Best Bikes under 1.5 lakh: দেড় লক্ষ টাকার মধ্যে সবচেয়ে স্টাইলিশ এই ৫ বাইক, রইল তালিকা

Best Bikes under 1.5 lakh: দেড় লাখ টাকা বাজেটে ভারতের সবচেয়ে স্টাইলিশ বাইক কোনগুলি? সেই বিষয়েই জানতে পারবেন এই প্রতিবেদনে। রইল প্রতিটি বাইকের ছবি, স্পেসিফিকেশন ও এক্স শোরুম প্রাইস।

Advertisement
দেড় লক্ষ টাকার মধ্যে সবচেয়ে স্টাইলিশ এই ৫ বাইক, রইল তালিকাসবচেয়ে স্টাইলিশ ৫ বাইক।
হাইলাইটস
  • দেড় লাখ টাকা বাজেটে ভারতের সবচেয়ে স্টাইলিশ বাইক কোনগুলি?
  • রইল প্রতিটি বাইকের ছবি, স্পেসিফিকেশন ও এক্স শোরুম প্রাইস।
  • ই বাইকগুলি যেমন রোজের কমিউটিংয়ের জন্য ভাল, তেমনই মাঝে মাঝে উইকেন্ডে লং রাইডের জন্যও দুর্দান্ত।

Best Bikes under 1.5 lakh: দেড় লাখ টাকা বাজেটে ভারতের সবচেয়ে স্টাইলিশ বাইক কোনগুলি? সেই বিষয়েই জানতে পারবেন এই প্রতিবেদনে। রইল প্রতিটি বাইকের ছবি, স্পেসিফিকেশন ও এক্স শোরুম প্রাইস। এই বাইকগুলি যেমন রোজের কমিউটিংয়ের জন্য ভাল, তেমনই মাঝে মাঝে উইকেন্ডে লং রাইডের জন্যও দুর্দান্ত। মূলত নেকড স্ট্রিট ফাইটার ক্যাটাগরিরই ৫টি বাইকের বিষয়ে জানানো হল এই প্রতিবেদনে। 

১. টিভিএস অ্যাপাচে আরটিআর ২০০ ৪ভি (TVS Apache RTR 200 4V): ১.৪৯ লক্ষ টাকা
TVS Apache RTR 200 4V Price - Mileage, Images, Colours | BikeWale
নিঃসন্দেহে এই তালিকার সবচেয়ে স্টাইলিশ লুকের মোটরসাইকেল। ফলে যাঁরা একটু আপডেটেড লুক, স্পোর্টি স্টাইল চাইছেন, তাঁরা অ্যাপাচি আরটিআর ২০০ ৪ভি অপশন হিসাবে দেখতেই পারেন। ১৯৭.৭৫ সিসির ইঞ্জিন।

স্পোর্ট মোড: ২০.৫ বিএইচপি, ১৭.২৫ এনএম @ ৭,২৫০ আরপিএম।

আরবান/রেইন মোড: ১৭ বিএইচপি, ১৬.৫১ এনএম @ ৫,৭৫০ আরপিএম।
ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে মিলবে টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশন, ক্র্যাশ অ্যালার্ট, লিন অ্যাঙ্গেল মোড, কল/এসএমএস অ্যালার্ট এবং রেস টেলিমেট্রি।
স্ট্যান্ডার্ড ভার্সনের দাম ₹ ১.৪৯ লক্ষ, আর আপসাইড-ডাউন ফর্কস মডেলের দাম ₹ ১.৫৪ লক্ষ।

২. বাজাজ পালসার N250 (Bajaj Pulsar N250): ১.৪৪ লক্ষ টাকা
Bajaj Pulsar 250 Black Price Is Rs. 1.5 Lakhs (Ex-showroom) | MotorBeam
এই সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী বাইকগুলির মধ্যে অন্যতম বাজাজ পালসার N250। ছোট থেকে অনেকেরই পালসার ব্র্যান্ডটার প্রতি একটি আলাদা টান আছে। তাঁদের জন্য এই বাইকটি সেরা।

