scorecardresearch
 

Bank Holidays in April: এপ্রিলে ৩০ দিনের মধ্যে ১৫ দিনই বন্ধ ব্যাঙ্ক, কবে কবে?

আরবিআই-র জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২২ সালের এপ্রিল মাসে ধর্মীয় উৎসব ও নববর্ষ উপলক্ষে বিভিন্ন অঞ্চলে ব্যাঙ্ক বন্ধ থাকবে। মোট ১৫ দিন কোনও কাজকর্ম হবে না। এর মধ্যে রয়েছে ৪টি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটিও।

Advertisement
এপ্রিলে ১৫ দিন বন্ধ ব্যাঙ্ক। এপ্রিলে ১৫ দিন বন্ধ ব্যাঙ্ক।
হাইলাইটস
  • ১ এপ্রিল, শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে নতুন আর্থিক বছর (২০২২-২৩)।
  • এপ্রিল মাসে ১৫ দিন ছুটি।
  • এর মধ্যে রয়েছে ৪টি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটিওও।  

১ এপ্রিল, শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে নতুন আর্থিক বছর (২০২২-২৩)। প্রতি অর্থবছরেই অনেক কিছুই বদলে যায়। কার্যকর হয় নয়া বিধি। এই মাসে যদি ব্যাঙ্কিং সংক্রান্ত কোনও কাজ থাকে, তবে সেটা দিনক্ষণ দেখে করুন। নতুন আর্থিক বছরের প্রথম মাসেই ৩০ দিনের মধ্যে ১৫ দিন বন্ধ থাকবে  ব্যাঙ্কগুলি। 

আরবিআই-র জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২২ সালের এপ্রিল মাসে ধর্মীয় উৎসব ও নববর্ষ উপলক্ষে বিভিন্ন অঞ্চলে ব্যাঙ্ক বন্ধ থাকবে। মোট ১৫ দিন কোনও কাজকর্ম হবে না। এর মধ্যে রয়েছে ৪টি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটিও।  

এপ্রিল মাসে ছুটির সম্পূর্ণ তালিকা 

১ এপ্রিল, ২০২২ (শুক্রবার): নতুন মাসে এবং আর্থিক বছরের প্রথম দিনে বেশিরভাগ অঞ্চলের ব্যাঙ্কগুলিতে সাধারণ মানুষ লেনদেন সংক্রান্ত কাজ হয় না। এর কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টের বার্ষিক সমাপ্তি হয় ১ এপ্রিল।

২ এপ্রিল, 2022 (শনিবার): গুড়ি পাড়ওয়া/উগাদি উৎসব/নবরাত্রির প্রথম দিন/তেলুগু নববর্ষ/সজিবু নোগমম্পাম্বা (চৌরোবা) উপলক্ষে বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, ইম্ফল, জম্মু, মুম্বই, নাগপুর, পানাজি এবং শ্রীনগর জোনের ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে৷


৩ এপ্রিল (রবিবার): সাপ্তাহিক ছুটি৷

৪ এপ্রিল (সোমবার): সরহুল উপলক্ষে রাঁচি জোনে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

৫ এপ্রিল (মঙ্গলবার): বাবু জগজীবন রামের জন্মবার্ষিকী উপলক্ষে হায়দরাবাদ জোনের ব্যাঙ্কে কাজকর্ম হবে না। 

৯ এপ্রিল (শনিবার): মাসের দ্বিতীয় শনিবারের ছুটি। 

১০ এপ্রিল (রবিবার): সাপ্তাহিক ছুটি। 

১৪ এপ্রিল (বৃহস্পতিবার): ডক্টর বাবাসাহেব আম্বেদকর জয়ন্তী/মহাবীর জয়ন্তী/বৈশাখী/তামিল নববর্ষ/চৌরোবা, বিজু উৎসব/বোহার বিহু উপলক্ষে শিলং আর সিমলা ছাড়া অন্য সব অঞ্চলে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

১৫ এপ্রিল (শুক্রবার): গুড ফ্রাইডে/বাংলা নববর্ষ/হিমাচল দিওয়াস/বিশু/বোহাগ বিহু উপলক্ষে জয়পুর, জম্মু এবং শ্রীনগর ছাড়া অন্য সব জায়গায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।  

Advertisement

১৬ এপ্রিল (শনিবার): বোহাগ বিহুর জন্য গোহাটিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক। 

১৭ এপ্রিল (রবিবার): সাপ্তাহিক ছুটি। 

২১  এপ্রিল (বৃহস্পতিবার): গড়িয়া পুজো উপলক্ষে আগরতলায় ব্যাঙ্কগুলিতে কাজকর্ম হবে না। 

২৩ এপ্রিল (শনিবার): মাসের চতুর্থ শনিবারের ছুটি।

২৪ এপ্রিল (রবিবার): সাপ্তাহিক ছুটি। 

২৯  এপ্রিল (শুক্রবার): শব-ই-কদর/জুমাত-উল-বিদা উপলক্ষে জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

আরও পড়ুন- এই ৫ জিনিস না জানলে ক্যানসারের স্বাস্থ্য বিমা করিয়ে ঠকে যাবেন!

 

Advertisement