Bank Holidays: দশমী থেকে কালীপুজোয় এই দিনগুলিতে বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক

উৎসবের মরশুমে বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holidays)। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ক্যালেন্ডার অনুযায়ী, অক্টোবর ও নভেম্বর জুড়ে উৎসব রয়েছে, তাই ১২ অক্টোবর থেকে দুর্গাপুজো ও নবরাত্রির কারণে বিভিন্ন রাজ্যে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক মোট ১২ দিন বন্ধ থাকবে। তবে গ্রাহকরা অনলাইনে লেনদেন করতে পারবেন।

Advertisement
দশমী থেকে কালীপুজোয় এই দিনগুলিতে বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ককয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
হাইলাইটস
  • উৎসবের মরশুমে বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
  • অক্টোবর ও নভেম্বর জুড়ে উৎসব রয়েছে
  • তাই ১২ অক্টোবর থেকে বিভিন্ন রাজ্যে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক মোট ১২ দিন বন্ধ থাকবে

উৎসবের মরশুমে বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holidays)। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ক্যালেন্ডার অনুযায়ী, অক্টোবর ও নভেম্বর জুড়ে উৎসব রয়েছে তাই ১২ অক্টোবর থেকে দুর্গাপুজো ও নবরাত্রির কারণে বিভিন্ন রাজ্যে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক মোট ১২ দিন বন্ধ থাকবে। তবে গ্রাহকরা অনলাইনে লেনদেন করতে পারবেন।

RBI-এর তালিকা অনুযায়ী, প্রতিবছর প্রজাতন্ত্র দিবস অর্থাৎ ২৬ জানুয়ারি, স্বাধীনতা দিবস, গান্ধী জয়ন্তী এবং বড়দিনে সব ব্যাঙ্ক বন্ধ থাকে। এছাড়াও, দীপাবলি, ঈদ, গুরু নানক জয়ন্তী এবং গুড ফ্রাইডে সহ উৎসবগুলিতেও ব্যাঙ্কগুলি বন্ধ থাকে।

কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকছে রইল তালিকা-

১২ অক্টোবর ২০২১: দুর্গাপুজো (মহাসপ্তমী)

পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।

১৩ অক্টোবর ২০২১: দুর্গাপুজো (মহাষ্টমী)

পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, মণিপুর, ত্রিপুরা এবং অসমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৪ অক্টোবর, ২০২১: দুর্গাপুজো/দশেরা (মহানবমী)/আয়ুথা পুজো

পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, ত্রিপুরা, তামিলনাড়ু, সিকিম, পুদুচেরি, ওড়িশা, নাগাল্যান্ড, মেঘালয়, কেরালা, কর্ণাটক, ঝাড়খণ্ড, বিহার, অসমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৫ অক্টোবর,২০২১: দুর্গা পুজো/ দশেরা (বিজয়া দশমী)

মনিপুর, হিমাচল প্রদেশ বাদে দেশব্যাপী ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

১৬ অক্টোবর, ২০২১: দুর্গাপুজো, দশেইন

সিকিমে ব্যাঙ্ক বন্ধ থাকবে

১৮ অক্টোবর, ২০২১: কাটি বিহু

অসমে ব্যাঙ্ক বন্ধ থাকবে

১৯ অক্টোবর, ২০২১: ইদ-ই-মিলাদ/ ইদ-ই-মিলাদুন্নবি/মিলাদ-ই-শরিফ (নবী মহম্মদের জন্মদিন)/ বড়ভাফত

গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, জম্মু, কাশ্মীর, উত্তরপ্রদেশ, কেরালা, দিল্লি, ছত্তিশগড়, ঝাড়খণ্ডে সব জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২০ অক্টোবর, 2021: মহর্ষি বাল্মিকির জন্মদিন/লক্ষ্মী পুজো/ইদ-ই-মিলাদ

ত্রিপুরা, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, হরিয়ানা, হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ।

২২ অক্টোবর, ২০২১: ইদ-ই-মিলাদ-উল-নবির পর শুক্রবার
জম্মু -কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৬ অক্টোবর, ২০২১: প্রবেশের দিন

জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৪ নভেম্বর, ২০২১: দিওয়ালি

দেশব্যাপী ব্যাঙ্ক বন্ধ থাকবে এদিন।
 

Advertisement

POST A COMMENT
Advertisement