ইঞ্জিন: ২৪৯.০৭ সিসি, ২৪.১ বিএইচপি @ ৮,৭৫০ আরপিএম, ২১.৫ এনএম @ ৬,৫০০ আরপিএম।

সাসপেনশন: ৩৭ মিমি ইউএসডি ফর্কস, নাইট্রক্স রিয়ার মনোশক।
মাল্টিপল এবিএস মোড: রোড, রেইন, অফরোড।
এছাড়াও রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল, ন্যাভিগেশন, গিয়ার পজিশন ইন্ডিকেটর, ডিস্ট্যান্স-টু-এম্পটি রিডআউট, ফুয়েল ইন্ডিকেশনস এবং স্লিপার ক্লাচ।

৩. হিরো এক্সট্রিম ১৬০আর ৪ভি (Hero Xtreme 160R 4V): ১.৪০ লক্ষ টাকা
Hero Xtreme 160R 4V Double Disc Bike Neon Shooting Star Booking for  Ex-Showroom Price : Amazon.in: Car & Motorbike
স্পোর্টি এবং স্টাইলিশ। একটু ব্যাতিক্রমীও বটে। হিরো এক্সট্রিম ১৬০আর ৪ভি র ফিচার্স দেখে নিন এক নজরে

Advertisement

১৬৩.২ সিসি ৪ ভালভ তেল-ঠান্ডা ইঞ্জিন, ১৬.৬ বিএইচপি @ ৮,৫০০ আরপিএম, ১৪.৬ এনএম @ ৬,৫০০ আরপিএম।

সেগমেন্ট ফার্স্ট ফিচার: প্যানিক ব্রেক অ্যালার্ট এবং দুটি ড্রাগ মোড।
স্ট্যান্ডার্ড হিসেবে KYB ইউএসডি ফর্কস এবং এলসিডি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।
রঙে বৈচিত্র্য — কেভলার ব্রাউন, ম্যাট স্লেট ব্ল্যাক এবং শুটিং নাইট স্টার।

৪. বাজাজ পালসার N160 (Bajaj Pulsar N160): ১.৩৯ লক্ষ টাকা
Bajaj Pulsar N160 Price in Kolkata - on road price of Pulsar N160 August  2025 | autoX
যাঁরা আরও একটু কম দামের মধ্যেই পালসার চাইছেন, তাঁদের জন্য N160 ভাল অপশন।
ইঞ্জিন: ১৬০.৩ সিসি তেল-ঠান্ডা, ১৭ বিএইচপি @ ৯,০০০ আরপিএম, ১৪.৬ এনএম @ ৭,২৫০ আরপিএম।

সাসপেনশন: ইউএসডি ফর্কস, নাইট্রক্স রিয়ার মনোশক।
ফিচারসমূহ — ইউএসবি পোর্ট, ন্যাভিগেশন, গিয়ার পজিশন ইন্ডিকেটর, ডিস্ট্যান্স-টু-এম্পটি রিডআউট, ইনস্ট্যানটেনিয়াস ও এভারেজ ফুয়েল ইকোনমি।

৫. টিভিএস অ্যাপাচি আরটিআর ১৮০ (TVS Apache RTR 180): ১.৩৪ লক্ষ টাকা
TVS Apache RTR 180 Race Edition launched at Rs. 82,233 | Team-BHP
যাঁদের অ্যাপাচের পুরনো ডিজাইনটাই বেশি পছন্দ, তাঁরা এটি কিনতে পারেন। ১৭৭.৪ সিসি ইঞ্জিন পাবেন। আসুন এক নজরে টিভিএস অ্যাপাচি আরটিআর ১৮০ র স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।

স্পোর্ট মোড: ১৬.৭ বিএইচপি, ১৫.৫ এনএম।

আরবান/রেইন মোড: ১৪.৩ বিএইচপি, ১৪.২ এনএম।
কানেক্টেড টেকনোলজি: ফুয়েল স্টেশন, হাসপাতাল, রেস্তরাঁর মতো প্রি-প্রোগ্রামড স্টপস, রাইডিং টেলিমেট্রিকস, কল/এসএমএস অ্যালার্ট এবং ক্র্যাশ অ্যালার্ট। দু'টি রঙে পাবেন, পার্ল হোয়াইট এবং গ্লস ব্ল্যাক।

৫টি সবচেয়ে স্টাইলিশ বাইকের তালিকা তো পেয়েই গেলেন। ফলে আপনার পছন্দ, বাজেট অনুযায়ী এর মধ্যে থেকে বাইক বেছে নিতে পারেন।

POST A COMMENT
Advertisement