Railway Stocks: রেলের এই স্টকগুলি মালামাল করতে পারে, হঠাত্‍ ব্যাপক দাম বাড়ছে, কেন?

গত কয়েক দিন ধরে রেলের একাধিক স্টকের দাম বেড়ে চলেছে। তাই বিনিয়োগকারীদের আবার নজর যাচ্ছে রেলের একাধিক স্টকের দিকে। এই তালিকায় রয়েছে IRFC, RVNL, IRCON, RITES, RailTel, Titagarh Rail Systems এবং Jupiter Wagons রয়েছে। এই সব স্টকের দাম দ্রুত গতিতে বাড়তে শুরু করেছে।

Advertisement
রেলের এই স্টকগুলি মালামাল করতে পারে, হঠাত্‍ ব্যাপক দাম বাড়ছে, কেন?রেলের স্টক
হাইলাইটস
  • গত কয়েক দিন ধরে রেলের একাধিক স্টকের দাম বেড়ে চলেছে
  • তাই বিনিয়োগকারীদের আবার নজর যাচ্ছে রেলের একাধিক স্টকের দিকে
  • এই তালিকায় রয়েছে IRFC, RVNL, IRCON, RITES, RailTel, Titagarh Rail Systems এবং Jupiter Wagons রয়েছে

গত কয়েক দিন ধরে রেলের একাধিক স্টকের দাম বেড়ে চলেছে। তাই বিনিয়োগকারীদের আবার নজর যাচ্ছে রেলের একাধিক স্টকের দিকে। এই তালিকায় রয়েছে IRFC, RVNL, IRCON, RITES, RailTel, Titagarh Rail Systems এবং Jupiter Wagons রয়েছে। এই সব স্টকের দাম দ্রুত গতিতে বাড়তে শুরু করেছে।

কোন কোন স্টকের দাম বেড়েছে

  • ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশনের (IRFC) শেয়ার ৪.৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • রেল বিকাশ নিগম লিমিটেডের (RVNL) শেয়ার ৩.২৮ শতাংশ
  • জুপিটার ওয়াগনের শেয়ার ৯.৬৩ শতাংশ
  • টিটাগড় রেল সিস্টেমের শেয়ার ৩.৫৫ শতাংশ
  • RITES LTD-এর শেয়ার ৪.৫৭ শতাংশ
  • RailTel-এর শেয়ার ৫.৫৫ শতাংশ
  • Texmaco Rail and Engineering Share ২.৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে

আসলে ২০২৪ সালের জুলাই মাসে রেলের সব স্টক একবারে তুঙ্গে ছিল। তারপর থেকেই দ্রুত গতিতে কমেছে দাম। জানলে অবাক হয়ে যাবেন, গত ১৭ থেকে ১৮ মাসে ৭০ শতাংশ পর্যন্ত পড়ে গিয়েছে এই সব স্টকের দাম। যার ফলে অনেক বিনিয়োগকারীরই খুব বড় লোকসান হয়েছে।

এই যেমন ধরুন RVNL-এর স্টকের দাম ৩০ শতাংশের নীচে রয়েছে নিজের সর্বোচ্চ হাই থেকে। ওদিকে IRFC-এর শেয়ারও ৪৩ শতাংশ নীচে রয়েছে। IRCON মোটামুটি ৫০ শতাংশ, Jupiter Wagon-এর শেয়ার ৫৪ শতাংশ, Titagarh Rail System-এর শেয়ার ২২০৪ সাল থেকে মোটামুটি ৫৫ শতাংশ নীচে রয়েছে।

যদিও এই পরিস্থিতি কিছুটা হলেও বদলাচ্ছে। বাড়তে শুরু করেছে এই স্টকগুলির দাম। এখন প্রশ্ন হল, কেন হঠাৎ করে এই স্টকগুলির দাম বৃদ্ধি পাচ্ছে? তার উত্তরে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আসলে সরকার রেলের পরিকাঠামো বাড়ানোর কথা চিন্তা করছে। নতুন ট্র্যাক থেকে শুরু করে স্টেশনের ডেভেলপমেন্ট, বন্দে ভারত ট্রেনের সংখ্যা বৃদ্ধি, মালগাড়ির ক্ষমতা বাড়ানো, সেমি হাই স্পিড করিডর তৈরির মতো কাজ করছে। সেই কারণেই এই স্টকগুলির দাম বাড়তে শুরু করে দিয়েছে।

কোন কোন স্টকের দাম বাড়তে পারে?

এমন পরিস্থিতিতে কিছু রেল স্টকের দাম বাড়তে পারে। বিশেষত, RVNL, IRCON এবং RITES-এর মতো সংস্থার দাম বাড়ার সম্ভাবনা প্রবল। কারণ, এই সব সংস্থাগুলির অর্ডারবুক খুবই ভাল।

এছাড়া সামনেই রয়েছে বাজেট। আর প্রতিবার বাজেটের আগেই রেলের স্টকগুলির দাম বৃদ্ধির একটা সম্ভাবনা থাকে। কারণ, সকলেই আশা করেন যে বাজেটে রেলের উপর খরচা বাড়াবে সরকার। আর যদি সরকার নতুন প্রোজেক্ট ঘোষণা করে বা খরচা বাড়ায়, তাহলে এই সব শেয়ারের দামে বৃদ্ধি হতে পারে।

Advertisement

যদিও পরিশেষে বিশেষজ্ঞদের একটা কথা মনে করিয়ে দিই। তাঁদের মতে, শর্ট টার্ম কথা ভেবে এই সব স্টকে বিনিয়োগ করবেন না। বরং আপনাকে স্টকগুলির ফান্ডামেন্টাল দেখতে হবে। সেই সঙ্গে অর্ডার বুক দেখা হল মাস্ট।

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

POST A COMMENT
Advertisement