সামনেই উৎসবের মরসুম। তার ঠিক আগেই ইলেকট্রিক স্কুটার চেতকের সাপ্লাই শুরু করল বাজাজ। ইতিমধ্যেই ডিলারের কাছে চেতক ইলেকট্রিক পৌঁছতে শুরু করেছে। উল্লেখ্য, যন্ত্রাংশ সংকটের কারণে বেশ কিছুদিন ধরে বাজাজ চেতক ইভির ডেলিভারি বন্ধ রেখেছিল। তবে কোম্পানি জানিয়েছে, গত ২০ অগাস্ট থেকে ফের প্রোডাকশন শুরু হয়েছে। শিপমেন্টও পুরোদমে চলছে। আপাতত যন্ত্রাংশ কাঁচামালের স্টকও ভাল। তাই পুজোর মরসুমে আর পর পর গাড়ি ডেলিভারি করতে কোনও সমস্যা হবে না।
বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটার: দাম, রেঞ্জ, ফিচার্স
বাজাজ চেতকের দু'টি ভ্যারিয়েন্ট পাবেন। দাম শুরু ১.৪৭ লক্ষ টাকা থেকে (এক্স-শোরুম)। স্ট্যান্ডার্ড এবং TecPac এই দুই ভার্সানে পাবেন। তবে আরটিও, ইন্স্যুরেন্স এবং অন্যান্য চার্জ যোগ হলে অন রোড দাম রাজ্য হিসাবে আলাদা আলাদা হবে।
বাজাজ চেতক প্রিমিয়ামের ব্যাটারি কেমন?
বাজাজ চেতক প্রিমিয়ামে ৩.২ কিলোওয়াট আওয়ার (kWh) ব্যাটারি প্যাক পাবেন। স্কুটারের কার্ব ওয়েট মাত্র ১৩৪ কেজি। সামনের দিকে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক। CBS থাকছে।
কালার অপশন
তিনটি আকর্ষণীয় রঙে পাবেন, Hazelnut, Brooklyn Black, Indigo Metallic।
মাইলেজ, মোটর ও স্পেসিফিকেশন
বাজাজ চেতক প্রিমিয়াম স্ট্যান্ডার্ড মডেলে PMS (Permanent Magnet Synchronous) মোটর রয়েছে। ৪.২ কিলোওয়াট পিক পাওয়ার জেনারেট করে। ২২.৭ এনএম টর্ক জেনারেট করে। টপ স্পিড ঘণ্টায় ৭৩ কিলোমিটার।
চেতক ইলেকট্রিক এক চার্জে ১২৬ কিমি পর্যন্ত যাবে বলে দাবি সংস্থার। ফুল চার্জ হতে মাত্র ৪.৩ ঘণ্টা সময় লাগবে।
প্রিমিয়াম ফিচার্স
চেতক প্রিমিয়াম স্ট্যান্ডার্ড ইভির ফিচার্স:
তবে বেশিরভাগ অ্যাডভান্স ফিচার্স শুধুমাত্র TecPac অপশনেই পাবেন। TecPac অ্যাড করলে যা যা পাবেন:
TecPac ভার্সানের এক্স শোরুম প্রাইস ১,৫৬,২৪৩ টাকা। ফুল-অ্যাপ কানেক্টিভিটি অপশনে ট্যাম্পার অ্যালার্ট, ওটিএ আপডেট এবং ভেহিকেল হেলথ ইনফরমেশনও পাবেন।