ফেব্রুয়ারিতে ফের কলকাতা-সহ সারা দেশে ব্যাঙ্ক ধর্মঘট, তারিখ জেনে নিন

Bank Strike: ব্যাঙ্ক ইউনিয়নগুলির তরফে আগামী ১২ ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সারা দেশজুড়েই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

Advertisement
ফেব্রুয়ারিতে ফের কলকাতা-সহ সারা দেশে ব্যাঙ্ক ধর্মঘট, তারিখ জেনে নিনফেব্রুয়ারিতে ফের কলকাতা-সহ সারা দেশে ব্যাঙ্ক ধর্মঘট
হাইলাইটস
  • ফের একবার স্ট্রাইকের পথে হাঁটছে দেশের একাধিক ব্যাঙ্কিং কর্মী সংগঠন।
  • সপ্তাহে ২ দিন ব্যাঙ্কিং ছুটির দাবি রয়েছে।
  • সারা দেশজুড়েই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

ফের একবার স্ট্রাইকের পথে হাঁটছে দেশের একাধিক ব্যাঙ্কিং কর্মী সংগঠন। INTUC, AITUC, HMS, CITU, AIUTUC, TUCC, SEWA, AICCTU, LPF, UTUC-সহ আরও বেশ কয়েকটি ট্রেড ইউনিয়নের তরফে সর্বসম্মতি ক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ধর্মঘটের উদ্দেশ্য হল- নতুন শ্রম কোডে (যেখানে বিদ্যমান ২৯টি শ্রম আইন বাতিল করা হয়েছে) থাকা শ্রমিক-বিরোধী ও জনবিরোধী ধারা এবং কেন্দ্র সরকারের বিভিন্ন নীতি, প্রস্তাব ও সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। পাশাপাশি রয়েছে সপ্তাহে ২ দিন ব্যাঙ্কিং ছুটির দাবিও।

কবে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে?

ব্যাঙ্ক ইউনিয়নগুলির তরফে আগামী ১২ ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সারা দেশজুড়েই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২৭ জানুয়ারি দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যাঙ্ক অফিসারদের সংগঠন। সেই ধর্মঘট দেশজুড়ে সফলও হয়। গত ২৭ জানুয়ারি সারা দেশে বন্ধ ছিল ব্যাঙ্ক। কিন্তু তারপরেও কর্মীদের দাবি নিয়ে সরকারের তরফে কোনও সাড়া না আসায় ফের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

কী কী দাবি তুলে আগামী ১২ ফেব্রুয়ারি এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে?

  • সরকারি ক্ষেত্রের ব্যাংক ও বিমা সংস্থাগুলিকে আরও শক্তিশালী করতে হবে।
  • ব্যাঙ্ক, LIC-এর বেসরকারিকরণ ও বিনিয়োগ বিক্রি (Disinvestment) বন্ধ করতে হবে।
  • বিমা খাতে ১০০% FDI বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে
  • সরকারি খাতের সাধারণ বিমা সংস্থাগুলিকে একত্রিত করে একটি সংস্থা গঠন করতে হবে।
  • আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক চাকরি বন্ধ করতে হবে।
  • NPS বাতিল করে OPS পুনরায় চালু করতে হবে।
  • ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট স্কিম প্রত্যাহার করতে হবে।
  • কর্পোরেটদের Bad Loan আদায়ে কঠোর ব্যবস্থা নিতে হবে।
  • সাধারণ গ্রাহকদের জন্য ব্যাংকের পরিষেবা চার্জ কমাতে হবে।

উল্লেখ্য বিষয় হল, এখন ব্যাঙ্কগুলি প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবারে অফিসিয়াল ছুটি থাকছে। এই নিয়ম চালু করা হয়েছিল ২০১৫ সাল থেকে। এই ছুটি দেশের সকল সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের ক্ষেত্রে বাধ্যতামূলক ভাবে প্রযোজ্য রয়েছে। তবে, মাসের প্রথম, তৃতীয় এবং পঞ্চম শনিবার পুরো দস্তুর কাজ হয়। তবে এই নিয়ম নিয়েই গত কয়েক বছরে আন্দোলন তীব্র করেছেন ব্যাঙ্ক কর্মীরা। তাঁরা শনি-রবিবার দু'দিনই পাইকারি ছুটি চাইছে।


 

POST A COMMENT
Advertisement