Bank Holidays 2024: পুজোর মাসে ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ, চটপট ক্যালেন্ডার দেখে নিন

Bank Holidays Ocotober 2024: অক্টোবর মানেই উৎসবের মাস। ফলে এই মাসে অনেক অফিসকাছারি ছুটি থাকে। ব্যাঙ্কও স্বাভাবিকভাবেই ব্যাতিক্রম নয়। অক্টোবরে সব মিলিয়ে ধরলে মোট ১৫ দিন পর্যন্ত ব্যাঙ্ক ছুটি থাকার কথা। কিন্তু এর মধ্যে কিছু ছুটি স্থানীয় ভিত্তিক। আরও একটি জিনিস জানিয়ে রাখা প্রয়োজন।

Advertisement
পুজোর মাসে ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ, চটপট ক্যালেন্ডার দেখে নিন২০২৪-এর অক্টোবরে ব্যাঙ্ক ছুটির তালিকা।
হাইলাইটস
  • অক্টোবর মানেই উৎসবের মাস। ফলে এই মাসে অনেক অফিসকাছারি ছুটি থাকে।
  • অক্টোবরে সব মিলিয়ে ধরলে মোট ১৫ দিন পর্যন্ত ব্যাঙ্ক ছুটি থাকার কথা।
  • ব্যাঙ্কের শুধুমাত্র গ্রাহক পরিষেবা, শাখাগুলিই বন্ধ থাকে।

Bank Holidays Ocotober 2024: অক্টোবর মানেই উৎসবের মাস। ফলে এই মাসে অনেক অফিসকাছারি ছুটি থাকে। ব্যাঙ্কও স্বাভাবিকভাবেই ব্যাতিক্রম নয়। অক্টোবরে সব মিলিয়ে ধরলে মোট ১৫ দিন পর্যন্ত ব্যাঙ্ক ছুটি থাকার কথা। কিন্তু এর মধ্যে কিছু ছুটি স্থানীয় ভিত্তিক। আরও একটি জিনিস জানিয়ে রাখা প্রয়োজন। সেটা হল ব্যাঙ্কের শুধুমাত্র গ্রাহক পরিষেবা, শাখাগুলিই বন্ধ থাকে। ব্যাঙ্কের বেশ কিছু ডিপার্টমেন্ট সারা বছরই কাজ করতে থাকে।

প্রতি মাসের মতো, অক্টোবরেও বেশ কিছু ন্যাশানাল ও রাজ্যভিত্তিক ছুটি (October Bank Holiday) থাকছে। সেই কারণে সরকারি অফিস, ব্যাঙ্ক এবং শেয়ার বাজার বন্ধ থাকবে। বিভিন্ন রাজ্য হিসাবে এই ছুটির দিন আলাদা হতে পারে। অক্টোবরে মোট 15 দিন ছুটি থাকবে। ফলে 15 দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে এসব ছুটি দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন দিনে পড়েছে। আসুন জেনে নেওয়া যাক ব্যাঙ্কের ছুটি কবে-কোন শহরে প্রযোজ্য হবে।

এর মধ্যে অবশ্য উত্সবের পাশাপাশি বিভিন্ন ন্যাশানাল হলিডেও রয়েছে। উত্সব মরসুমের  পাশাপাশি, এই মাসে দু'টি শনিবার এবং চারটি রবিবারও রয়েছে। সেটাও ধরতে হবে। ফলে ১৫ দিন মানেই যে ব্যাঙ্ককর্মীদের ১৫দিন ছুটি, এমনটা ভাবার কোনও কারণ নেই।

ভারতে ব্যাঙ্ক ছুটির দিনগুলি রাজ্য অনুসারে পরিবর্তিত হয়। তাই আপনি যদি অক্টোবরের কোনও দিনে ব্যাঙ্কে যাওয়ার কথা ভাবেন, সেক্ষেত্রে অবশ্যই তার আগে আপনাকে ব্যাঙ্ক সেদিন খোলা আছে কিনা, সেটা জেনে নিয়ে যেতে হবে।

2024 সালের অক্টোবর- ব্যাঙ্ক হলিডে তালিকা

1 অক্টোবর: রাজ্য বিধানসভার সাধারণ নির্বাচনের কারণে জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

2 অক্টোবর: গান্ধী জয়ন্তী সারা দেশে উদযাপিত হয়। ফলে ন্যাশানাল হলিডে পড়েছে।

3 অক্টোবর: নবরাত্রির কারণে জয়পুরে একদিনের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে।

5 অক্টোবর: রবিবার।

দুর্গাপুজো ও দশেরা 

10 অক্টোবর: আগরতলা, গুয়াহাটি, কোহিমা এবং কলকাতার ব্যাঙ্কে দুর্গাপুজো/দশেরার (মহা সপ্তমী) জন্য বন্ধ থাকবে।

11 অক্টোবর: দশেরা (মহাষ্টমী/মহানবমী), বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, গ্যাংটক এবং রাঁচি সহ বেশ কিছু শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

12 অক্টোবর: মাসের দ্বিতীয় শনিবার। মুম্বই, দিল্লি, হায়দ্রাবাদ এবং লখনউয়ের মতো শহরে দশেরার (মহানবমী/বিজয়াদশমী) জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে৷

13 অক্টোবর: রবিবার সারা দেশে ব্যাঙ্ক ছুটি থাকবে।

14 অক্টোবর: দুর্গাপুজো উপলক্ষে গ্যাংটকে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

16 অক্টোবর: লক্ষ্মী পুজো। আগরতলা ও কলকাতায় ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে।

17 অক্টোবর: বাল্মীকি জয়ন্তী এবং কাটি বিহুর কারণে বেঙ্গালুরু, গুয়াহাটি এবং সিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

20 অক্টোবর: রবিবার।

26 অক্টোবর: চতুর্থ শনিবার৷

27 অক্টোবর: রবিবার, ব্যাঙ্ক ছুটি থাকবে৷

Advertisement

দীপাবলিতে কোথায় ব্যাঙ্ক বন্ধ থাকবে?

31 অক্টোবর: আমেদাবাদ, বেঙ্গালুরু, কলকাতা এবং নয়াদিল্লির মতো বড় শহরগুলিতে দিওয়ালি (দীপাবলি) উদযাপন করা হবে। এর পাশাপাশি কালীপুজো এবং সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীও পালিত হবে। এর কারণে সারা দেশে ব্যাঙ্কিং কার্যক্রম বন্ধ থাকবে।

ছুটি থাকলেও অনলাইন মোড এবং মোবাইল অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় পরিষেবা পাবেন। গ্রাহকরা কোনও সমস্যা ছাড়াই এই পরিষেবাগুলি পাবেন। এটিএম পরিষেবাও চালু থাকবে। 

POST A COMMENT
Advertisement