শিয়ালদা শাখার ভিড় জমজমাট রুটগুলির মধ্যে বনগাঁ বিখ্যাত। কুখ্যাতও বলা চলে। প্রতিদিন বাদুড়ঝোলা যাত্রীদের কষ্টের ছবি সবারই পরিচিত। সেই বনগাঁ লোকালেই এ বার বড়সড় বদল। শুক্রবার সকালে প্রথমবার পথে নামল এসি লোকাল। ভিড়ভাট্টার মধ্যে শীতল বাতাসে যাত্রা, যাত্রীদের কাছে যেন স্বপ্নপূরণের মতো অভিজ্ঞতা।
সকালে রানাঘাট থেকে রওনা দিয়ে বনগাঁ হয়ে শিয়ালদার উদ্দেশে যাত্রা শুরু করে এসি লোকাল ট্রেনটি। সকাল ৭টা ৪২ মিনিটে বনগাঁ পৌঁছয় গাড়ি। তখন থেকেই টিকিট কাউন্টারে ভিড় জমতে শুরু করে। তবে যাত্রীদের আক্ষেপ, টিকিটের দাম বড্ড বেশি। একটু কম ভাড়া হলে ভালো হত, মত অনেকেরই।
টিকিটের দামের কারণে কিছুটা আক্ষেপ থাকলেও যাত্রীদের আনন্দ চাপা থাকছে না। আগে যেখানে ভিড়ের চাপে ট্রেনে চড়া দুঃস্বপ্নের মতো ছিল, সেখানে ফাঁকা ও আরামদায়ক যাত্রা তাঁদের কাছে একেবারেই নতুন অভিজ্ঞতা।
তবে প্রশ্ন উঠেছে জরিমানার নিয়ম নিয়ে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এসি লোকালে বিনা টিকিটে ধরা পড়লে ২৫০ টাকা জরিমানা দিতে হবে, সঙ্গে ন্যূনতম ভাড়াও। শিয়ালদা থেকে বনগাঁ রুটে সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা, সর্বাধিক ১৫০ টাকা।
রেলের তরফে জানানো হয়েছে, এই ট্রেন প্রতিদিন চলবে। ফলে বনগাঁ রুটের যাত্রীদের জন্য আরামদায়ক ভ্রমণের নতুন দিগন্ত খুলল। তবে টিকিটের দাম কমানো হলে এই সুবিধা আরও বেশি মানুষের নাগালে আসবে বলে মনে করছেন নিত্যযাত্রীরা।