Best FD Rates Now: হেসেখেলে টাকা! এখনও ৮% Interest পাবেন এই ব্যাঙ্কগুলিতে

Senior citizen FD rates: নতুন বছরের ঠিক শুরুতেই একাধিক ব্যাঙ্কে সুদের হারে কাটছাঁট করেছে। একাধিক প্রথম সারির রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্ক ইতিমধ্যেই ফিক্সড ডিপোজিটের (FD) উপর সুদের হার কমিয়েছে

Advertisement
হেসেখেলে টাকা! এখনও FD তে ৮% Interest পাবেন এই ব্যাঙ্কগুলিতেএখনও প্রবীণ নাগরিকদের জন্য এখনও কিছু আকর্ষণীয় অপশন রয়েছে।
হাইলাইটস
  • নতুন বছরের ঠিক শুরুতেই একাধিক ব্যাঙ্কে সুদের হারে কাটছাঁট করেছে।
  • একাধিক প্রথম সারির রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্ক ইতিমধ্যেই ফিক্সড ডিপোজিটের (FD) উপর সুদের হার কমিয়েছে।
  • এখনও প্রবীণ নাগরিকদের জন্য এখনও কিছু আকর্ষণীয় অপশন রয়েছে।

Senior citizen FD rates: নতুন বছরের ঠিক শুরুতেই একাধিক ব্যাঙ্কে সুদের হারে কাটছাঁট করেছে। একাধিক প্রথম সারির রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্ক ইতিমধ্যেই ফিক্সড ডিপোজিটের (FD) উপর সুদের হার কমিয়েছে। তবে এখনও প্রবীণ নাগরিকদের জন্য এখনও কিছু আকর্ষণীয় অপশন রয়েছে। বিশেষত, পাঁচ বছরের সিনিয়র সিটিজেন FD-তে কয়েকটি ব্যাঙ্ক এবং স্মল ফিনান্স ব্যাঙ্কে এখনও ৮ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। ফলে অবসরপ্রাপ্তদের কাছে এটি বেশ আকর্ষণীয় একটি বিষয়। লক্ষ্যণীয়, একই মেয়াদের FDতেও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, বেসরকারি ব্যাঙ্ক এবং স্মল ফিনান্স ব্যাঙ্কে সুদের হারে যথেষ্ট ফারাক রয়েছে। কোথায় সবচেয়ে বেশি সুদ? তা জেনে নেওয়াই এখন বিনিয়োগের আগে সবচেয়ে জরুরি কাজ। পাঁচ বছরের FD-তে বর্তমানে কোন কোন ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ সুদের হার পাবেন? তারই একটি বিস্তারিত চিত্র তুলে ধরা হল এই প্রতিবেদনে।

স্মল ফিনান্স ব্যাঙ্ক
স্মল ফিনান্স ব্যাঙ্কগুলির মধ্যে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক। এই ব্যাঙ্কে পাঁচ বছরের সিনিয়র সিটিজেন FD-তে সুদের হার ৮ শতাংশ। তার ঠিক পরেই রয়েছে জনা স্মল ফিনান্স ব্যাঙ্ক, যেখানে পাঁচ বছরের FD-তে প্রবীণ নাগরিকরা পেতে পারেন ৭.৭৭ শতাংশ সুদ। উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক এই মেয়াদে দিচ্ছে ৭.৭ শতাংশ সুদ। এছাড়াও উৎকর্ষ এবং ইকুইটাস স্মল ফিনান্স ব্যাঙ্কে সুদের হার ৭.৫ শতাংশ। স্লাইস এবং AU স্মল ফিনান্স ব্যাঙ্ক দিচ্ছে ৭.২৫ শতাংশ করে। শিবালিক স্মল ফিনান্স ব্যাঙ্কে এই হার ৬.৭৫ শতাংশ, ইএসএএফ স্মল ফিনান্স ব্যাঙ্কে ৬.২৫ শতাংশ।

বেসরকারি ব্যাঙ্ক
বেসরকারি ক্ষেত্রের ব্যাঙ্কগুলির মধ্যেও কয়েকটিতে বেশ ভালই সুদ দিচ্ছে। পাঁচ বছরের FD-তে প্রবীণ নাগরিকদের জন্য IDFC ফার্স্ট ব্যাঙ্ক, YES ব্যাঙ্ক এবং SBM ব্যাঙ্ক ইন্ডিয়া; এই তিনটি ব্যাঙ্কই ৭.৫ শতাংশ সুদ দিচ্ছে। DCB ব্যাঙ্কে সুদের হার ৭.২৫ শতাংশ। অ্যাক্সিস এবং RBL ব্যাঙ্ক দিচ্ছে ৭.২০ শতাংশ। ইন্ডাসইন্ড ব্যাঙ্কে সুদের হার ৭.১৫ শতাংশ। ICICI ব্যাঙ্ক, জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক এবং তামিলনাড়ু মারকেন্টাইল ব্যাঙ্কে পাঁচ বছরের FD-তে সুদ ৭.১০ শতাংশ। ফেডারেল এবং HDFC ব্যাঙ্কে এই হার ৬.৯০ শতাংশ। কোটাক মাহিন্দ্রা, DBS এবং IDBI ব্যাঙ্ক দিচ্ছে ৬.৭৫ শতাংশ। বন্ধন ব্যাঙ্কে সুদ ৬.৬০ শতাংশ, সিটি ইউনিয়ন ব্যাঙ্কে ৬.৫০ শতাংশ, কর্নাটক ব্যাঙ্কে ৬.৫৫ শতাংশ, CSB ব্যাঙ্কে ৬.০৫ শতাংশ এবং সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কে ৬.২০ শতাংশ।

Advertisement

সরকারি ব্যাঙ্কে FD রেট
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্যে, সবচেয়ে বেশি সুদ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। SBI-তে পাঁচ বছরের সিনিয়র সিটিজেন FD-তে সুদের হার ৭.০৫ শতাংশ। ব্যাঙ্ক অফ বরোদা দিচ্ছে ৬.৯০ শতাংশ। কানাড়া ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া; দু'টিতেই সুদের হার ৬.৭৫ শতাংশ। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক দিচ্ছে ৬.৬০ শতাংশ। ইন্ডিয়ান ব্যাঙ্ক ও সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে সুদের হার ৬.৫০ শতাংশ। পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কে ৬.৪৫ শতাংশ, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ৬.৪০ শতাংশ এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে পাঁচ বছরের FD-তে সুদ ৫.৫০ শতাংশ।

দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।

POST A COMMENT
Advertisement