Splendor থেকে Activa, 2025 এ ভারতে বিক্রির নিরিখে সেরা এই ১০ বাইক

যতই বড় বড় ব্র্যান্ড আসুক। ভারতে বাজার সেই কমিউটার বাইক আর মাস-মার্কেট স্কুটারের। নভেম্বরে দেশের সেরা ১০টি টু-হুইলারের তালিকা দেখলেই তা স্পষ্ট। এই সেগমেন্টেই প্রায় 13.26 লক্ষ ইউনিট বাইক-স্কুটি বিক্রি হয়েছে।

Advertisement
Splendor থেকে Activa, 2025 এ ভারতে বিক্রির নিরিখে সেরা এই ১০ বাইকভারতে বাজার কাঁপাচ্ছে সেই কমিউটার বাইক আর স্কুটারই।
হাইলাইটস
  • ভারতে বাজার সেই কমিউটার বাইক আর মাস-মার্কেট স্কুটারের।
  • নভেম্বরে দেশের সেরা ১০টি টু-হুইলারের তালিকা দেখলেই তা স্পষ্ট।
  • এই সেগমেন্টেই প্রায় 13.26 লক্ষ ইউনিট বাইক-স্কুটি বিক্রি হয়েছে।

যতই বড় বড় ব্র্যান্ড আসুক। ভারতে বাজার কাঁপাচ্ছে সেই কমিউটার বাইক আর স্কুটারই। নভেম্বরে দেশের সেরা ১০টি টু-হুইলারের তালিকা দেখলেই তা স্পষ্ট। এই সেগমেন্টেই প্রায় 13.26 লক্ষ ইউনিট বাইক-স্কুটি বিক্রি হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় 22.5 শতাংশ বেশি। সংখ্যাটা শুধু পরিসংখ্যান নয়, বরং ভারতীয় ক্রেতার মানসিকতারও প্রতিচ্ছবি বটে। 

Hero Splendor: ভরসার প্রতীক
তালিকায় বরাবরের মতোই এক নম্বরে Hero Splendor। নভেম্বর ২০২৫-এ এই বাইকের 3,48,569 ইউনিট বিক্রি হয়েছে। গত বছরের তুলনায় 18.6 শতাংশ বেশি। গ্রাম থেকে মফস্বল; সব জায়গাতেই Splendor মানেই ভরসা। দুর্দান্ত মাইলেজ, সহজ মেনটেনেন্স, ভাল ইঞ্জিন; এই তিন কারণেই বছরের পর বছর ভারতের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইকের স্থান ধরে রেখেছে Hero Splendor।

Honda Activa: স্কুটারের রাজা
দ্বিতীয় স্থানে Honda Activa, বিক্রি 2,62,689 ইউনিট। গত বছরের তুলনায় বৃদ্ধির হার 27 শতাংশ। মহিলা থেকে প্রবীণ; সব বয়সের মানুষই এই স্কুটার চালাতে স্বচ্ছন্দ। একাধিক ভ্যারিয়েন্ট, দারুণ ব্র্যান্ড ইমেজ আর নির্ভরযোগ্য পারফরম্যান্স। সেই কারণেই Activa এখনও দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্কুটার।

Honda Shine ও TVS Jupiter  
তৃতীয় স্থানে Honda Shine। 1,86,490 ইউনিট বিক্রি হয়েছে। অফিসযাত্রীদের কাছে Shine জনপ্রিয় মূলত তার স্মুথ ও রিফাইন্ড ইঞ্জিনের জন্য। চতুর্থ স্থানে TVS Jupiter, বিক্রি 1,24,782 ইউনিট। প্রশস্ত সিট, আরামদায়ক সাসপেনশন ও ভালো মাইলেজ; এই কারণেই Activa-র বিকল্প হিসেবে Jupiter আজও সমান শক্তিশালী।

Bajaj Pulsar
পঞ্চম স্থানে রয়েছে Bajaj Pulsar। বিক্রি 1,13,802 ইউনিট। যদিও বৃদ্ধির হার প্রায় স্থির, তবু Pulsar নামটাই তরুণদের কাছে আলাদা আবেগ। স্পোর্টি লুক, শক্তিশালী ইঞ্জিন ও বিস্তৃত সার্ভিস নেটওয়ার্ক; এই তিন কারণেই বাজারে Pulsar এখনও প্রাসঙ্গিক।

Hero HF Deluxe
ষষ্ঠ স্থানে উঠে এসেছে Hero HF Deluxe। বিক্রি 91,082 ইউনিট, বছরে বছরে প্রায় 48.7 শতাংশ বৃদ্ধি। কম দাম আর দুর্দান্ত মাইলেজ; এই বাইকটি মূলত বাজেট সচেতন ক্রেতাদের জন্যই তৈরি।

Advertisement

Suzuki Access ও TVS Apache
Suzuki Access বিক্রি করেছে 67,477 ইউনিট। প্রিমিয়াম স্কুটার সেগমেন্টে Access এখনও অন্যতম পছন্দ। অন্যদিকে, TVS Apache বিক্রি করেছে 48,764 ইউনিট, বৃদ্ধির হার 36.9 শতাংশ। পারফরম্যান্স বাইকের প্রতি আগ্রহ যে কমেনি, Apache তারই প্রমাণ।

TVS XL100 ও TVS iQube
TVS XL100 বিক্রি 44,971 ইউনিট হলেও সামান্য পতন লক্ষ্য করা গিয়েছে। তবে গ্রামাঞ্চলে এর ব্যবহারিক চাহিদা এখনও অস্বীকার করা যায় না। তালিকার শেষ নাম TVS iQube; একমাত্র ইলেকট্রিক টু-হুইলার। বিক্রি 38,191 ইউনিট, প্রায় 48.7 শতাংশ বৃদ্ধি। এটি স্পষ্ট করে দিচ্ছে, ভারতের ম্যাস মার্কেটেও ইলেকট্রিক স্কুটারের গ্রহণযোগ্যতা দ্রুত বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, ২০২৫ সালে ভারতের বাজারে সাফল্যের মূল চাবিকাঠি তিনটি; দাম, মাইলেজ আর রিলায়িবিলিটি। শহর হোক বা গ্রাম, ভারতীয় ক্রেতাদের মূল চাহিদা এগুলিই। স্টাইল অতটা গুরুত্বপূর্ণ নয়। সেই বাস্তবকেই প্রতিফলিত করছে ২০২৫ সালের ভারতের বেস্ট সেলিং বাইকগুলির তালিকা।

POST A COMMENT
Advertisement