Kolkata Metro Ticket: বর্ষশেষে লাইনে না দাঁড়িয়েই মেট্রোর টিকিট কাটুন, কীভাবে? স্টেপগুলি রইল

সামনেই ক্রিসমাস উইক। সেজে উঠেছে কলকাতা। পার্কস্ট্রিটে তো এখন থেকেই সাজো সাজো রব। আলোয় সেজেছে গোটা রাস্তা। এছাড়া শহরের একাধিক গির্জাতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এমন উৎসব মুখর কলকাতার সাক্ষী হতে অনেকেই ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত পার্কস্ট্রিট থেকে শুরু করে শহরের একাধিক জায়গায় ভিড় করবেন। আর তাদের কাছে যাতায়াতের একটা সেরা মাধ্যম হল মেট্রো। তবে মাথায় রাখতে হবে, এই সময় সন্ধে বাড়লেই মেট্রোয় ভিড় অনেকাংশেই বাড়ে। টিকিট কাটার লাইন লম্বা হয়ে যায়। সেখানেই কেটে যায় ঘণ্টাখানেক।

Advertisement
বর্ষশেষে লাইনে না দাঁড়িয়েই মেট্রোর টিকিট কাটুন, কীভাবে? স্টেপগুলি রইলকলকাতা মেট্রো টিকিট
হাইলাইটস
  • ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত পার্কস্ট্রিট থেকে শুরু করে শহরের একাধিক জায়গায় ভিড় করবেন
  • তাদের কাছে যাতায়াতের একটা সেরা মাধ্যম হল মেট্রো
  • টিকিট কাটার লাইন লম্বা হয়ে যায়

সামনেই ক্রিসমাস উইক। সেজে উঠেছে কলকাতা। পার্কস্ট্রিটে তো এখন থেকেই সাজো সাজো রব। আলোয় সেজেছে গোটা রাস্তা। এছাড়া শহরের একাধিক গির্জাতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এমন উৎসব মুখর কলকাতার সাক্ষী হতে অনেকেই ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত পার্কস্ট্রিট থেকে শুরু করে শহরের একাধিক জায়গায় ভিড় করবেন। আর তাদের কাছে যাতায়াতের একটা সেরা মাধ্যম হল মেট্রো। তবে মাথায় রাখতে হবে, এই সময় সন্ধে বাড়লেই মেট্রোয় ভিড় অনেকাংশেই বাড়ে। টিকিট কাটার লাইন লম্বা হয়ে যায়। সেখানেই কেটে যায় ঘণ্টাখানেক।

তবে ভাল খবর হল, এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে মেট্রো রেলওয়ে। তাদের পক্ষ থেকে লাইন এড়িয়েই টিকিট কাটার বন্দোবস্ত করা হয়েছে। ভাবছেন সেটা কীভাবে সম্ভব? সেই উত্তরটা দেওয়া রইল নিবন্ধটিতে।

কীভাবে লাইন এড়িয়ে টিকিট কাটবেন?

প্রথমত আপনাকে মোবাইলে একটা অ্যাপ নামাতে হবে। এই অ্যাপটির নাম হল 'Aamar Kolkata Metro'। এই অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপে স্টোরে পেয়ে যাবেন।

এবার এই অ্যাপটিতে আপনাকে সাইনআপ করতে হবে। নিজের মোবাইল নম্বর এবং আরও কিছু তথ্য দিয়ে সেরে ফেলুন এই প্রক্রিয়া। এরপর বাড়ি বসেই মেট্রোর টিকিট কেটে ফেলতে পারেন।

কীভাবে কাটবেন?

এই অ্যাপে লগইন করার পরই কাছে অনেক অপশন চলে আসবে। সেখানে প্রথমেই থাকবে বুক টিকিট অপশন। সেই অপশনে ক্লিক করুন। তারপর সোর্স স্টেশন এবং ডেস্টিনেশন স্টেশন দিন। এক্ষেত্রে যাত্রা শুরুর স্টেশন হল সোর্স স্টেশন। অপরদিকে ডেস্টিনেশন স্টেশন হল যেখানে যেতে চান। এই দুই স্টেশন বেছে নেওয়ার পর পেমেন্ট অপশন আসবে। সেক্ষেত্রে নিজের সুবিধা মতো পেমেন্ট অপশন বেছে নিয়ে টাকা দিয়ে দিন। তাহলেই পেয়ে যাবেন টিকিট। সেই টিকিট মেট্রোর গেটের নির্দিষ্ট জায়গায় ধরতে হবে। ব্যাস, তাহলেই আর টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াতে হবে না।

Advertisement

তবে শুধু টিকিট কাটাই নয়, এছাড়াও একাধিক অপশন রয়েছে এই অ্যাপে। আপনি চাইলে এখান থেকে মেট্রোর টাইমিং দেখে নিতে পারেন। তাহলে আপনার প্ল্যান করতে সুবিধা হবে। এছাড়া যাদের কাছে মেট্রোর স্মার্ট কার্ড রয়েছে, তারা সেই কার্ডের রিচার্জ এখান থেকে করতে পারেন। পাশাপাশি কার্ডে কত টাকা ব্যালেন্স রয়েছে, সেটাও দেখতে পারেন।

মাথায় রাখবেন, এই সময় খুব ভিড় হওয়ার আশঙ্কা রয়েছে। তাই একটু সাবধানে যাতায়াত করবেন। খুব ভিড় থাকলে পরের মেট্রোতে যান। ঠেলাঠেলি ভিড়ে না যাওয়াই ভাল।

POST A COMMENT
Advertisement