Bajaj Dominar 250, 400: ডমিনারের নতুন ভার্সান আনল বাজাজ, দাম কত? নতুন ফিচার্স জানুন

Dominar 250 and 400: জনপ্রিয় স্পোর্টস ট্যুরার ডমিনার ২৫০ ও ডমিনার ৪০০-র নতুন ভার্সান আনল বাজাজ। যদিও খুব বড়সড় কোনও পরিবর্তন করা হয়নি। আপডেটের থেকেও এটি রিফ্রেশ করা হয়েছে বলাই শ্রেয়।

Advertisement
Dominar 250 ও 400-র নতুন ভার্সান আনল Bajaj, দাম কত? নতুন ফিচার্স জানুনBajaj Dominar 250 update: বাজাজ ডমিনার ২৫০ ও ৪০০-এর নতুন আপডেট এল বাজারে।
হাইলাইটস
  • ডমিনার ২৫০ ও ডমিনার ৪০০-র নতুন ভার্সান আনল বাজাজ।
  • নতুন আপডেটে সবচেয়ে বড় অ্যাডিশন রাইড-বাই-ওয়্যার টেকনোলজি।
  • থাকছে Pulsar NS400Z-র সেম LCD ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। 

Dominar 250 Dominar 400: জনপ্রিয় স্পোর্টস ট্যুরার ডমিনার ২৫০ ও ডমিনার ৪০০-র নতুন ভার্সান আনল বাজাজ। যদিও খুব বড়সড় কোনও পরিবর্তন করা হয়নি। আপডেটের থেকেও এটি রিফ্রেশ করা হয়েছে বলাই শ্রেয়। নতুন ভার্সানে আধুনিক কিছু ফিচার অবশ্য পেয়ে যাবেন। দাম শুরু হচ্ছে ১.৯২ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে।

ফিচারে নতুন কী?
নতুন আপডেটে সবচেয়ে বড় অ্যাডিশন রাইড-বাই-ওয়্যার টেকনোলজি। ফলে বাইক চালানোর এক্সপেরিয়েন্স আরও বেটার হবে। বিশেষত, যাঁরা ট্যুরিং করবেন, তাঁদের জন্য মন্দ নয়। থাকছে চারটি রাইডিং মোড— রোড, রেইন, স্পোর্ট ও অফ-রোড। মোড অনুযায়ী পাওয়ার এবং টর্ক ডেলিভারির সেটিংস বদলে যাবে। আলাদা আলাদা রোড সিচুয়েশনে বাইক চালানোর জন্য এই সেটিংস।

থাকছে Pulsar NS400Z-র মতো সেম LCD ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। বন্ডেড গ্লাস ডিসপ্লে পাবেন। দেখতে যেমন চমৎকার, তেমন পড়তেও সুবিধা। চালকের আরামের জন্য নতুন হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে। পিছনে রিয়ার ক্যারিয়ার ও GPS মাউন্ট থাকছে। লং ট্যুর বা ট্রেকিং, দুই সময়েই দারুণ কাজে লাগবে।

দাম ও অল্টারনেট অপশন
Bajaj Dominar 400 Price- Images, Colours, Specs & Reviews

নতুন আপডেটেড Dominar 250-র দাম ১.৯২ লক্ষ টাকা (এক্স-শোরুম) এবং Dominar 400-এর দাম ২.৩৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

এই সেগমেন্টে ডমিনারের মূল কম্পিটিশন Triumph Scrambler 400X ও Royal Enfield Himalayan 450।

নতুন আপডেটে Dominar-এ আগের তুলনায় অনেক বেশি ফিচার দেওয়া হয়েছে বটে। তবে এখনও অনেক বাইকপ্রেমীই ডমিনারের আরও বড় আপডেট বা ডিজাইন চেঞ্জের অপেক্ষায় আছেন।

বেশ ব্যালেন্সড
তবে সবদিক বিচার করলে, ডোমিনার ২৫০ ও ৪০০ ফিচার ও দামের দিক থেকে বেশ ব্যালেন্সড। ভ্যালু-ফর-মানি ট্যুরার বাইক বলাই যায়। নতুন রাইডিং মোড ও টেকনোলজিকাল অ্যাডিশনের ফলে একাধিক রাইডিং স্টাইল ও রোড কন্ডিশনে বাইক চালানো যাবে। আরও উন্নত ও নিরাপদ।

Dominar সিরিজের এই আপডেট নিঃসন্দেহে আরও ক্রেতাদের আকৃষ্ট করবে। যদি কারও Bajaj-এর লং ডিস্ট্যান্স ট্যুরিং বাইকের খোঁজ থাকে, সেক্ষেত্রে তাঁরা এটি উইশলিস্টে রাখতেই পারেন।

Advertisement

POST A COMMENT
Advertisement