টয় ট্রেনে জয়রাইড নেওয়ার জন্য মুখিয়ে থাকেন। কিন্তু বহু ক্ষেত্রেই টিকিট পাওয়া যায় না। তবে এবার যাত্রীসংখ্যা কম থাকার ফলে এই জয় রাইড বন্ধ করে দেওয়া হয়েছে ৩১ আগস্ট পর্যন্ত। এমন পরিস্থিতিতে যদি কেউ দার্জিলিং ঘুরতে গিয়ে টয় ট্রেনে চড়ার স্বপ্ন দেখে থাকেন তাহলে তাদের আগেই এই খবর জানা উচিত। তবে পুজোর আগে সমস্ত পরিষেবা স্বাভাবিক করে দেওয়া যাবে বলে আশবাদী রেল।

 

POST A COMMENT
Advertisement