scorecardresearch
 

Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে ৮.১৫% পর্যন্ত সুদ, এই দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে দারুণ রিটার্ন

Best FD India: ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট (FD) করতে চাইলে, বিভিন্ন ব্যাঙ্কের সর্বোচ্চ সুদ হার খতিয়ে দেখা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত, দীর্ঘমেয়াদি আমানতে ব্যাংকগুলো বেশি সুদ দেয় এবং স্বল্পমেয়াদি আমানতের জন্য সুদের হার কম থাকে। উদাহরণস্বরূপ, পাঁচ বছরের ফিক্সড ডিপোজিটের সুদ হার এক বছরের চেয়ে বেশি হয়ে থাকে।

Advertisement
ফিক্সড ডিপোজিটে দারুণ সুদ এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। ফিক্সড ডিপোজিটে দারুণ সুদ এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে।
হাইলাইটস
  • বিভিন্ন ব্যাঙ্কের সর্বোচ্চ সুদ হার খতিয়ে দেখা খুবই গুরুত্বপূর্ণ।
  • সাধারণত, দীর্ঘ মেয়াদের আমানতে বেশি সুদ পাওয়া যায়।
  • কিছু ব্যাঙ্কে নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ সুদের হারের অপশন থাকে।

Best FD India: ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট (FD) করতে চাইলে, বিভিন্ন ব্যাঙ্কের সর্বোচ্চ সুদ হার খতিয়ে দেখাটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত, দীর্ঘ মেয়াদের আমানতে বেশি সুদ পাওয়া যায়। স্বল্প মেয়াদের আমানতে সুদের হার কম থাকে। উদাহরণস্বরূপ, ৫ বছরের ফিক্সড ডিপোজিটের সুদের হার এক বছরের চেয়ে বেশি হয়।

এক্ষেত্রে লক্ষ্যণীয় কিছু ব্যাঙ্কে নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ সুদের হারের অপশন থাকে।

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এমনই একটি ফিক্সড ডিপোজিট স্কিমের নাম ইউনিয়ন সামবৃদ্ধি (Union Sumvridhi)। এই স্কিমটি ৩৩৩ দিনের। সুদের হার সর্বাধিক ৮.১৫% পর্যন্ত। সাধারণ নাগরিকদের জন্য সুদের হার ৭.৪% , প্রবীণ নাগরিকদের জন্য ৭.৯০% এবং অতিপ্রবীণ নাগরিকদের(সুপার সিনিয়র) জন্য ৮.১৫% সুদের হার প্রযোজ্য হবে।

সুদের গণনা এবং মেয়াদ
FD-এর সুদ ত্রৈমাসিক হারে গণনা করা হবে। অর্ধ-বার্ষিক ভিত্তিতে আমানতকারীর হিসাবে জমা হবে। মেয়াদ শেষে মূলধনের সঙ্গে সুদের পরিমাণ একসঙ্গে মিলিয়ে ম্যাচিওর অ্য়ামাউন্ট হাতে পাবেন। 

প্রিম্যাচিওর ক্লোজার
যদি কেউ নির্ধারিত সময়ের আগেই FD ক্লোজ করেন, সেক্ষেত্রে সুদের হার ১ শতাংশ কমে যাবে। আমানতের প্রকৃত সময় অনুযায়ী প্রযোজ্য সুদের হার প্রদান করা হবে। 

আরও পড়ুন

আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, এই একই টাইম ফ্রেমে ব্যাঙ্ক অফ বরোদাও তাদের মনসুন ধামাকা ডিপোজিট স্কিম চালু করেছে।

ব্যাঙ্ক General  Senior  Super Senior S
ব্যাঙ্ক অফ বরোদা 7.15% 7.65% --
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 7.4% 7.9% 8.15%

(সূত্র: ব্যাঙ্কের ওয়েবসাইট)

এই স্কিমে সাধারণ আমানতকারীরা ৭.১৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৭.৬৫ শতাংশ সুদ পাবেন। মেয়াদ সেই একই ৩৩৩ দিন।
 

Advertisement