Bike vs Scooter Comparison: বাইক না স্কুটার, আমাদের দেশে কোনটা বেশি ভাল? Expert রা যা বলেন

bike vs scooter India: ভারতে রোজকার যাতায়াতের জন্য বাইক আর স্কুটার দু'টোই জনপ্রিয়। তবে কোনটা কেনা উচিত, সেটা নির্ভর করছে আপনার ব্যবহার ও রাস্তার ধরন অনুযায়ী। যাঁরা শহরের অলিগলি, ছোট রাস্তায় বেশি যাতায়াত করেন, তাঁদের জন্য স্কুটার অনেক বেশি সুবিধাজনক।

Advertisement
বাইক না স্কুটার, আমাদের দেশে কোনটা বেশি ভাল? Expert রা যা বলেনবাইক না স্কুটি, আপনার কোনটা কেনা উচিত?
হাইলাইটস
  • ভারতে রোজকার যাতায়াতের জন্য বাইক আর স্কুটার দু'টোই জনপ্রিয়।
  • তবে কোনটা কেনা উচিত, সেটা নির্ভর করছে আপনার ব্যবহার ও রাস্তার ধরন অনুযায়ী।
  • যাঁরা শহরের অলিগলি, ছোট রাস্তায় বেশি যাতায়াত করেন, তাঁদের জন্য স্কুটার অনেক বেশি সুবিধাজনক।

bike vs scooter India: ভারতে রোজকার যাতায়াতের জন্য বাইক আর স্কুটার দু'টোই জনপ্রিয়। তবে কোনটা কেনা উচিত, সেটা নির্ভর করছে আপনার ব্যবহার ও রাস্তার ধরন অনুযায়ী। যাঁরা শহরের অলিগলি, ছোট রাস্তায় বেশি যাতায়াত করেন, তাঁদের জন্য স্কুটার অনেক বেশি সুবিধাজনক। স্কুটারের সিট আর পায়ের জায়গা বেশ কমফোর্টেবল। বাজারঘাট করতে, জিনিসপত্র নিতে স্কুটারের স্টোরেজ স্পেস বেশ কাজে আসে। তাছাড়া, পরিবারের মহিলারাও সহজে স্কুটার চালাতে পারেন। ফলে ধীর গতিতে, কম দূরত্বে যাতায়াতের জন্য স্কুটারই সেরা।

অন্যদিকে একটু বেশি দূরত্ব, হাইওয়ে বা বড় রাস্তার জন্য বাইকই ভালো। বাইকের চাকা বড়, ব্রেক ভাল এবং টায়ারও শক্ত। তাই খারাপ রাস্তা বা অসমান পিচ্ছিল পথেও বাইক অনেক বেশি স্টেবল থাকে। বেশি স্পিডেও স্কুটারের তুলনায় সেফ। তাছাড়া সত্যি বলতে বাইক রাইডিংয়ের মজাও স্কুটারের তুলনায় অনেক বেশি।

এক্ষেত্রে বলে রাখা ভাল, স্কুটারের মধ্যেও কিছু মডেল আছে, যেমন ধরুন ইয়ামাহা বা অ্যাপ্রিলিয়ার ১৫০ সিসির স্কুটার, অনেকটা অন্যরকম। এইসব স্কুটারের চাকা বড়, পিকআপ বেশি। অনেকেই আজকাল ট্যুরিংয়ের জন্য এগুলি কিনছেন। তা সত্ত্বেও লং রাইডে বাইকই এগিয়ে। হাইওয়ে, বড় রাস্তা, বা খারাপ রাস্তার জন্য বাইকই বেশি টেকসই।

তাই সংক্ষেপে বললে, আপনার ব্যবহার অনুযায়ী বাহন কেনা উচিত।

শহরের ছোট গলি ও কম দূরত্বের জন্য: স্কুটার। সহজ, কমফোর্টেবল, স্টোরেজের সুবিধা।
হাইওয়ে ও লং ডিসট্যান্স রাইডের জন্য: বাইক। বড় চাকা, শক্তিশালী ব্রেক, ভাল গ্রিপ।

ভারতের রাস্তাঘাট যে খুব একটা ভাল নয়, তা বলাই বাহুল্য। বিশেষত বর্ষায় অনেক রাস্তাই জলে ডুবে থাকে। তাই বাইকের বড় চাকায় কিছুটা সুবিধাই হয়।

বাইক আর স্কুটার দু'টোই ব্যবহারের উপর ডিপেন্ড করছে। তাছাড়া মানুষের শখও বড় বালাই। তবে শুধু শখ বা স্টাইল নয়, কতটা চালাবেন, কীভাবে চালাবেন; এগুলো বিবেচনা করেই সিদ্ধান্ত নিন। 

Advertisement

POST A COMMENT
Advertisement