Best Scooters: দারুণ মাইলেজ, খাসা লুক, দেখুন ৪ এক লাখি স্কুটার

দৈনন্দিন ব্যবহারের জন্য খুব বেশি দাম দিয়ে স্কুটি কিনে কোনও লাভ হয় না। আর স্কুটার মূলত বাড়ির আশেপাশে দরকারি কাজকর্ম সারার জন্যই ব্যবহার করা হয়ে থাকে। তবে বেশি দাম দিয়ে স্কুটি কিনতে হলে সমস্যা হয়ে যায়। আজ আমরা আপনাদের ৪টি দারুণ স্কুটারের হদিস দেব, যেগুলি আপনার কাছে সাশ্রয়ী হবে। 

Advertisement
দারুণ মাইলেজ, খাসা লুক, দেখুন ৪ এক লাখি স্কুটারএই স্কুটারগুলিই ক্রেতাদের কাছে ভরসার নাম।

দৈনন্দিন ব্যবহারের জন্য খুব বেশি দাম দিয়ে স্কুটি কিনে কোনও লাভ হয় না। আর স্কুটার মূলত বাড়ির আশেপাশে দরকারি কাজকর্ম সারার জন্যই ব্যবহার করা হয়ে থাকে। তবে বেশি দাম দিয়ে স্কুটি কিনতে হলে সমস্যা হয়ে যায়। আজ আমরা আপনাদের ৪টি দারুণ স্কুটারের হদিস দেব, যেগুলি আপনার কাছে সাশ্রয়ী হবে। 

কোন চারটি স্কুটার আপনি পাবেন ১ লক্ষ্যের মধ্যে?
রোজকার ব্যবহারের জন্য খুব বেশি দামের স্কুটার কিনে লাভ নেই। ১ লাখের মধ্যেই পাবেন ইয়ামাহা Aerox 125 সহ আরও ৩ সেরা স্কুটার। ৪০ কিমি মাইলেজের এই স্কুটারের দাম পড়বে ১.৪৮ লাখ টাকা। এতে থাকবে ১৫৫ সিসির একটি লিকুইড কুলড ইঞ্জিন।

এরপরেই আসে হিরো জুম ১১০। ১১০ সিসির এই স্কুটারে রয়েছে ৪ স্ট্রোকের একটি ইঞ্জিন। ৪৫ কিমি মাইলেজ দেবে এই স্কুটার। ৫.২ লিটারের ফুয়েল ট্যাঙ্ক সহ হিরো জুম ১১০ মডেলের দাম পড়বে ৭১,৪৮৪ টাকা। এটি যদিও এক্স শো-রুম দাম। ৫.২ লিটারের ফুয়েল ট্যাঙ্ক সহ হিরো জুম ১১০ মডেলের দাম পড়বে ৭১,৪৮৪ টাকা। এটি যদিও এক্স শো-রুম দাম।

হিরোর অন্যান্য স্কুটারের মধ্যে জুম ১২৫ রয়েছে, রয়েছে ডেস্টিনি, প্লেজার, ডেস্টিনি ১২৫ এক্সটেক ইত্যাদি। ভারতের বাজারে টিভিএসের এই মডেলের স্কুটারেরও বেশ জনপ্রিয়তা রয়েছে। এতে আপনি মাইলেজ পাবেন ৬০ কিমি। ১২৪ সিসির ইঞ্জিন পাবেন এতে। ৮৬,৪০৫ টাকা থেকে শুরু এই স্কুটারের দাম। সর্বোচ্চ দাম যাবে ৯৬,৮৫৫ টাকা পর্যন্ত।

হোন্ডা অ্যাক্টিভার এই ১২৫ সিসির স্কুটারের মাইলেজ দেবে ৬০ কিমি। এতেও রয়েছে ৪ স্ট্রোকের একটি ইঞ্জিন। ৫.৩ লিটারের ফুয়েল ট্যাঙ্ক সহ এই হোন্ডা অ্যাক্টিভা ১২৫-এর দাম পড়বে ৭৯ হাজার টাকা। টপ এন্ড ভার্সনের দাম ৮৮ হাজার টাকা। শুধু শহরের রাস্তায় চালানোর জন্যেই নয়, এর সমস্ত ফিচার্স রোজকার ব্যবহারের জন্য উপযুক্তভাবে বানানো হয়েছে।

Advertisement

  

POST A COMMENT
Advertisement