Mahashivratri 2024 bank holiday: শিবরাত্রিতে ব্যাঙ্ক বন্ধ থাকছে? জেনে নিন জরুরি তথ্য

রাত পোহালেই মহা শিবরাত্রি। শিবের মাথায় জল ঢালবেন পুণ্যার্থীরা। উত্তর ভারত-সহ দেশের বিস্তীর্ণ এলাকায় ধুমধামের সঙ্গে পালিত হবে শিবরাত্রি। ৮ মার্চ, অর্থাৎ শুক্রবার উৎসবের সেই দিনে বন্ধ থাকবে ব্যাঙ্ক? নাকি পাওয়া যাবে স্বাভাবিক পরিষেবা? এই নিয়ে জল্পনার মাঝেই জারি হয়েছে বিজ্ঞপ্তি।

Advertisement
শিবরাত্রিতে ব্যাঙ্ক বন্ধ থাকছে? জেনে নিন জরুরি তথ্যব্যাঙ্ক খোলা থাকবে। ফাইল ছবি
হাইলাইটস
  • রাত পোহালেই মহা শিবরাত্রি। শিবের মাথায় জল ঢালবেন পুণ্যার্থীরা।
  • উত্তর ভারত-সহ দেশের বিস্তীর্ণ এলাকায় ধুমধামের সঙ্গে পালিত হবে শিবরাত্রি।

রাত পোহালেই মহা শিবরাত্রি। শিবের মাথায় জল ঢালবেন পুণ্যার্থীরা। উত্তর ভারত-সহ দেশের বিস্তীর্ণ এলাকায় ধুমধামের সঙ্গে পালিত হবে শিবরাত্রি। ৮ মার্চ, অর্থাৎ শুক্রবার উৎসবের সেই দিনে বন্ধ থাকবে ব্যাঙ্ক? নাকি পাওয়া যাবে স্বাভাবিক পরিষেবা? এই নিয়ে জল্পনার মাঝেই জারি হয়েছে বিজ্ঞপ্তি।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI নির্দেশিকা অনুযায়ী, শিবরাত্রির দিন ছুটি থাকছে ব্যাঙ্কে। তবে এই নিয়ম সব রাজ্য বা কেন্দ্রশাসিত এলাকাগুলির জন্য প্রযোজ্য নয়। ফলে স্বাভাবিকভাবেই শুক্রবার বাংলায় ব্যাঙ্ক খোলা নাকি বন্ধ, তা নিয়ে প্রশ্ন উঠছে।

RBI জানিয়েছে, শিবরাত্রির দিন ত্রিপুরা, মিজোরাম, তামিলনাড়ু, সিকিম, অসম, মণিপুর, অরুণাচল প্রদেশ, রাজস্থান, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ, নয়াদিল্লি, গোয়া, বিহার, মেঘালয় বাদে অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ব্যাঙ্ক কর্মীরা ছুটি ভোগ করবেন। অর্থাৎ ওই দিন বাংলায় ব্যাঙ্কের স্বাভাবিক কাজ-কর্ম চলবে।

শিবরাত্রি ছাড়া চলতি মাসে রয়েছে হোলি ও গুড ফ্রাইডের মতো আরও দু’টি উৎসব। ২৫, ২৬ ও ২৭-এ মার্চ এই তিনদিন ধরে পালিত হবে হোলি। তবে রাজ্য ভেদে ছুটির ক্ষেত্রে তারতম্য রয়েছে। ২৬ মার্চ ওডিশা, মণিপুর ও বিহারে বন্ধ থাকবে ব্যাঙ্ক। আর ২৭ মার্চ হোলির জন্য ছুটি পাবেন বিহারের ব্যাঙ্ক কর্মীরা।

চলতি মাসে ৫টি রবিবার থাকায় সেই ছুটিও পাবেন ব্যাঙ্ক কর্মীরা। এর মধ্যে ৩ মার্চের ছুটি পেয়ে গিয়েছেন তাঁরা। বাকি দিনগুলি হল ১০, ১৭, ২৪ ও ৩১ মার্চ। RBI-র ক্যালেন্ডার অনুযায়ী, মার্চে মোট ১৪ দিন ছুটি পাচ্ছেন ব্যাঙ্ক কর্মীরা।

 

POST A COMMENT
Advertisement