Fixed Deposit Best 2025: বছর শেষে নজর রাখুন এই ৩ FD তে, 8.05% পর্যন্ত সুদ

বিনিয়োগের হাজারো অপশন। তা সত্ত্বেও বড় সঞ্চয়ের ক্ষেত্রে এখনও সাধারণ মানুষের প্রথম পছন্দ ফিক্সড ডিপোজিট। FD তে বিনিয়োগে সুবিধাও আছে। বিনিয়োগের শুরু থেকেই রিটার্ন হিসাব করে রাখা যায়।

Advertisement
বছর শেষে নজর রাখুন এই ৩ FD তে, 8.05% পর্যন্ত সুদফিক্সড ডিপোজিটে সেরা সুদ এই ৩ ব্যাঙ্কে।
হাইলাইটস
  • বড় সঞ্চয়ের ক্ষেত্রে এখনও সাধারণ মানুষের প্রথম পছন্দ ফিক্সড ডিপোজিট।
  • FD তে বিনিয়োগের শুরু থেকেই রিটার্ন হিসাব করে রাখা যায়।
  • কোন কোন ব্যাঙ্কে এই সুদ পাবেন? আসুন দেখে নেওয়া যাক।

বিনিয়োগের হাজারো অপশন। তা সত্ত্বেও বড় সঞ্চয়ের ক্ষেত্রে এখনও সাধারণ মানুষের প্রথম পছন্দ ফিক্সড ডিপোজিট। FD তে বিনিয়োগে সুবিধাও আছে। বিনিয়োগের শুরু থেকেই রিটার্ন হিসাব করে রাখা যায়। দেশের বিভিন্ন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে (FD) এখনও ৫ বছরের স্কিমে (৬০ বছর বয়সের নিচেও) সর্বোচ্চ ৮.০৫ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যাচ্ছে। সর্বোচ্চ আমানতের সীমা ৩ কোটি টাকা। কোন কোন ব্যাঙ্কে এই সুদ পাবেন? আসুন দেখে নেওয়া যাক।

৮.০৫% পর্যন্ত সুদ
Suryoday Small Finance Bank এ সাধারণ গ্রাহকরাই(60 বছরের নিচে) ৫ বছরের FD তে ৮.০৫% সুদ পাবেন।

৮% পর্যন্ত সুদ
Jana Small Finance Bank এ ৫ বছরের FD তে ৮% সুদ পাবেন।

Suryoday Small Finance Bank: ৮.০৫%

Jana Small Finance Bank: ৮%

Utkarsh Small Finance Bank: ৭.২৫%

৭.২৫% পর্যন্ত সুদ
Utkarsh Small Finance Bank এ ৫ বছরের মেয়াদের FD তে সর্বোচ্চ ৭.২৫% সুদ পাবেন।

FD তে TDS কাটা হয়?
কোনও ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে প্রাপ্ত সুদের পরিমাণ ১ লক্ষ টাকার বেশি হলে, সেক্ষেত্রে TDS কেটে নেওয়া হয়। তবে মনে রাখতে হবে, TDS কোনও অতিরিক্ত কর নয়। আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার সময়ে প্রয়োজন অনুযায়ী রিফান্ড বা ট্যাক্স অ্যাডজাস্ট করে নেওয়া যায়। 

Form 15G জমা দিলেই TDS রিফান্ড ক্লেম করতে পারবেন। তাই এই বিষয়ে অবশ্যই আপনার আর্থিক পরামর্শদাতার সঙ্গে যোগাযোগ করুন।

দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।

POST A COMMENT
Advertisement